নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

দেশ প্রেমিক বিবেক আবার কি ?

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:




টুকটাক উর্দু পার্শী শিখে রাখেন; বাংলার সাথে হায় মায় দিয়ে চালায়ে দেবেন

২| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪

প্রামানিক বলেছেন: এদেশে হিন্দু ধর্ম প্রচলিত আছে কয়েক হাজার বছর আগে থেকে আর মুসলমান এসেছে অনেক পরে। কাজেই যে কোন আচার অনুষ্ঠানে হিন্দু সংস্কৃতি চালু থাকা স্বাভাবিক। কারণ বাংলা তথা ভারতের মুসলমানরাও হিন্দু থেকেই মুসলমান হয়েছে।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ১০০ দিলাম

৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫

নতুন বলেছেন: ৭ পুরুষ আগে যে সবারই পূব`পুরুষ হিন্দু ছিলো সেটা ভুলে যায়... :)

সমাজের প্রথা গড়ে উঠে হাজার বছর ধরে... সবকিছুই ধম` দিয়ে বিচার করা ঠিক না।

কিছু মানুষ এখনো আলোকিত হয়নি... তারা এই রকমের চিক্কুর পারবেই... পরে ঠিক হয়ে যাবে...

৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০

বিজন রয় বলেছেন: দারুন।
তবে ওরা এটা ভাবে না।
এই জন্য ওরা শিক্ষিতমুর্খ।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৮

কালনী নদী বলেছেন: প্রামনিক ভাইর সাথে সম্পূর্ন সহমত- এদেশে হিন্দু ধর্ম প্রচলিত আছে কয়েক হাজার বছর আগে থেকে আর মুসলমান এসেছে অনেক পরে। কাজেই যে কোন আচার অনুষ্ঠানে হিন্দু সংস্কৃতি চালু থাকা স্বাভাবিক। কারণ বাংলা তথা ভারতের মুসলমানরাও হিন্দু থেকেই মুসলমান হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.