নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

আজ স্বাধীনতা দিবস

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৩

আজ স্বাধীনতা দিবস । আপনি লাল সবুজ টি সার্ট পড়েছেন বা জামা পড়েছেন । মেয়েরা লাল সবুজ শাড়ি পরেছে । যে যার নেতার ছবি দিচ্ছেন । দেখে মনে হয় আপনি বাংলাদেশ কে খুব ভাল বাসেন । আমি অবাক হয় । স্বাধীনতার মুল বিষয় গুলো এই প্রজন্ম জানে না। যে যার মত ইতিহাস বলে । স্বাধীনতা জন্য যেই মানুষ গুলো জীবন দিল আর যারা দুদ্ধ করল । আজ এই দিনে তাদের জন্য ভাল কিছু রান্না করে তাদের দাওয়াত দিন তো আপনাদের বাসায় । ভাল কিছু কিনে দিন তো তাদের । প্রতিটা এলাকায় এর কয় জন মুক্তি যুদ্ধা আছে । তাদের এখন বয়স হয়েছে । পিতার মত ভালবাসুন কাছে ডাকুন কথা শুনন জরিয়ে নিন আপন ভবনে । তবেই আপনি সার্থক
প্রজন্ম ...........................।।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২০

কালনী নদী বলেছেন: বাস্তবিক বোন।

২| ২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৫

মহসিন উদ্দিন বলেছেন: বাংলাদেশের কার্যকরী নাগরিক আপনি।

৩| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৬

কালের দর্পণে স্বদেশ বলেছেন: বাস্তব আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.