নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

কাজী নজরুল এই যুগের সেরা দার্শনিক

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫০


আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা ১০০ % সত্য আজ প্রমাণিত
দেখুন কাজী নজরুল এই যুগের সেরা দার্শনিক । এমন কবি আমাদের জাতীয় কবি
হে আল্লাহ্‌ তুমি কবি কে জান্নাত বাসি কর ।।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

বিজন রয় বলেছেন: এ আর নতুন কি!

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

সাদী ফেরদৌস বলেছেন: বাংলাদেশি বাঙ্গালি রোম্যান্টিক মুসলিম সমাজের কাছে নজরুল প্রথম এবং শেষ কবি , তাহাদের আর কোন কবির দরকার নাই । ;)

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

সাদী ফেরদৌস বলেছেন: এক সময় উপমহাদেশের আলেম রা নজরুল রে কাফের বইলা ফতোয়া দিছিল , জানি না সেই ফতোয়া এখনও বলবত আছে কিনা ।

তবে আবেগ দিয়া বিচার না কইরা কোরান হাদিস মানলে , নজরুল সাহেবের জান্নাত স্থগিত হবার ব্যাপক সম্ভাবনা ।

আমার মনে হয় না , হিন্দু নারীর সাথে সহবাস আর দিস্তা দিস্তা শ্রীকৃষ্ণ কীর্তন লেখকরে আল্লাহ পাক জান্নাত দিবেন বইলা । বড়ই আফসুস ।

জাযাকাল্লাহ খায়ের ।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

আমিই মিসির আলী বলেছেন: কি কমু বুঝতাছি না!!

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:০০

নকীব কম্পিউটার বলেছেন: বর্তমান যুগের মোবাইলই বিশ্বটাকে আপন হাতের মুঠোয় পুরে দেখার সুযোগ করে দিয়েছে। বিজ্ঞান- বিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৭

মায়া৯৩ বলেছেন: এ যুগের কেমনে হল বুঝলাম না !!!

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩০

দিশেহারা আমি বলেছেন: ঝড়ে বক মরেছে। B-)

৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪০

কালনী নদী বলেছেন: আশ্চর্যভাবে কবির কথার সাথে বর্তমানে মিল হলেও, কবি এই শহুরে ঘড়না কখনও পছন্দ করতেন না।

৯| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০০

খন্দকার আঃ মোমিন বলেছেন: আস্তে কউন কতা জয় বাবাজি হুনলে খবর আছে , নজরুল ডিজিটাল দুনিয়ার সপ্ন দেখছে হামারা জয় বাবাজি আর দেখছে আর এখন খালি সব বানাইতেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.