![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
----------------------------------------- সেলিনা জাহান প্রিয়া
রাত তিনটা তখন, হঠাৎ ফোন ভেজে উঠলো আমার- এতো রাতে ফোন রিসিব করতে খুব বিরক্ত লাগলো-
-হ্যালো কে?
অপর পাশ থেকে একটা ভারী কন্ঠে- আমি তোমার কবিতা কবি
আমি আবার অপরিচিত কারো সাথে কথা বলিনা
- আমি এই নামে কাউকে চিনিনা, এত রাতে কেন ফোন দিছেন বলেন? না হয় রেখে দিচ্ছি-
-আপনার ফেসবুকে যে কবিতা শেয়ার করছেন আমি সেই কবিতা আর আপনি তো কবিতার একটা নাম দিয়েছেন । আমি সেই নামেই আছি ।আজ কাল কেউ আমাকে ভাল ভাবে জন্ম দিতে পারে না। আপনাদের কবির ভাষায় কেউ সৃষ্টি করতে পারে না। কেন আমাকে কবি তুমি সৃষ্টি করলে ।?
-তাজ্ঝুপ ব্যাপার, এতো রাতে ফোন দিয়ে ফাজলামু করা হচ্ছে বুঝি । মস্করা করতে ভাল লাগে ।
- কবি তুমি আমাকে সৃষ্টি করেছে অথছ তুমি আমাকে চিনতে পারছ না ।
- আগে বলো আমার ফোন নাম্বার কোথায় পেলে ।
- কবি আমি তোমার অন্তার থেকে জন্ম নেয়া কবিতা । আমাকে যখন তুমি সৃষ্টি করছিলে তিলে
তিলে সেই সময়ের কথা বল । তখন তুমি কি কি করছিলে আমি সব বলে দিতে পারব ।
- বাহ দারুন । যদি তাই হয় তাহালে ভেবে নিব তুমি অন্তর জামি । তাহালে বল কবিতা কি কি
জানলে ।
- দেখ কবি তুমি যখন প্রথম শব্দ লিখলে । তখন তুমি কাদছিলে আর একটা গান শুন ছিলে । গান
টা ছিল মনে রবে কি রবে না।
-- হা ঠিক আছে আর কিছু
-- কবি তুমি যখন কবিতার শেষ লাইন লিখেছিলে তখন তখন তুমি হাসছিলে এবং তোমার টেবিলে রাখা একটা ছোট আয়নায় কপালের কালো টিপ টা খুলে ছিলে ।
-হুম তা ঠিক আছে । কবি চিন্তায় পড়ে ঘর ভাল করে দেখল । না জানালা লাগানো । পর্দা দেয়া । তাঁর কম্পিউটারে ওয়েব ক্যাম নেই ।
-- হ্যালো কবি আমাকে কি শুনতে পাচ্ছ ।
-- কবি হ্যা শুনতে পাচ্ছি । তবে আমার ভয় লাগছে ।
-- কবি যখন মানুষের সামনে বিবেক সত্য হয়ে আসে তখন সে ভয় পায় । কবি তুমি আমাকে
যেই জন্য সৃষ্টি করেছ আজ না হয় কাল দেখ তোমার কবিতা সশরীরে তোমার সামনে আসবে কবি হ্যালো হ্যালো হ্যালো -
- কবিতা বলল কবি আমার জন্মের সময় কিছু ভুল ছিল তবে আমি নিজ থেকে তা ঠিক করে নিয়েছি । কারন আমি প্রান পেয়েছি তোমার কবিতায় । কারন তোমার কবিতায় কোন যৌনতা নেই , নারী পুরুষের ভেদাবেদ নেই । তোমার কবিতায় দুঃখ আছে সুখ আছে মমতা আছে , ভালবাসা আছে , মানবতা আছে অধিকার আছে । প্রতিবাদ আছে । আছে শীতল করা মানুষের মনের কথা । কবি তোমার কাছে আমি জন্মন্তার ঋণী হলাম ।
-- হ্যালো কবিতা
লাইনটা কেটে গেল । কবির সারা শরীর ঘামছিল । ভোর পাঁচটায় কম্পিউটার চালু করে দেখে সত্যি কিছু শব্দ বাক্য কে যেন নতুন করে বসিয়ে দিয়েছে ।
২| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
আরণ্যক রাখাল বলেছেন: ভালই ছিল। একটু অতিরিক্ত মনে হচ্ছে।
যে পিকটা দিয়েছেন সেটা একজন তেলিগু/তামিল নায়িকার, ঠিক না?
২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: না
১৯৮৮ সালের ছবি
৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০২
বাক স্বাধীনতা বলেছেন: বানাম ভূল করবেণ ণা।
৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৩
অলৌকিক আগন্তুক বলেছেন: ভালই লাগছিল তবে একটু ঘোলাটে।
৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৯
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগা রইলো।
বাক স্বাধীনতা ভাইয়ের কমেন্ট দেখে লুল হয়া গেলাম।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
শাহিবযাদা সোহান বলেছেন: বাহহহহহহহহহ