নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
--------------------------
এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব।
স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বললো--এটা তোর কাকুর দোকানে নিয়ে যা, বলবি যে এটা বেচে কিছু টাকা দিতে।
ছেলেটা হারটি নিয়ে কাকুর কাছে গেল।
কাকু হারটা ভালো করে পরীক্ষা করে বললো- বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভাল দাম পাওয়া যাবে। কাকু কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন--আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোন ১দিন ভাল খদ্দোর পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পার তাই সারাদিন থাকবে।
পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো।সময়ের সাথে সাথে সেখানে সোনা-রুপা-হীরে কাজ শিখতে আরম্ভ করলো।
ভাল শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি জহুরত বনে গেল। দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করাতে আসত। খুবই প্রসংশীত হচ্ছিল তার কাজ।
একদিন ছেলেটির কাকু বললো-- তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন। এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে।
ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখলো যে এটা একটা নকল হীরের হার। তাই সে হারটা আর কাকুর কাছে নিয়ে যায় নি।
কাকু জিজ্ঞেস করলো-- হারটি আনো নি ?
ছেলেটি বললো-- না কাকু, পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার।
তখন কাকু বললো- তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝে নিয়েছিলাম যে এটা নকল, কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম, তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের মন্দ সময় বলেই কাকু আমাদের আসল জিনিষকে নকল বলছে। আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে, তখন তুমি নিজেই বলছো এটা নকল হার।
এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো...যা কিছু ভাবছো সবটাই এই হারের মতই নকল, মিথ্যে।
জ্ঞান ছাড়া কোন জিনিসের বিচার সম্ভব নয়। আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। আমি সেই সম্পর্কটা নষ্ট হোক তা চাইনা।
---------------------------------------------------------------
ধন্যবাদ ------------------- প্রিয় অরন্যের মুখ থেকে শুনে ।।
২| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০১
প্রামানিক বলেছেন: শিক্ষনীয় গল্প। ধন্যবাদ
৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৪
সুমন কর বলেছেন: শেষ পর্যন্ত, আপনিও কপি-পেস্ট পোস্ট দিলেন !!
গুগলে গেলেই এ গল্প মুখে শুনে নয়, লাইন বাই লাইন পাবেন.......সামুতেও কিছুদিন আগে পড়েছি।
এক স্বর্ণকারের মৃত্যুর পর
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪২
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: এটা আমাকে এভাবেই দিয়েছে , ভুল মনে করবেন না। আমি যার কাছ থেকে পেয়েছি তার নাম লিখে দিয়েছি । আপনি চাইলে মুছে দিব ।
৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৬
সুমন কর বলেছেন: এক স্বর্ণকারের মৃত্যুর পর তার
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৩
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: এটা কুরানো মানিকে এভাবেই আছে ।।
৫| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৯
মোঃ আতিকুল হক তুহিন বলেছেন: খুব সুন্দর ও অসাধারণ একটা শিক্ষণীয় গল্প।সত্য মিথ্যা যাচাই করার মতো জ্ঞানীয় সামর্থ্য টা বাস্তব জীবনে আসলেই খুব দরকার।এই সামর্থ্য টা যার আছে নিঃসন্দেহে সে গুণীদের কাতারে জায়গা করে নিবে।
৬| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৬
যূথচ্যুত বলেছেন: সুমন দা, লেখা কপি'র অভিযোগ এনেছেন। সে ব্যাপারটা নিয়ে কিছু বলছি না। তবে প্রথমবার পড়লাম বলে, বেশ ভালো লেগেছে আমার।
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪১
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আমি গল্পের শেষ বলে দিয়েছি আমি এটা কোথায় পেলাম ।।
৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কপি পেস্ট হলেও গল্পটা শিক্ষনীয়...
৮| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:১৬
উম্মু আবদুল্লাহ বলেছেন: লাইক।
৯| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭
শহিদুল ইসলাম মৃধা বলেছেন: মনোযোগ দিয়ে সম্পূর্ণটা পড়লাম, খুব শিক্ষনীয় গল্প।
১০| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার গল্প।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
১১| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১১
সেলিম আনোয়ার বলেছেন: এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো...যা কিছু ভাবছো সবটাই এই হারের মতই নকল, মিথ্যে ।
সহমত।
দারুন গল্প এটেছেন। শিক্ষনীয়।সুন্দর ।
১২| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: শিক্ষনীয় একটি লেখা।
১৩| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৯
সোহানী বলেছেন: ভালো লাগলো............++++
১৪| ১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
আখেনাটেন বলেছেন: শিক্ষণীয় গল্প।
ভালোলাগা ++++++++
১৫| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮
মো: নিজাম গাজী বলেছেন: অসাধারন শিক্ষনীয় একটি তথ্যবহুল লেখা। শুভকামনা প্রিয় লেখিকা।
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫১
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: শিক্ষনীয় গল্প।জ্ঞান অর্জন করা ফরজ।
ধন্যবাদ লেখককে।
ভাল থাকুন।শুভ কামনা।