নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

একেই লিখা কত বার টাইপ করে লিখে প্রকাশ করব ।।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭


আমার নিজ নোট থেকে লিখা এনে পোস্ট করতে পারছি না।।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১২

শাহরিয়ার কবীর বলেছেন:



হা হা হা...... এখন হয়ে যাক, কষ্টের দিন শুরু। :) :)

২| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১২

শাহরিয়ার কবীর বলেছেন:

হা হা হা...... এখন থেকে হয়ে যাক, কষ্টের দিন শুরু। :) :)

৩| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩

শামাঊন শার্দূল জাহান বলেছেন: আসলে ওটা বন্ধ করে দিয়েছে ।
কারন কপি পেস্ট এর সিস্টেম চোরদের চুরি করার সুবিধা করে দেয় ।।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আপনি কি মনে করেন চোর রা টাইপ করতে পারে না। আর যারা কম্পিউটার ভাল জানে তারা সব পারে ।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: কপি পেস্টঃ- আসলে ওটা বন্ধ করে দিয়েছে কারন কপি পেস্ট এর সিস্টেম চুরি করার সুবিধা করে দেয় ।

৪| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮

আরাফআহনাফ বলেছেন: এমন অনেক অনেক কস্টে পড়তে হবে সাধারন ব্লগারদের।
"কপি/পেস্ট"-"রাইট ক্লিক" ডিজাবেল ---------- কোন সমাধান হতে পারে না।

৫| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:

এবার চুরির করুক কিন্তু কষ্ট করে !!!! ৯০% চুরির কমে যাবে ।।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আমি যদি আমার নোট থেকে লিখা আনতে না পারি তাহলে পোস্ট করব কি করে তাই ইতি এই সাইডে ।।

৬| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:


আগেই ইতি কথা বলেন না, রাইট বাটন ডিজেবল হয়তো,এখন ব্লগে পরীক্ষা মূলক ভাবে চলছে । আরো কিছুদিন দেখা যাক ব্লগারা কি মতামত দেন। সকল ব্লগারদের সুবিধা-অসুবিধা অবশ্যই সামু বিবেচনা করবেন।।আশা করি, কিছু ব্যপার কৃতপক্ষ দেখবেন।

৭| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আমাদের সাথে একটা মুক্ত আলোচনা দরকার ছিল । ব্যাংক থেকে কিছু মানুষ ঋণ নিয়ে টাকা পাচার করে । দেয় না। বা তাঁদের আর খুঁজে পাওয়া যায় না। তাই বলে কি ব্যাংক বন্ধ করে দিতে হবে । আমরা আগে মাইক্রসফ এ লেখি তার পড় তা কপি করে বিভিন্ন অনলাইন পোর্টালে দেই । সামু তে দেই । সামুতে লিখে আমরা কি অর্থনীতি ভাবে লাভবান না। মৌলিক লিখা সব সময় মৌলিক ।। কেউ কারো লিখা হয়ত ফেইস বুকে নিয়ে যায় । তারা এক ধরনের মানসিক রোগী । ফেইস বুকে আমার নামে প্রায় আই ডি হয় । সব নকল আই ডি আবার চোখে এসে না। দেখা গেছে সামু কোন লিখা আমার নামে ফেইক আই ডি তার টাইম লাইনে চালিয়ে দিচ্ছে । এমন একটা পেইজ আছে আমার নামে যা আমার ছবি আর আমার নাম ব্যবহার করছে । আমি চেষ্টা করেও বন্ধ করতে পারছি না। যারা চোর তারা চিরদিন চোর । মুল কথা জাতি পিতা কিন্তু চোরের খনি পেয়েছে । তাই খনি তে অনেক চোর ।। খনি বন্ধ করতে হলে দরকার সু শিক্ষা ।

৮| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭

নূর-ই-হাফসা বলেছেন: সমস্যা আশা করি শীঘ্রই সমাধান হবে , সেই বিশ্বাস সামু ব্লগের প্রতি আছে । আপু ইতি টানবেন না । কিছুদিন হয়তো পোষ্ট করা থেকে বিরত থাকবো এই আরকি ।

৯| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮

কালীদাস বলেছেন: @শাহরিয়ার কবীর: চুরি কমার সাথে পোস্টও কমে যাবে। আমি এব্যবস্হায় পোস্ট করতে পারবনা কোনদিনই। আমার পোস্ট লেখতে অনেকদিন সময় লাগে (যদিও খুব কমই পোস্ট করি)।

১০| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা একটা সমস্যা বটে । পুরাতন কবিতাগুলো ওয়ার্ডে লেখা -এখানে এনে পেস্ট করা যাচ্ছে না। নতুন করে লিখতে গেলে সময় অপচয় হবে বটে। দেখা যাক কি হয় একটু অপেক্ষা করে দেখি সবাই

১১| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭

করুণাধারা বলেছেন: এ ব্যবস্থা না পাল্টালে আপনার মত অনেকেই সামু ছেড়ে যাবার কথা ভাববে।

১২| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: একবারই টাইপ করবেন!!

আমি সিস্টেমেটিক্যাললি ন্যাচারাল ব্লগিং করতে পারছি আমার কোন সমস্যা হচ্ছে না !!:)

একই মন্তব্য আবার করলাম!!! আইমিন কমেন্ট কপি করে রাখা যাচ্ছে!! পেস্টও করা যাচ্ছে!! ব্লগ পোস্টের ক্ষেত্রেও একই কথা বলা যায়!! আপনার কেবল সিস্টেমটা জানতে হবে এই আরকি!!:)

হ্যাপি ব্লগিং!!

একই মন্তব্য পাঁচ জনকে করলাম!!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.