নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোর গঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

মূর্খ গরীব যখন হঠাৎ বিত্তবান হয় তখন সে সংসর্গ ত্যাগ করে:

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৯



------------------------------------------------------------
একটা ইঁদুর ভুল করে একখন্ড হীরের টুকরো গিলে ফেলে। হীরের মালিকের রাতের ঘুম হারাম হয়ে গেল। ইঁদুর মেরে হীরে উদ্ধার করার জন্য হীরের মালিক এক ইঁদুর শিকারি কে নিযুক্ত করলেন।
শিকারি ইঁদুর মারতে যখন ইঁদুরদের বাসস্থানে পৌঁছোয় তখন সে দেখে হাজারের ওপর ইঁদুর একে অন্যের সংগে বসে আছে। আর একটা ইঁদুর সবার থেকে আলাদা হয়ে এক জায়গায় চিৎপটাং হয়ে শুয়ে আছে।
শিকারি আলাদা ইঁদুরটিকে তাক করে মেরে পেট চিরে হীরে বের করে মালিকের হাতে তুলে দিলেন। এরপর নিজের পারিশ্রমিক বুঝে নিয়ে শিকারি যখন যেতে প্রস্তুত হয়, হীরের মালিক যারপরনাই আশ্চর্য হয়ে শিকারি কে জিজ্ঞেস করে--
●"হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে, ওই ইঁদুরটাই হীরে গিলেছে?"
শিকারি জবাবে বলে---
●"খুব সহজ স্যার। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয় তখন সে নিজ সমাজের সংসর্গ ত্যাগ করে এবং তাদের সংগে মেলামেশা বন্ধ করে।

সুত্র- ইন্টার নেট ।।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মূর্খ না হলেও ছোট লোক - ও হতে পারে

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৩

শামচুল হক বলেছেন: চমৎকার উদাহারণ

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

আনু মোল্লাহ বলেছেন: বেশ চমৎকার উদাহরণ।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: বর্তমান সমাজের ঠিক এই অবস্থাই চলছে।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

আল ইফরান বলেছেন: গল্পের মোরালটা ভালো লাগলো ।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০

আমার আব্বা বলেছেন: মূর্খ গরীব যখন হঠাৎ বিত্তবান হয় তখন সে সংসর্গ ত্যাগ করে, হীরের মত দামি কথা

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

সাইন বোর্ড বলেছেন: ছবির মধ্যে মনে হয় দু একটা ছুঁচোও অাছে, মেধাবী অায়োজন, দারুণ ভাল লাগা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.