নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
১. মিষ্টিওয়ালা মনে করে, আমি তো মিষ্টি খাই না। বাসি মিষ্টি দিয়ে আবার মিষ্টি বানালে সমস্যা কি? আর ভেজাল মিশাইয়া বানাইলে কি সমস্যা ?
২. বেকারিওয়ালা মনে করে, আমিতো বিস্কুট খাই না। তো পঁচা ডিম আর পচা ময়দা দিয়ে বানালে সমস্যা কি? আমি তো খাই না।
৩. ফলওয়ালা মনে করে, আমি তো ফল খাই না। তো কেমিকেল মিশালেে সমস্যা কি?
৪.মাছ ওয়ালা মনে করে আমি তো আর ফরমালিন মাছ খাই না শুধু বিক্রি করি আমার কি সমস্যা ?
১. মিষ্টিওয়ালা মিষ্টি বিক্রি করে বিস্কুট ফল আর মাছ কিনে বাসায় নেয়।
২. বেকারিওয়ালা বিস্কুট বিক্রি করে মিষ্টি আর ফল আর মাছ কিনে বাসায় যায় ।
৩. ফলওয়ালা ফল বিক্রি করে মিষ্টি ও বিস্কুট আর মাছ কিনে নিয়ে যায় ।
৪. মাছ ওয়ালা মাছ বিক্রি করে ফল বিস্কুট আর মিষ্টি কিনে নেয় ।
সবাই মনে মনে বলে অনেক লাভ করলাম । পক্ষান্তরে তারা নিজেরাই নিজেদের ঠকাচ্ছে । এভাবেই আমরা আমাদের ক্ষতি করছি ।।
সেলিনা জাহান প্রিয়া , সাংবাদিক ও লিখক
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪২
রুবিনা পাহলান বলেছেন: জ্বি, আপনি ভাল লেখক।
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৭
রাজীব নুর বলেছেন: হুম।