নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
এক ডাক্তার বিয়ে করলো এক অসাধারণ সুন্দরীকে। বউ এখন তার একজন পুরোদস্তর গৃহিনী। বিয়ের পর থেকেই বউ চাইত, তার স্বামী তাকে সময় দিক। কিন্তু ব্যস্ততার জন্য স্বামী বেচারা স্ত্রীর সেই সাধ পূরণ করতে প্রথম থেকেই ব্যর্থ। এ জন্য বিয়ের পরের দিন থেকেই বউ তার স্বামীর উপরে অনেক বিরক্ত। একদিন সকালে হাসপাতালে যাওয়ার আগে স্বামী আর স্ত্রীর মধ্যে কথা হচ্ছে... স্ত্রীঃ -এই দরজার লক টা না নষ্ট হয়ে গেছে। একটু ঠিক করে দিবা?
স্বামীঃ ক্যান আমারে কি তোমার তালা-চাবির মিস্ত্রি মনে হয়? এখন সময় নাই। স্ত্রীঃ এই শোন না, টয়লেটের ফ্লাসটা ঠিক মতো কাজ করছে না। একটু ঠিক করে দিবা প্লিজ?
স্বামীঃ ক্যান আমারে কি তোমার প্লাম্বার মিস্ত্রি মনে হয়? এখন সময় নাই।
স্ত্রীঃ এই শোন না, বারান্দায় ২ টা ফুলের টব রাখতে চাচ্ছি। আমার বাগান করার খুব সখ। এনে দিবা প্লিজ?
স্বামীঃ ক্যান? আমারে কি তোমার মালি মনে হয়? এখন সময় নাই।
এই সব বলে ডাক্তার স্বামী ডিউটি তে চলে গেল ভাব দেখিয়ে। রাতের বেলায় বাসায় ফিরে দেখে বারান্দায় ফুলের টব, দরজায় নতুন লক আর টয়লেটের ফ্লাশটাও ঠিক হয়ে গেছে? এই দেখে স্বামী স্ত্রী কে বলল, মিস্ত্রি ডাকছিলা নাকি? স্ত্রীঃ না, বাড়িওয়ালার ছেলে মোকলেস ঠিক করে দিছে। ও বলছে, ভাবি সব করে দিতে পারি। তবে আমার ২ টা শর্ত আছে। আমি বললাম কি শর্ত? মোকলেস বলল, হয় আমাকে চিকেন ফ্রাই খাওয়াতে হবে, অথবা আমার সাথে ডেটিং এ যেতে হবে।
স্বামীঃ তুমি নিশ্চয়ই ওকে চিকেন ফ্রাই খাওয়াইছ?
স্ত্রীঃ ক্যান? আমাকে কি তোমার KFC র ওয়েটার মনে হয়?
Image ইন্টার নেট
০২ রা মে, ২০১৮ রাত ১০:১৮
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: থ্যাংকস
২| ০২ রা মে, ২০১৮ রাত ১০:১১
আবু আফিয়া বলেছেন: ভালই লাগল,
শত ব্যস্ততার মাঝেও ঘরের জন্য সময় দেয়া উচিত
০২ রা মে, ২০১৮ রাত ১০:১৮
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ঠিক
৩| ০২ রা মে, ২০১৮ রাত ১০:২৩
চাঁদগাজী বলেছেন:
বিবাহিত মহিলাকে কিভাবে ডেটিং'এর প্রস্তাব দেয়া হচ্ছে?
০২ রা মে, ২০১৮ রাত ১০:২৫
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: তাই তো
৪| ০২ রা মে, ২০১৮ রাত ১০:২৪
সনেট কবি বলেছেন: ডাক্তারের উচিৎ শিক্ষা হলো মনে হয়।
০২ রা মে, ২০১৮ রাত ১০:২৬
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ঠিক
৫| ০২ রা মে, ২০১৮ রাত ১০:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কৌতুক হিসেবে জমেনি। কারণ, সুন্দরী স্ত্রীদের কথায় স্বামীরা এভাবে জবাব দেয় না...
৬| ০২ রা মে, ২০১৮ রাত ১১:১৭
ব্লগার_প্রান্ত বলেছেন: বিষ দেন বিষ খাব
০২ রা মে, ২০১৮ রাত ১১:৩৮
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ্যাজাল সব
৭| ০২ রা মে, ২০১৮ রাত ১১:২৩
ইব্রাহীম আই কে বলেছেন: আজ আমার বাপের একটা বাড়ি নাই বইলা
৮| ০২ রা মে, ২০১৮ রাত ১১:২৭
কাওসার চৌধুরী বলেছেন: আহ!! বেচারা ডাক্তার প্রেসক্রিপশন লেখার এতো ব্যস্ততা!! শেষের বাড়িওয়ালার দুইখান শর্ত চমৎকার ছিল। তবে আমি হলে একখান শর্ত দিতাম!! ডাক্তার তো মহা টেনশনে পড়ে গেল!!
রম্য হলেও জীবনে রঙ্গমঞ্চে এমনটা ঘটছে অহরহ।........ ব্যস্ততায় তো জীবন থেমে থাকতে পারে না, তাই না?
শুভেচ্ছা নেবেন। লেখাটি ভাল হয়েছে। বিটিভি নিয়ে আজকের লেখা একটা রম্য গদ্য আছে সময় থাকলে পড়তে পারেন।
৯| ০৩ রা মে, ২০১৮ সকাল ৯:৪২
কামরুননাহার কলি বলেছেন: হাহাহা আপি খুবই ভালো লাগলো রম্য।
১০| ০৩ রা মে, ২০১৮ সকাল ৯:৫৫
তারেক ফাহিম বলেছেন:
বেচারা ডাক্তারের উচিত শিক্ষা হল।
১১| ০৩ রা মে, ২০১৮ সকাল ১০:০৩
রাজীব নুর বলেছেন: মজার।
১২| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
মাহের ইসলাম বলেছেন:
না হেসে থাকতে পারলাম না
১৩| ১৩ ই জুন, ২০১৮ ভোর ৪:১৩
সেলিম আনোয়ার বলেছেন: দারুনতো ।+
১৪| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১:২০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিবেকের দর্পণে রেখে মুখ
আত্ম জিজ্ঞাসায়
ক’জনই বল
খোঁজে সুখ
সঠিক ঠিকানায়।
...................................................................................................................................................................
১৫| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার ব্ললগে ঢুঁ মারার জন্য ধণ্যবাদ ...................।
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০১৮ রাত ১০:১০
শামচুল হক বলেছেন: হে হে হে এক্কেরে দারুণ!!!