নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
শাসক ঘুমিয়ে আছে পূর্বপুরুষের লালিত স্বপ্নের চাদরে
কাগজে কলমে তোমার কেরানী গরু দেখায় গোয়ালে
আজ কৃষকের হাল নাই , গরু নাই , মজা জনের সুদ টানে
মাটির সোনায় সিঁদ কেটে ইদুর নেয় সোনালি ফসল আঁধারে
একবার যদি আসে সেই মহা জনতার মহা প্লাবন বানের জলে
প্লাবন কি আর জাত চিনে??? স্বপ্ন বুঝে!!! তার কাছে সব সমান ।
আমি লক্ষ কোটি মানুষের চোখে আজ মহা প্লাবন দেখি
বিপ্লবী মতাদর্শে রূপান্তরিত যদি হয় এরা !হায় তবে দেখে নিও
একটা বসন্তের মধ্যেই দেখবে এই প্লাবন বিপ্লবী হয়ে ভাসাবে ।
বাশখালি থেকে সুন্দরবন হঠাৎ কেন মানুষ এমন করে জাগে ..................
বাংলাদেশ................. জাগো মানুষ জাগো...............
©somewhere in net ltd.