নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

"পান্তা-ভাতের" পান্তীয় জোকস!!

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩১

বৈশাখী'য় "পান্তা-ভাতের" পান্তীয় জোকস!!
_______________________________
সদ্য গ্রাম থেকে আসা এক ভিক্ষুক পহেলা বৈশাখের দিন ভিক্ষা করতে করতে "রমনা বটমূলের পান্তা চত্বরে " চলে যায়!
গিয়ে দেখে সবাই গণহারে পান্তা ভাত খাচ্ছে ! ভিক্ষুক ভাবতে থাকে আমি শহরে এলাম আর শহরে আকাল লাগল নাকি ! একটু এগিয়ে গিয়ে এক ভদ্র-লোককে জিজ্ঞেস করেঃ-
ভিক্ষুকঃ (একটু কৌতুহলি স্বরে) সাহেব ! আপনারা সবাই পান্তা খাইতাছেন বিষয়টা কি ?
ভদ্রলোকঃ (একটু ভাব নিয়ে গম্ভীর কণ্ঠে) বুঝলে, আমরা আমাদের পূর্ব-পুরুষদের ইতিহাস-ঐতিহ্য ভুলে যায়নি ! তাই...
ভিক্ষুকঃ (উৎসাহী স্বরে ওহ! বুঝছি !! বুঝছি !! সাব, আপনেগো বাপ-দাদা'রা আমাগো লাহান ফকিন্নির পুত আছিলো !!!
( বিঃদ্রঃ- কোন "পান্তীয়" ভাই থাকলে মনে কষ্ট নেবেন না!)
সংগ্রহীত ।।

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৬

অতঃপর হৃদয় বলেছেন: লুল।

২| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৭

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগলো । শুভ নববর্ষ :)

৩| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৪

কানিজ রিনা বলেছেন: এমন কোনও মহা পুরুষ বলতে পারেনা
তার পুর্ব পুরুষ ক্ষ্যাত ছিলনা। ক্ষ্যাতও
ছিল পান্তাভাতও ছিল। হয়ত পহেলা বৈশাখে
বড়লোকে সখ করে পান্তা ইলিশ খায়,
অথচ শহরের আশে পাশে বস্তির মানুষগুল
শীত গরমে বাসিভাত বা পান্তাভাত খায় নুন
মরিচ দিয়ে সারা বছর। ধন্যবাদ

৪| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


আমার কাছে জোক বলে মনে হয়নি; অনেক চেস্টা করেও হাসতে পারিনি; সুবিধের হয়নি।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৬

ঢাকাবাসী বলেছেন: উৎরে গেছেন।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৫

সুমন কর বলেছেন: মজা পেলাম.... ;)

৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪১

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর ছিল জোকটা!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.