নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
----------------------------------
ডাঃ লিখা দেখিয়া বিচারক বলল আপনি ডাক্তার হয়ে ডাকাতি করেন । আপনার সরম লাগে না। ডাকাত বলল স্যার আমি ডাক্তার না । আসলে আমি ডাকাত । ডাকাতের সংক্ষেপ এ ডাঃ লিখি । ডাক্তার রে বাংলা হল চিকিৎসক তাই তাদের উচিৎ চিঃ লিখা । ডাকাতের ডাঃ নিয়ে তারা সব ডাকতদের মত কাজ করে । যেমন তারা রুগী দেখে টাকা নেয় । মেডিসিন কোম্পানির কাছ থেকে টাকা নেয় । রিপোর্ট দেখে টাকা নেয় । সরকারী চাকুরী করে প্রাইভেট প্র্যাকটিস করে টাকা নেয় । সকল প্যাথলজিক্যাল পরীক্ষা হতে কমিশনের টাকা নেয় । তাই আমি মনে করি তারাও আমার মত ডাকাত । তাই স্যার ডাকাতের নামের আগে লিখলাম ডাঃ আর কি ?
২| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৪
ফ্লাইং সসার বলেছেন: বিচক্ষণ দাবী! জাতি যদি আপনার মত আর কিছু বিচক্ষণ সন্তান
পেতো...
৩| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:২০
কালনী নদী বলেছেন: হাহাহা মজা পেলাম বোন। +++++++++
৪| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৫
প্রথম কথা বলেছেন: ব্যতিক্রমি লেখা খুব ভাল লেগেছে, আসলে সত্য ঘটনার সুন্দর বহিঃপ্রকাশ।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৪
তাহ্ফীর সাকিন বলেছেন: মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছে.
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৭
ভাবনা ২ বলেছেন: তবে একটি কথা যতার্থ বলেছেন । চিকিৎসকের নামের আগে চি: লিখাই কাম্য । তহলে কারো কোন ভুল হবেনা । চিকিৎসক কে কেও ডাকাত বলে চিনতেই পারবেনা ।