নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
এক দিন এক মন্ত্রীর গাড়ীর নীচে পরে এক কুকুরের বাচ্চা মড়ে যায় । মন্ত্রী তাঁর চালক কে বলে যাও গিয়ে দেখ এটা কার কুকুরের বাচ্চা আমি তাকে কিছু সাহয্য দিতে চাই । গাড়ী চালক আশপাশের গ্রাম ঘুরে গাড়ী নিকট আসেতে থাকে । কিন্তু মন্ত্রী দেখে গাড়ী চালকের গলায় টাকা আর ফুলের মালা ।
মন্ত্রী অবাক হয়ে বলল - কি ব্যাপার এ তোমার গলায় এত টাকা আর ফুলের মালা কেন ?
গাড়ী চালক মন্ত্রী কে বলল স্যার আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। আমি গ্রাম বাসি কে শুধু বলেছি যে আমি মন্ত্রীর গাড়ী চালক- আমি কুত্তার বাচ্চারে গাড়ীর নীচে ফেলে মেরে ফেলেছি । এই কথা শুনে সবাই হাসি দিয়ে বলতে লাগলো মার হাবা মার হাবা , দারুন হয়েছে । তাঁর পর স্যার আমার এই অবস্থা ।।
------------------------------------------------------------------------- নেট থেকে পাওয়া
২| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:২১
ইব্রাহীম আই কে বলেছেন: যদিও এখনো কিছুই বুঝতে পারলাম না তারপর ও মর্ম উদ্ধার করার জন্য এটা নিয়ে ভাবতেছি। বুঝাইয়া দিলে ভাল হত।
৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মন্ত্রীকে সবাই দেখতে পারে না। 'কুত্তার বাচ্চা' বলাতে সবাই ভেবেছে মন্ত্রী মারা গিয়েছে। তবে এটা সিক জোক...
৪| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৮:০১
সনেট কবি বলেছেন: মন্ত্রীর প্রতি জনগন কি রকম সন্তষ্ট!
৫| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০১
আশরাফুল অ্যাস্ট্রো বলেছেন: বাহ.।।
৬| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৮
রাজীব নুর বলেছেন: মুল ঘটনা কি বুঝলাম না।
৭| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:১১
সুমন কর বলেছেন: ভালো !!
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:১৫
চাঁদগাজী বলেছেন:
আপনি এই রম্য পড়ে ৩ বার হেসেছেন?