নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
শুন মা হাসি ,
আছিস তো বেশ খুশি ।
সামনে আসছে শীত ,
বাপের কম্বলের খবর নিস ।
দিন কাল যা পড়ছে
বিশ্বাসের কি মুল্য আছে ?
নিধান যায় না স্বভাবে
জাত যায় না কাজে ।
চোরের জাতের বড় গলা
সাধু সেজে করে খেলা ।
সব তো নিল চোরে
কম্বল রাখিস যতনে ।
এই কম্বলের লোমে লোমে
তোর বাপ দাদার ইতিহাস ঘুমিয়ে ।
শুন মা হাসি ,
সময় পাইলে ইতিহাস পড়িস ,
যারে তুই প্রতিবেশী ভাবিস
তাঁদের ডাকাতির খবর রাখিস ।
এক মাঘে শীত যায় না
বোকা লোকে তা বুঝে না ।
বট তলার উকিলে
হাইকোর্ট দেখায় আমারে ।
আমি যে মা বাঙালী
কত ধানে কত চাল তা জানি ।
শুন মা হাসি
বাপের কম্বল রোদে দিয়া রাখিস
সময় যখন খারাপ হবে ,
গ্রীষ্মেও শীত আসবে
কম্বল খানা দরকার হবে ।
জেল খনার সম্বল
মনে রাখিস কাজে লাগবে কম্বল ।
২| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৭
নিলিমার নিল বলেছেন: ভালো আছি........... আপনি কেমোন আছেন?
২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৪
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: ভাল নেই
৩| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৭
রাজীব নুর বলেছেন: এই দেশে কোটি কোটি মানূষের কম্বল নেই।
আসুন আমরা সবাই মিলে তাদের একটি করে কম্বল দেই।
৪| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৮
ব্লু হোয়েল বলেছেন: চোরের দেশে
সবকিছুই হয়
বীরের বেশে!!!
৫| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪
আহমেদ জী এস বলেছেন: সেলিনা জাহান প্রিয়া ,
ঠিকই বলেছেন ।
সম্বল মোর কম্বলখানি ...............
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৩
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
কম্বল আমার সম্বল।