নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

আমার উত্তর এই

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২০


একটা কথা বলতে ভুলে গেছি" তোমায় খুব ভালবেসেছি
হঠাৎ একদিন যদি কোথাও তোমায় দেখি'' তুমি চাও."
সামনের অর্ধেক পথের সঙ্গী হতে পারি '' যদি তুমি চাও "
রোদ্দুরে প্রচন্ড তৃষ্ণার্তে ভুল সমীকরণটা ''আবার যদি লিখি''
আমিও ভাবছিলাম ''একা পথের সঙ্গী থাকলে মন্দ হয় না''
ঝড়বৃষ্টি থেকে আগলে রাখতে পারি যদি তুমি চাও.
প্রেমিকারূপী তোমার মায়াভরা চোখে ভালোবাসার'' কথা''
অনেকদিন তো পাশের ''এবার নাহয় তুমি দখল করলে "
তোমার কপালে বিন্দু বিন্দু ঘাম''শিশিরের মতো দেখাবে''
"আমিও ভাবছিলাম একা পথের সঙ্গী থাকলে মন্দ হয় না
তোমার বলা যদি না ও হয় তবে "না" শব্দের অর্থ'' প্রেম
ইচ্ছে এখানে বোঝাতে একটু হলেও চেষ্টা করেছি"তোমাকে''
শুধু এটুকুই তুমি গ্রীষ্ম হয়ে জড়িয়ে থাকো আমায়''তুমি''
কারন শুধু জল কমল সুন্দর তাই তোমায় ভালবাসিনা,
অপেক্ষায়,সন্ধ্যা বলে তোমার চোখে উৎকণ্ঠার ছাপ,
জীবনের কেন্দ্রবিন্দু যেখানে শুরু হয়েছে সই বৃত্তে''তুমি''
তুমি একটু হৃদয়ে উকি দিয়ে দেখতে পারবে?"আমাকে''
আসলে একটি কথা না বললেই নয়,''প্রতিদিন ধুপ পোড়া ''
অপরাধ হলে ক্ষমা করবে এতটুকু বিশ্বাস করি,তমাকে''
তোমাকে কখনো ভালবাসা ছাড়া থাকতে পারবো না
ভুলেও না !!আমার কাঙ্খিত ভালোলাগার কন্ঠ'' তুমিই''
তোমাকে এমন ভাবে ভালবাসতে দাও''অরন্য হই আমি "
এই প্রনয় একটু হলেও তোমায় ছুঁয়ে যাবে''উদ্দেশ্যহীন কথায়''
হঠাৎ একদিন যদি কোথাও তোমায় দেখি,এই জনবহুল পথে''
পাশে তো আরও একজন বসা যাবে যদি তুমি চাও সেই পথে
সামনের অর্ধেক পথের সঙ্গী হতে পারি ' যদি তুমি চাও " ? "
যদি আমাকে জ্বালাতে তোমার ভালো লাগে?" প্রশ্নের উত্তরে.
আমার উত্তর এই জ্বালাটা আমায় ভালোবেসে জ্বালাই তবে"

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০

প্রামানিক বলেছেন: আমি প্রথম হলাম। কবিতা ভাল লাগল। ধন্যবাদ

২| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল, অনেক অনেক । ভাল থাকবেন।

৩| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩

রাজসোহান বলেছেন: ভালো লেগেছে +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.