নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
রিক্সা চালক কে এক ভদ্রলোক বলল এই ভাই যাবেন । সেগুন বাগিচা ।
রিক্সাওয়ালা বলল - ভাই যাবার জন্যই তো বসে আছি ।
ভাড়া কত জিজ্ঞাস করতেই রিক্সাওয়ালা বলল - ভাই বেকার হলে
ভাড়া ২০ , সরকারী চাকুরী জীবী হলে , ৬০ টাকা , বেসরকারি হলে ৪০ টাকা আর ব্যাংকার হলে ৫০ টাকা । ডাক্তার হলে ৭০ টাকা উকিল ১৫ টাকা আর পুলিশ হলে যা খুশি মামা দিয়েন ।
ভদ্রলোক বাহ দারুন আমি কিন্তু সাংবাদিক । রিক্সাওয়ালা হেসে বলল সাদা উঠেন আর হলুদ হলে নামেন ।
এখন ভদ্রলোক বলল আর যদি শিক্ষক হয়ই কত । রিক্সা ওয়ালা হেসে বলল শিক্ষক আর শিক্ষা দারুন ব্যবসা ক্লাস ফাঁকি দিয়ে শুধু কোচিং খেলা দিয়েন স্যার ৫৫ টাকা ।
রিক্সায় উঠিয়া ভদ্রলোক এই ভাড়ার ব্যাখ্যা চাইল ।
রিক্সাওয়ালা একটা হাসি দিয়ে বলল- বেকার জীবন ঘরে বাইরে অসান্তি । সবার কাজ করে শুনতে হয় - কাজ কর কি ? তার কাছে ন্যায্য ভাড়া সময়ের দাবী । সরকারী চাকুরী বেতনের সাথে উপরী ফ্রি তাই একটু আগলা দাবী । বেসরকারি হলে ভাবের জন্য একটু বেশী আর কি ? বেতন তো বেশী ফিটফাট বেশী তাই একটু নেই বেশী । ব্যাংকার হলে ফ্রি খায় বেতন বেশী ভাব বেশী তেলের মাথায় তেল দেয় বেশী তাই ভাড়া সুদে আসলে একটু বেশী । ডাক্তার হলে তো দারুন খুশি - টেস্ট বানিজ্য , মেডিসিন কমিশন, রুগী দেখে হাসপাতালের নাম বেঁচে ইনকাম ভাল । তাই একটু বেশী । উকিল বড় ফাজিল কোন প্যাচে কবে লাগে কাজে তাই একটু খাতির রাখি উকিল স্যারের সাথে । পুলিশ হলে লাঠির বাড়ি মাঝে মাঝে খাই ফ্রি তাই দিয়েন যা খুশি । মাস্টার হলে একটু আদব করে দেই ফাঁকি স্যার মানুষ লজ্জায় দেই বেশী ।
ভদ্রলোক বাহ বাহ দারুন দেখি । সাংবাদিক হলে কর কি ? সাদা হলে সম্মান করি দাম দর করে তুলি । হলুদ হলে সালাম দেই বলে স্যার যাব না । এই হলুদের জন্য স্যার সমাজের যত দুর্গতি ।
আচ্ছা নায়ক নায়িকা গায়ক গায়িকা হলে কর কি ?
রিক্সাওয়ালা হাসিয়া বলল স্যার তাতের তুলে মনে মনে হাসি ভাড়া নিয়ে ভাবী না একটু প্রশংসা করলেই ভাড়া দেয় বেশী ।
০১ লা মে, ২০১৮ রাত ১১:১৫
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ঠিক দাদা আপনার চেলা বলে কথা হা হা হা
২| ০১ লা মে, ২০১৮ রাত ১১:১৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ছবি তো দেখা যাচ্ছে না??
৩| ০১ লা মে, ২০১৮ রাত ১১:২১
শামচুল হক বলেছেন: এক কথায় দারুণ!!
৪| ০১ লা মে, ২০১৮ রাত ১১:২৬
রাজীব নুর বলেছেন: মোটামোট।
৫| ০১ লা মে, ২০১৮ রাত ১১:৩০
চাঁদগাজী বলেছেন:
রিকসা ড্রাইভারদের সাথে আমার সম্পর্ক বরাবরই ভালো; রিকসায় উঠলে আমি কথা বলি, কথাশুনি।
০১ লা মে, ২০১৮ রাত ১১:৪৫
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: চাদ গাজী ভাই চাদে আমি রিক্সা চাই
৬| ০১ লা মে, ২০১৮ রাত ১১:৪৯
শামচুল হক বলেছেন: আমাগো টপকায়া চাঁদগাজী ভাইয়ের মন্তব্যের জবাব দিলেন আমরা কি দোষ করলাম?
০২ রা মে, ২০১৮ রাত ১২:৫৮
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: এইমাত্র দোষ খুঁজে পেলাম - আপনি অনেক ভাল মানুষ । শুভেচ্ছা আর দোয়া রইল
৭| ০২ রা মে, ২০১৮ রাত ১২:৩৬
কাওসার চৌধুরী বলেছেন: শুভেচ্ছা নিবেন। আপনার সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়নি। আপনার লেখাটি পড়লাম ভাল লাগল। রিক্সা নিয়ে আমার একটি গল্প আছে। সময় সুযোগ পড়লে খুশি হবে।
মে দিবসের শুভেচ্ছা, আপা।
৮| ০২ রা মে, ২০১৮ রাত ১২:৩৭
কাওসার চৌধুরী বলেছেন: Click This Link
৯| ০২ রা মে, ২০১৮ রাত ১০:০২
আবু আফিয়া বলেছেন: পড়ে মজা পাইলাম, ধন্যবাদ
১০| ০৩ রা মে, ২০১৮ রাত ১২:৫৩
আজমান আন্দালিব বলেছেন: মজারু
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০১৮ রাত ১১:১৪
চাঁদগাজী বলেছেন:
হাজার হলেও ঢাকার রিকসা ড্রাইভার!