নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

দিবসে দিবসে বছর শেষ ।। কাজ কি হল

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

বাংলাদেশ একমাত্র একটি দেশ

যে দেশে চেতনার নামে চলে সারা বছর জাতীয় দিবস।
(১) ভাষা নিয়ে চলে পুরো একটি মাস।
(২) শ্রমিক দিবস নিয়ে চলে একটি মাস।
(৩) স্বাধীনতা দিবসের নামে একমাস।
(৫) কারো জন্ম দিবসে চলে একমাস।
(৬) একজনের পরিবারের সকল সদস্যদের জন্ম নিয়ে চলে সারা বছরের কাহিনী।
(৭) কারো ফেরা , আরো আসা দিবস নিয়ে পুরো মাস।
(৮) কারো মৃত্যু নিয়ে চলে পুরো মাসের কীর্তিন।
(৯) চলে কে কোনদিন কারাগারে বিনোদন শেষে কাহিনীর সমাচার পুরো মাস।
(১০) বাংলা নতুন বছর বরণের নামে বিদেশী অশ্লীল চর্চা পুরো একমাস।
(১১) কে মারা গেল, কে জীবিত ছিল, কথিত স্বৈরাচার দিবস পুরো একমাসের কল্প কাহিনী।
(১২) বিজয় দিবসের নামে সারা মাস সত্য মিথ্যে কাহিনী প্রচার।
(১৩) একটি মাত্র পরিবারের সকলের জন্ম দিবসে চলে সারা বছর কির্তন।
(১৪) কে কোথায় আম গাছের নিচে বসে স্বপ্ন দেখেছিল , সেই আলোচনা সারা বছর।
...........আরো অনেক , আরো অনেক , লিখে শেষ হবে না।
কেউ কি বলতে পারেন কেন ?

হ্যা পুরো জাতিকে বেকুব , বোবা , জিম্মি করে রাখায় লক্ষে এত দিবস। জাতি ওই সব দিবসের পিছনে চলে। জাতির উন্নতি , তরুনদের চাকুরী , জাতির অধিকার , বিদেশীদের আগ্রাসন , লুটপাটের বিরদ্ধে কথা বলার পথ বন্ধ করতেই এই জাতীয় সারা বছরের কির্তন চলে। মুলা ঝুলিয়ে জাতিকে বিবেধ তৈরিতে রেখে মোনাফা লোভিরা ক্ষমতা নিয়ে জাতির বুকে ছুরি মারতেই থাকে।
(নেট থেকে নেওয়া)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.