নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
---তোমার নাম হিমু না ? তা ভিক্ষা কর কেন ?
---স্যার শিক্ষা টাকা না থাকিকে কর ভিক্ষা ।
--- তুমি যে ভিক্ষা কর লজ্জা লাগে না ।
--- এই সমাজের শিক্ষিত লোক জন ঘুষ খায় তাদের লজ্জা করে না । আর হিমু ভিক্ষা
করলে আপনার লজ্জা লাগে ।
--- তোমার স্যারের কথা একবার ভাবা উচিৎ ।
--- কেন স্যার যে এক দিন মারা যাবে তা কি তিনি জানতেন না।
--- হ্যা জানতেন ।
---- স্যার মরার আগে হিমুদের নামে কি একটা ট্রাষ্ট করতে পারত না।
তাহলে কি আজ হিমুদের ভিক্ষা করতে হয় ।
--- হ্যা হিমু তুমি ঠিক বলেছ ।।
--- আরে এখন তো আসল কথা বলি নাই ।
--- সকল কথা কোনটা ।
--- আমার স্যার গরীব মানুষের জন্য কিছু করেছে এমন একটা উধারন দিতে
পারবেন ।
--- আমি এখন আসি ।
--- যান কেন স্যারের জন্য আজকাল ভদ্রলোকেরা বাসায় বুড়া টিচার রাখে না।
কারন কখন জানি আঙ্কেল মেয়ের জামাই হয়ে যায় ।
--- আচ্ছা আমি আসি তুমি ভিক্ষা কর ।
--- আমি ভিক্ষা করি তাতে আপনার সরম লাগে কিন্তু ভিক্ষুক রা যে মানুষ তাদের
তাদের জন্য কিছু করা লাগবে এটা নিয়ে একদিন হরতাল দিতে পারেন না।
এই সমাজে সবাই ভিক্ষুক কেউ গোপনে । কেউ অতি গোপনে , আর হিমুরা আপানদের সামনে করে ।।
২| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:২১
আরণ্যক রাখাল বলেছেন: হুমায়ূন কে নিয়ে পরলেন কেন?
৩| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৯
মহসিন উদ্দিন বলেছেন: হাচা কথা কইছেন।
৪| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৮
কল্লোল পথিক বলেছেন:
বাহ!চমৎকার লিখেছেন।
৫| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৩
কালনী নদী বলেছেন: কয়েকটা বানানে টাইপিং মিসটেক হয়েছে মনে হয়।
৬| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৫
সায়ান তানভি বলেছেন: হা হা , সেটায়ার দারুন হইছে +++
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:০২
আমিই মিসির আলী বলেছেন: মিছির আলি!!!
নামের বানান ভুল!!
মহা অন্যায়।