নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
বিদ্যুত্ অফিসের সামনে চায়ের দোকানে কলা ঝুলিয়ে রাখা বিক্রির জন্যে ।
বিদ্যুত্ অফিসের এক প্রকৌশলি চা খাওয়ার সময় জিজ্ঞেস করলো কলার দাম কত ?
দোকানদার: কি কাজে কলা ব্যবহার করবেন তার উপর নির্ভর করে কলার দাম।
প্রকৌশলি: মানে কি ?
দোকানদার: যদি কোন মিলাদ বা ধর্মীয় কাজে নেন তাহলে দুই টাকা পিচ, যদি রুগির জন্যে হলে ৩টাকা পিচ, আর যদি নিজে খাওয়ার জন্যে নেন তবে ৫ টাকা পিচ।
প্রকৌশলি: ইয়ার্কি কর, একই কলার দাম বিভিন্ন হয় !
দোকানদার: একই খুটি হতে বিদ্যুত্ বাসায় গেলে একদর, দোকানে গেলে আরেক দর কারখানায় গেলে আরেক দর। তয় আমার কলা কি দোষ করলো?
সুত্র- নেট
২| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৬
সুমন কর বলেছেন: হাহাহা.........মজা পেলাম।
৩| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৩
তারেক ফাহিম বলেছেন: সত্যি একটু হলেও হার্টের উপকার হলো যে পরিমান হাসলাম।
৪| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৩
রাজীব নুর বলেছেন: আজকাল আমার কোনো কিছুতেই হাসি পায় না।
২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৩
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: তাহলে একটা খুসির খবর আছে তবে ১০০ বছর পড়ে বলব
৫| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৩
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা মজার !!!
৬| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩০
সনেট কবি বলেছেন: মজা পেলাম।
৭| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৭
আল ইফরান বলেছেন: জোকসটা সুন্দর কিন্তু ডার্টি মাইন্ড তো তাই এইখানে এসে নিজে নিজেই হেসে নিলাম, "দোকানদার: কি কাজে কলা ব্যবহার করবেন তার উপর নির্ভর করে কলার দাম"।
হে হে
নো অফেন্স প্লীজ।
৮| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫১
আহমেদ জী এস বলেছেন: সেলিনা জাহান প্রিয়া ,
৯| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন:
কড়া যুক্তি । এবং বিদ্যুতের হাই ভোল্টেজ শর্ট !! হা হা
১০| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৭
Nurullah Mashhur বলেছেন: হা হা হা
১১| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৪
হাসান রাজু বলেছেন: গল্পটা নিজেই বানাইছেন? জানবেন, আপনার হিউমারের প্রশংসক আমি।
১২| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৬
মোঃ তানজিল আলম বলেছেন: ২২০ ভোল্টের ঝটকা!!!!!
১৩| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৩
মিঃ আতিক বলেছেন: এই ভাবে ফেইসবুক থেকে সরাসরি কপি পেস্ট কি ঠিক?
২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৫
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আপনি হয়ত আমার পেইজ নাআ দেখে কপি ওলার পেইজ দেখেছেন । এটা আক সপ্তাহ আগের নিউজ ।।
১৪| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪০
উদাস মাঝি বলেছেন: হাসতে হাসতে খুধা পেয়ে গেল ।
এখন আবার কলা খেতে ইচ্ছে করছে, কি করা যায় বলুন তো ?
২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৭
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: নেন একটু আদা জল
১৫| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৬
উদাস মাঝি বলেছেন: তাইলে আদা জল গরম করে একটু চিনিও মিশ দিয়েন ভাল্লাগবে
২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৩
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: হা হা হা
১৬| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ২:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
মজার জোকস.... বাস্তবে মিলে গেল....
১৭| ২৫ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
সোহানী বলেছেন: গুড ওয়ান.......
১৮| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৭
ভুয়া মফিজ বলেছেন: দারুন লাগলো। তবে, ঘুষের জন্য নিলে একটা দর থাকলে ভালো হতো!
১৯| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৬
জাহিদ অনিক বলেছেন: জোকস টা আমার কাছে একেবারেই নতুন।
২০| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫২
একলা ফড়িং বলেছেন:
প্রকৌশলি শকয, দোকানদার রকয!
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪০
ওমেরা বলেছেন: ভাল তো !