নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট রূপকথা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬



এটিই পৃথিবীর সবচেয়ে ছোট্ট রূপকথার গল্প।











বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র!!!! :D B-) =p~

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


আপনি বাংলাদেশের হানস খ্রিসসিয়ান এন্ডারসন হয়ে গেছেন; রুই মাছের মাথা খাবেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ভাই আমার কোন টা খাব । দেশি , না বিদেশী , বিদেশী হলে কোন টা থাই , বার্মা ,নাকি ভারতীয় , আর দেশী হলে কোনটা , চাষ নাকি নাদী , নাকি পুকুরের , বিলের রুই পাওয়া যায় না। আচ্ছা থাক ভাইজান আমার খুঁজতে কষ্ট হবে আপনি ৫ কেজি মাছ দিলেই হবে ্‌

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


৫ কেজি? বাজেটের মাঝেই আছে, হবে!

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: কমখারাপ কন্নাই :-B

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৬

নাগরিক কবি বলেছেন: হি হি হি হি হি।
আপনার গল্পের শেষ কোথায়? শুরু কোথায়? আমিতো মাঝখানে ঘুরপাক খাচ্ছি। রাস্তা বাতান, বের হয়ে যাই। গল্পটা আর ভাল লাগছে না।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১০

ওমেরা বলেছেন: গল্পটা শুনতে শুনতে রাত পুহালু দিন শেষ হল তবু বলছেন ছোট আপু !!

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬

অগ্নি সারথি বলেছেন: ঠিকাচে!

৭| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৮

ডঃ এম এ আলী বলেছেন:
বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র!!!! : D B-) =p~ তিনটা ইমোর মুখেই স্নিগ্ধ হাসি ভালই লাগল ,
আসলেই বাংলাদেশ একটি গনতান্ত্রিক রাষ্ট্র , এখানের মত এত বাক স্বাধিনতা দুনিয়ার কোথাও নাই ।
এখানে এক ফুয়ে দেয়া যায় স্বাধিনতার ডাক আর এক ফুতে বলা যায় স্বৈরাচার নিপাত যাক ।
কেও বলে বাপ খারাপ , কেও বলে ভাই , কেও বা বলে ......। , গনতান্ত্রিক ভোটে কেও বা থাকে
দাপটে , আর কেও বা বলে হারামজাদা জনগন রইল তোদের নির্বাচন , আমি চললাম নির্বাসন,
কেও বা বলে এটা নারী স্থান, প্রধান মনন্ত্রী , বিরোধি নেতা, স্পিকার , এখন বাকি শুধু একখান ।
এখানে রূপ কথার নাইকো কোন শেষ , না শুনে সকলেই বলে বেশ বেশ , বলা হয়, হয়েছে যে খাসা
যদিও থাকেনা তাতে কোন ভাষা , শুধু ঈশারাতেই বলে যায় কত যে কথা !!! আমিও বলি ইশারার ভাষা
অমৃত সমান , অনেকেই বলে যায় , পাঠক শুনে হয় ভাগ্যমান ।

অনেক ধন্যবাদ সুন্দর একটি ভাব ধারা উপস্থাপনের জন্য ।

৮| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪০

নতুন নকিব বলেছেন:



অমায়িক দুর্ব্যবহার!!!

৯| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৬

শাহারিয়ার ইমন বলেছেন: মজা পেলুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.