নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
নেতা কে যদি প্রশ্ন করি ! তোমার পেশা কি?
নেতা তাঁর শান্ত মেজাজে বলে রাজনীতি !
নির্লজ্জের মতো এখন সব পেশার মানুষ গুলো
রাস্তার টুকাই কিম্বা দালাল বা বেশ্যার মতো
উত্তর দেয় রাজনীতি আরে রাজনীতি ।
নির্লজ্জের মতো দাঁত বের করে হাসি দেয়
বলে রাজনীতি ।
আরে এটা আবার কি ? পেশা নাকি
চাকুরী নাই জমি নাই কোন ব্যবসা নাই
তবু আছে তাদের টাকা কাড়ি কাড়ি
তবে এটা পেশা নয় তো কি ?
শুনেছি বেশ্যার ও লজ্জা আছে
চোরের ও ধর্ম আছে !
মুচির ও জ্ঞান আছে !
আচ্ছা তো রাজনীতিতে কি আছে ?
আরে আছে , চাপা আছে , অভিনয় আছে
নাচ গান ধর্ম কর্ম এখন তো সব রাজনীতি ।
তাহলে এত কষ্ট করে যাত্রা দেখি কেন ?
তিন ঘণ্টা বসে সিনেমা দেখি কেন ?
রাজনীতি তোমাকে দেখলেই তো হয় !
কি বল রাজনীতি ?
তোমার কথাতে মোটেও লজ্জা পাই না
ছল ছাতুরি ধান্ধাবাজি নামেই হল
রাজনীতি ভাই রাজনীতি
এ পথে দারুন মজা ! গুরু শিস্য হয় খেলা
বলা চলে দারুন গ্যাঁজার মেলা !
যার হাতে কলকি সেও টানে সবার
শেষের জনও একটু হলে ধুয়া গিলে
এটা রাজনীতি ভাই রাজনীতি
তুমি যদি পেশা জিগাও
আমি কি আর বলতে এখন !
লজ্জা পাই ।
লজ্জা থাকলে কি আর রাজনীতি করি মশাই
২| ২৫ শে জুন, ২০১৬ রাত ১০:১৪
আহমেদ জী এস বলেছেন: সেলিনা জাহান প্রিয়া ,
চরম এক বাস্তবতার কথা লিখেছেন কবিতায় ।
এরকম একটি কবিতা আছে আমার । দেখতে পারেন ----রাজনীতি
শুভেচ্ছান্তে ।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
কালনী নদী বলেছেন: রাস্তার টুকাই কিম্বা দালাল বা বেশ্যার মতো তাও এরা অনেক ভালো আপুনি।