নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

প্রার্থনা শুধু প্রেম

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৭


----------------------- সেলিনা জাহান প্রিয়া

একজন কবির হৃদয়ে প্রেম থাকে প্রার্থনার মতো
পাপাত্না বিচারে করে কি লাভ প্রেমের !!
প্রেমের অহংকারেই আমি মানুষ হয়ে উঠতে পারি
মসজিদ মন্দিরে গির্জা যত ধর্মশালা সব প্রেমের জন্য
আল্লাহ্‌ ঈশ্বর ভগবান স্রষ্টার প্রেমে সকল জীবন মহান ।
বিহঙ্গ বৃক্ষ তরু লতা পাখ পাখি সব জন্ম প্রেমের ফসল
প্রেম ছারা কি খোদা মিলে রঙ তামসার দুনিয়াতে !
প্রেমের জন্য তাজ মহ,প্রেমে ধ্বংস সেই টয় নগরী
প্রতিটা জন্মেই কোন না কোন প্রেমের কাব্যকথা
দেশ প্রেমে দেখছি দিতে তাজা বুকের রক্ত
স্রষ্টার প্রেমে প্রতিদিন না জানি কত প্রান হয় বলিদান !!
প্রেমের গোপন অভিসারে না জানি মরেছে কত জান!
প্রেম নিঃশ্বাসের মতো করে ধরে রাখি ব্যাকুলতা ছন্দে
দু’চোখে বিস্ময় নিয়ে প্রেম দেখি, তীব্র নিশি জাগি প্রেমে
নশ্বর জীবনে প্রেমে, যত পারি ভালোবেসে ঋণী করে রাখি!
প্রেমের দ্বিপ্রহর জাগে দুঃখ বিষাদের পার্থক্য জাগিয়ে
প্রাচীন বিস্ময় হয়ে প্রেম গেছ সেই নীল নদী নীল জলে
তবু এই যে দীর্ঘপথ যতটুকু হেঁটে গেছ মানব জাতি
সবটাই স্বর্ণধুলি রেখে গেছে পায়ের চিহ্ন প্রেমে জন্য
তাই তো প্রতিটি মানুষ জীবন প্রেমের জন্য এত ব্যাকুল
একজন কবির হৃদয়ে তাই প্রার্থনায় থাকে শুধু প্রেম ।
Shelina Jahan Priya's photo.

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

মাকড়সাঁ বলেছেন: প্রেমের অহংকারেই আমি মানুষ হয়ে উঠতে পারি :) :)

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

উল্টা দূরবীন বলেছেন: প্রেমের কবিতা সবসময়ই ভালো লাগে। ভালো লিখেছেন।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রেম ছারা কি খোদা মিলে রঙ তামসার দুনিয়াতে !
প্রেমের জন্য তাজ মহ,প্রেমে ধ্বংস সেই টয় নগরী
প্রতিটা জন্মেই কোন না কোন প্রেমের কাব্যকথা

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

প্রামানিক বলেছেন: কবিতা ভাল লাগল। ধন্যবাদ

বিঃদ্রঃ বোন সেলিনা জাহান প্রিয়া, দেবজ্যোতিকাজলের লেখায় মন্তব্যে পুরো লেখাটাই পড়েছি। আপনি জ্যোতিষ শাস্ত্র নিয়ে যথেষ্ট পড়াশুনা করেছেন তা ওই লেখা দেখেই বোঝা যায়। আপনার জ্যোতির্বিদ্যায় জ্ঞান দেখে অভিভুত হলাম। আপনি এই বিষয়ে আরো বিস্তারিত তত্ব উপাত্ত বর্ননা দিয়ে পোষ্ট দিতে পারেন। পোষ্ট দিলে আমাকে একটু জানাবেন আমি যেন পড়তে পারি। ধন্যবাদ আপনাকে

১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আমি এক সময় খুব পরতাম । বিশেষ করে ধর্ম ও বিজ্ঞান ও ভবিষ্যৎ । আপনার কথা রাখতে চেষ্টা করব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.