![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
১।আপু বাড়ি কোথায়
-- মেয়েদের জন্ম থেকেই বাড়ি হয় না ।
২।আপু কি করেন
--- মেয়েরা বুঝতে শেখার পড় থেকেই সংসারের কাজ করে ।
৩। আপু আপনার স্বামী কি করে ?
--- সব মেয়ের স্বামী কাজ করে , বেকারের কোন বউ হয় না ।
৪। আপু আপনার স্বামী কি কাজ করে
--- এই যে আমি রান্না করি সে খায় , আমি কাপড় ধুয়ে দেই সে পড়ে ,এই তো
৫। আপু আপনি এত সুন্দর কেন ?
---- অন্যের ঘরের পিঠা , অন্যের বাড়ির ফল , অন্যের জামা সুন্দরেই হয় ,তাই
৬। আপু আপনার মোবাইল নাম্বার টা দেন ?
------ স্বামীর দেয়া মোবাইল তার অনুমতি ছাড়া কাউকে দেয়া যায় না। চাইলে স্বামীর নাম্বার দেই । আপনার স্ত্রী , শ্যালী নাম্বার দিয়ে আগে আমার স্বামীকে পরীক্ষার করান ।
৭। আপু এক মিনিট কথা বলা যাবে ?
--- না এটা মোবাইল কল সেন্টার না, গ্রহক সেবা দিতে বসি নাই ।
২| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫৯
চাঁদগাজী বলেছেন:
খই ভাজছেন?
৩| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০৫
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: চাদের দেশে খবর গেছে
৪| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০৯
এলিয়ানা সিম্পসন বলেছেন: চাঁদগাজী বলেছেন:
খই ভাজছেন?
৫| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ২:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন: আপু লেখায় আক্রমণ না হলে তো লেখা জমবে না তাই একটা আক্রমণাত্বক কমেন্ট : -
আমি রান্না করি সে খায়, আমি কাপড় ধোয়ে দেই সে পড়ে - আসলে মেয়েদের রান্না গতানুগতিক, ভালো রান্না হলে পৃথিবীর যতো ফাইভষ্টার হোটেল আছে সবখানে মেয়ে শেফ থাকতো - কিন্তু কই নাই তো !!! সব রেষ্টুরেন্টের ঔনার মেয়ে বা মহিলা হতো - কই আছে কি !!! এমনকি ভালো কাপড় ধোয়া জানলে সব লন্ড্রি !!!
৬| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:৩১
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
এটা কি কবিতার আধুনিক সংস্করন? তবে সংস্করনটা ভাল লেগেছে।
৭| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ মজা পেলাম।মোটের উপর স্বামী সোহাগি বটে!
৮| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: হুম।
৯| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৬
ব্লগার_প্রান্ত বলেছেন: আপু ব্লগে কেন-
১০| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৮
ব্লগার_প্রান্ত বলেছেন: ও ভালো কথা ছবিটা ভালো উঠছে। ব্লগে ফেরোমন মনে হইলো।
১১| ১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
আবু আফিয়া বলেছেন: সবকিছু মিলে ভালই লাগল
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন: লেখা প্রাঞ্জল অল্প কথায় অনেক কিছু বুঝিয়ে দিলেন - আপু ভালো থাকুন আর লিখুন, ভালো লেখার বড় অভাব ।