নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোর গঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

পাগলের যাদু মন্ত্র ( ফান পোস্ট )

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:৫৪



---------------------
এক পাগল সব সময় কাঁদে । একদিন সে সকাল থেকে হাসতে লাগলো । ডাক্তার অবাক! কি রে আজ কান্না রেখে এত হাসছিস কেন ?
পাগলঃ- স্যার ফেইস বুকে একটা পোস্ট দিয়েছিলাম ?
ডাক্তারঃ- তাতে হাসির কি হল ?
পাগলঃ- স্যার একজন ইনবক্সে বলল উপকার হয়েছে । তাই হাসছি এই দেশে পাগলের কথায় মানুষ উপকার পায় ?
ডাক্তারঃ- তুমি কি পোস্ট করে ছিলে ?
পাগলঃ- আমি পোস্ট করেছিলাম ! যাদের স্বামী বা প্রেমিক কথা শুনে না যদি তাঁদের কে বসে আনতে চান ! তাঁদের জন্য একটা মেরাক্কেল কামাখ্যা মন্ত্র শিখিয়ে দিব ? আমি পাগলা ঠেডা বাবা ।।
ডাক্তারঃ- তা কি মন্ত্র শেখালে ?
পাগলঃ- আমি বলেছি তাঁদের গরম চায়ে টং মং চং তিন বার এই কথা বলে চায়ের মধ্য মুখের থুতু দিতে । পর পর সাত দিন করলে তাঁদের স্বামী বা প্রেমিক তাঁদের বসে চলে আসবে । আর এই মন্ত্র কাউকে শেখানে যাবে না। বলা যাবে না। ফরোয়াড করা যাবে না। শেয়ার করা যাবে । যারা করবে তাঁদের উল্টো টা হবে ।। উপকার হলে বলতে হবে ।
ডাক্তারঃ- তা উপকার কার কার হলো ?
পাগলঃ- স্যার আপনার বউয়ের উপকার পাইচ্ছে ।। এই দেখেন ম্যাসেজ । হা হা হা............... আবার আমাদের বেলা নাস যে আপনাকে পছন্দ করে সেও উপকার পাইচ্ছে , হা হা হা------------------ ।।
ডাক্তারঃ- আহ ! কস কি ?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:০১

গালিব আফসারৗ বলেছেন: হা হা হা, :D :D মজা পাইলাম। ভালো ছিলো।

২| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দিনে কয়টা করে পোস্ট দেন? আর কোন কাজ-কর্ম নেই? কারও পোস্টেও তো মন্তব্য করেন না; মন্তব্য করবেন কী উত্তরও তো দেন না! যত্তোসব!

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৬

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: দিনে না রাতে দেই । যা ইচ্ছা , যত ইচ্ছা দেই ,

৩| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: এক প্রকার লাগলো ভাল।

৪| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহা

৫| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৩

জাহিদ অনিক বলেছেন:

চায়ের মধ্য মুখের থুতু দিতে
- খুব একটা সভ্য জোকস নয় !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.