| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেলিনা জাহান প্রিয়া
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
সবাই কেমন আছেন । সামু তে প্রবেশ করতে পারছিলাম না। মানে আমার নেট থেকে প্রবেশ করা যাচ্ছিল না। আজ ইন করতে পারলাম । সবাই কে খুব মিস করেছি ।
২|
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:৩১
লক্ষ্মীছেলে বলেছেন:
![]()
৩|
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:৩৩
ডঃ এম এ আলী বলেছেন: খুশি হলাম উপস্থিতি জেনে ।
৪|
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:৪৫
সাহসী সন্তান বলেছেন: আপু সামু জন্ডিসে আক্রান্ত হয়েছিল। তবে এখনো ঠিক-ঠাক ভাবে সারে নাই। ঐ সারবো সারবো করতাছে! ![]()
৫|
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:০০
প্রামানিক বলেছেন: আপনার উপস্থিতি পেয়ে খুশি হলাম।
৬|
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৫:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই যাত্রায় আমি আপনার সিনিয়র , আমি গতকাল ঢুকতে পেরেছি ![]()
৭|
০৫ ই জুন, ২০১৬ রাত ৮:৫০
কালনী নদী বলেছেন: সামান্য স্বর্দি কাশি হয়েছিল মনে হয়। বোন।
৮|
১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৪
খায়রুল আহসান বলেছেন: সবারই একটু আধটু অসুবিধে হয়েছিলো। তবে এখন মনে হয় সব প্রায় ঠিক হয়ে গেছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:১৯
অপ্সরা বলেছেন: সামুর একটু অসুখ করেছিলো আপু। এখন ডক্টর ডেকে আবার ঠিকঠাক চিকিৎসা দেওয়া হয়েছে!