নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
রাম মন্দির আর বাবড়ি মসজিদের ভোট হচ্ছে গুগলে গিয়ে লিঙ্কটা ক্লিক করে মসজিদে ভোট দেবে সবাই বেশি বেশি শেয়ার কোরবে সবাইকে?
https://goo.gl/GdA4kk
২| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:৪৪
ঠ্যঠা মফিজ বলেছেন: দিয়েছি আর এখন পযন্ত মসজিদ এগিয়ে ।
৩| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:৫৬
শৈবাল আহম্মেদ বলেছেন: দুটোই যেখানে ক্ষতি সেখানে এক পক্ষে গিয়ে কি লাভ।
৪| ০৩ রা জুলাই, ২০১৭ ভোর ৪:২৬
লেখা পাগলা বলেছেন: ভালো ।
৫| ০৩ রা জুলাই, ২০১৭ ভোর ৫:৫০
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ
শুভেচ্ছা জানবেন।
৬| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:১৮
জেকলেট বলেছেন: পাগলামির একটা সীমা থাকা উচিত। এই সকল অজাচিত ভোটাভোটির পরিনাম একবার চিন্তা করেন??? আর এই ভোটের কারনে কি বাবরি মসজিদ পূনরপ্রতিষ্ঠা সম্ভব না এর কোন আইনি ভিত্তি আছে??? বাবর ভোটাভুটি করে মসজিদ প্রতিষ্ঠা করেননি।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাবরিতে ভোট দিয়েছি দুপুরে, শেয়ারও করেছি পেজ-এ।
ব্লগে জানান দেয়ায় কৃতজ্ঞতা রইল।