নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

। যার জন্য করবেন চুরি সেই বলবে চোর ।।

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৪

এক চোর কে পুলিশ তাড়া করেছে । চোর তার জীবন বাজি রেখে দৌর দিচ্ছে । পুলিশ চিল্লাচ্ছে ঐ চোর ঐ চোর ধর ধর চোর । পুলিশ কে সাহায্য করতে একলোক চোরের পিছনে দৌর দিল চোর কে ধরতে । কিন্তু চোর ঠিকেই দৌর দিয়ে লাপাত্তা হয়ে গেল । পুলিশ এসে চোরের পিছনে যে লোক দৌরাচ্ছিল তাকে এসে ধরে বলল শালা পালাবি কোথায় । পুলিশের হাত থেকে । ভদ্র লোক বলল আমি চোর না। পুলিশ বলে বেটা হারাম জাদা তুই চোর না হলে কি দৌড়াস । পুলিশ ভাই আমি তো চোর ধরার জন্য দৌর দিয়ে ছিলাম । পুলিশ বলল - খামুস পুলিশের সাথে ফাজলামি বলে দিল দু বারি । ভদ্র লোক তো অবাক পাশের থেকে অন্য সব লোক বলছে ভাই ধুলাই দেন সব আপনে আপনে স্বীকার করবে । যাই হোক পুলিশ রাম ধুলাই দিল । ভদ্রলোক বলল ভাই আমি চোর আমার বাবা চোর আমার দাদা চোর আমাকে আর মাইরেন না। জাবিনে বের হয়ে আসলো । মামলা শেষ হতে ১০ বছর ।
তাই বলি ভাই এটা বাংলাদেশ দৌর দিয়া উপকার করে লাভ নাই । যার জন্য করবেন চুরি সেই বলবে চোর ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২০

প্রামানিক বলেছেন: চমৎকার কাহিনী তুলে ধরেছেন। ধন্যবাদ

২| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১২

আরণ্যক রাখাল বলেছেন: ফেবুতে পোস্ট করতে না পেরে এখানে করেছেন বুঝি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.