নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
----------------------------------
"বনানীতে ধর্ষণের গঠনা না ঘটলে জাতির বিবেকের জানা হইতো না যে আপন জুয়েলার্সে অবৈধ স্বর্ন আছে। জানা হইতো না যে আপন জুয়েলার্স কর ফাঁকি দিচ্ছে।
"হাওর অঞ্চলের মানুষের ক্ষতি না হলে জাতির বিবেকের জানা হইতো না যে বাধ নির্মাণকাজে কোটি কোটি টাকা গুম করে দিয়েছে রাক্ষুসেরা।
"দেশের সম্পদ বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা ফিলিপাইনে পাচার না হইলে জাতির বিবেকের জানা হইতো না যে বাংলাদেশ ব্যাংকে দায়িত্বশীলরা কত বড় ঘুমে আছে ।
"সাভারের রানা প্লাজা ট্রাজেডি না হইলে জাতির বিবেকের জানা হইতো না যে রানা 6 এর জায়গায় 9 বসাইয়া হাজার হাজার শ্রমিকের জীবন-কেড়ে নিয়েছে।
নাস্তিক লতিফ ছিদ্দিকী ধর্ম নিয়ে কুটুক্তি না করলে
হয়তো কারোর জানাই হতো না। তার ৭ হাজার কোটি টাকার দুনীতি
#এমন অনেক আছে যা লিখে শেষ করা যাবে না।
"জাতির বিবেক এখনো ঘুমন্ত-ঘুমন্ত তাদের কর্মকাণ্ড-যে কারনে লুটেরা এখনো দেশটাকে লুটে যাচ্ছে.আর ক্ষতির স্বীকার হচ্ছে সাধারণ মানুষ। হারাচ্ছে বেছে থাকার শেষ সম্বল টুকু।
২| ১৯ শে মে, ২০১৭ রাত ১:২২
সচেতনহ্যাপী বলেছেন: আমরা হুজুগে জাতি, বিবেক-টিবেকের ধার কি কখনো ধেরেছি??!!
এবং যখন জাগি সবাই একসাথে রিমোটের মাধ্যমে
৩| ১৯ শে মে, ২০১৭ রাত ১:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সামনেই আরেকটা ঘটনা ঘটবে তখন আমরা আরো কিছু জানবো। এভাবেই চলছে...
৪| ১৯ শে মে, ২০১৭ রাত ২:৪৪
চাঁদগাজী বলেছেন:
সরকার সবই জানে। প্রতিদিন কিলোগ্রাম কিলোগ্রামে স্বর্ণ আসছে, ওগুলো কোথায় যায়?
৫| ১৯ শে মে, ২০১৭ সকাল ১০:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের কিছু হইলে আমরা জানি ----
এটাইতো জাতীয় কর্মকান্ডে প্রমাণ হচ্ছে!!!!!
৬| ১৯ শে মে, ২০১৭ সকাল ১১:৩১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চাঁদগাজী বলেছেন:
সরকার সবই জানে। প্রতিদিন কিলোগ্রাম কিলোগ্রামে স্বর্ণ আসছে, ওগুলো কোথায় যায়?
চাঁদগাজী ভাই, আগামী নির্বাচনের জন্য জমাচ্ছেন, আপনার আমার কিছু করার আছে কী?
৭| ১৯ শে মে, ২০১৭ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: আমার আর ভালো লাগে না। আমি এই দেশ ছেড়েই চলে যাব, বলে রাখলাম।
৮| ১৯ শে মে, ২০১৭ দুপুর ২:০৮
করুণাধারা বলেছেন: পড়তে লাগল একমিনিট - ভাললাগা দীর্ঘ সময়ের। খুব ভাল লিখেছেন।
৯| ১৯ শে মে, ২০১৭ রাত ৯:৪৫
ধ্রুবক আলো বলেছেন: এ জাতি খুব দুর্বল, কারন আমরা এক নই, আমাদের ভেতর একতার বড়ই অভাব।
না হলে কেউ এতো দুর্নীতি করে পার পায় না।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৭ রাত ১:০০
মাসুদ কামাল বলেছেন: লেখাটা ভালো লাগলো। অল্প কথায় অনেক কিছু বলে দিয়েছেন। ধন্যবাদ সেলিনা জাহান প্রিয়া।