নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
নেতার আয় পুঁটি মাছ কিন্তু
-
-
-
-
-
-
-
-
-
-
নেতায় খায় বোয়াল মাছ ।
-
-
-
-
-
-
-
বিচিত্র এক আয়ের দেশ নাম তার বাংলাদেশ
২| ১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৫
আহমেদ জী এস বলেছেন: সেলিনা জাহান প্রিয়া ,
মাত্র দু' লাইনেই বাংলাদেশের মহাকাব্য !!!!!!!!!
৩| ১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৪
ধ্রুবক আলো বলেছেন: বিচিত্র এক আয়ের দেশ নাম তার বাংলাদেশ।
এমনি চলে আসতেছে! আর দুঃখ সহ্য করতে করতে চামড়া শক্ত হয়ে গেছে জনগণের!!
৪| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০২
মোটা ফ্রেমের চশমা বলেছেন: এই টাইপের পোস্ট গুলো আমার কাছে স্প্যাম পোস্ট মনে হয়। দুইলাইনে শেষ!
৫| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৮
মো: খায়রুল ইসলাম বলেছেন: সেই রকম মজা পাইলাম। ধন্যবাদ। কিন্তু লেখা সব সত্য। দুই লাইনে অনেক কিছু বুঝানো হয়েছে। এসব ফেসবুকে পাইনা তাই ব্লগ দেখি নিয়মিত।
৬| ১২ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৯
বিলকিছ৫৩৯২ বলেছেন: ধন্যবাদ
৭| ১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভালো লেগেছে।
৮| ১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমাদের নেতারা হাইব্রিড বলেই এমন হয়।
৯| ১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:০১
রাজীব নুর বলেছেন: হুম।
১০| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ৮:০৭
ওসেল মাহমুদ বলেছেন: পুটি মাছ পাই না !
১১| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৪৭
নতুন নকিব বলেছেন:
"৯. ১২ ই মার্চ, ২০১৭ রাত ৮:০১ ১
রাজীব নুর বলেছেন: হুম।"
রাজীব নুর,
-'আমি মনে হয় বেশি দিন বাঁচবো না' - বা এই টাইপের সেই লেখাটি কোথায় গেলো?
সেলিনা জাহান প্রিয়া,
একটু বোয়াল টোয়াল খেতেও দিবেন না! কোথায় যে যাই! এদেশে রাজনীতি করেও পড়েছি এক বিপদে! ঠিক আছে, এখন থেকে আর বোয়াল খাব না; বিদেশি স্যামন খাব! তাহলে তো আর বলতে পারবেন না!
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৯
হাতুড়ে লেখক বলেছেন: জনতার আয় বোয়াল মাছ তারা খায় পুঁটি মাছ। বিচিত্র এক আয়ের দেশ নাম তার বাংলাদেশ।