নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
ছাত্র ছাত্রী চিৎকার করে বলতে লাগলো ।।
⭕আমরা খালেদা জিয়ার মুক্তি দাবী করেনি!
⭕আমরা সরকারের পদত্যাগ দাবী করেনি!
⭕ আমরা স্বর্ন তামা হওয়া নিয়ে কথা বলেনি!
⭕১লক্ষ ৪০ টন কয়লা গায়েবের হিসাব চাইনি!
⭕বলিনি কোটা সংস্করণ চাই!
⭕বাস ভাড়া কমানোর দাবি জানাইনি!
⭕পদ্মা সেতুর অতিরিক্ত খরচ নিয়ে প্রশ্ন করিনি!
⭕বাংলাদেশ থেকে ৭৬ লক্ষ কোটি টাকা কোথায় পাচার হয়েছে সেই প্রশ্ন করিনি!
⭕সীমান্তে ফেলানী, কুমিল্লার তনু মিতু হত্যার বিচার দাবী করিনি!
⭕ভারতের ১০ লক্ষ লোক প্রতি বছর ১০ বিলিয়ন ডলার নিয়ে যায় কেন সেই প্রশ্ন করিনি!
⭕সামান্য বৃষ্টি হলেই রাস্তা ঘাটে পানি জমে যায় কেন সেই প্রশ্ন করিনি!
⭕ছেলে গুলো ৫৭ ধারা ভংগ করে কোন কথা বলেনি , ডিরেক্ট কাহারো বিরুদ্ধে প্রশ্ন তুলিনি!
⭕আমাদের দাবীতে ক্ষমতাসীনদের জন্য অবমাননাকর কিছু ছিল না!
"আমরা শুধু চাই নিরাপদ সড়ক"
২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:১১
চাঁদগাজী বলেছেন:
এত কম সড়কে এতো বেশী যানবাহন চললে, শিক্ষাহীনরা গাড়ী চালালে, ষ্কুলে যাওয়ার বয়সের বাচ্ছার কন্ডাকটর হলে, রাস্তার যেকোন স্হানে রাস্তা অতিক্রম করলে, "সড়ক নিরাপদ" হবে কি করে?
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:১৪
ঢাবিয়ান বলেছেন: ফেসবুকে যা দেখছি , আর সহ্য করতে পারছি না।
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৩
দোদূল্যমান বলেছেন: কুত্তালীগ মাঠে নামিয়ে দেয়া হয়েছে। ঝিগাতলা এলাকায় মিডিয়া প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং এলাকার ডিশ নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়েছে। ৫ মে স্টাইল।
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চাঁদগাজী সাহেবের মন্তব্যটি যথার্থ। আমারও একই মত।
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:০৯
জগতারন বলেছেন:
এই পোষ্টের আগের পোষ্ট ওমেরা'র সে আমাকে ব্লক করেছে কিন্তু আম্মার মন্তব্যটি সবার জানা দর তাই এখানে দিলাম
--
এ সমস্ত ছবি কি ওমেরার তোলা ?
নাকি অন্তরজাল (ইন্টার নেট) থেকে নেওয়া ?
নিজের তোলা না হলে তা ব্লগে প্রকাশ করতে বলতে হয়।
নইলে সে চোর অথবা চুন্নি !
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:১০
হাসান কালবৈশাখী বলেছেন:
গতকাল থেকেই ব্যাপক গুজব শোনা যাচ্ছিল, আজ কিছু একটা ঘটবে বা ঘটানো হবে।
এই দুইদিনে নিউমার্কেট, গাউছিয়া সহ সব মার্কেটের স্কুল ইউনিফর্ম (সাদা সার্ট) সব বিক্রি হয়ে গেছে। যা কোন সাদা শার্টের দাম ৩ গুন হয়ে গেছে।
তবে আশার কথা বাংলার মানুষ সবাইতো আর বেকুব না।
১০ লাখ মারমুখি হেফাজতিদের কানে ধরে ফেরত পাঠিয়েছিল হাসিনা।
এখন নেপথ্যের এইসব কুচক্রিদের চক্রান্ত নস্যাৎ করা হবে।
৮| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪০
মলাসইলমুইনা বলেছেন: প্রিয় ব্লগার ,
ঈশপের গল্পের টিলার ওপরের সেই নেকড়েটার কিন্তু টিলার নিচের মেশ শাবকটাকে হত্যা করতে উপরে তার খাবার পানি ঘোলা করার মতো অভিযোগ আনতেও কোনো অসুবিধা হয়নি ! এখানেও তাই I সরকার যখন ব্যর্থ হতে শুরু করে তখন কোনো কারণ ছাড়াই সহিংস হয় ! @ চাঁদগাজী সাহেব, রাস্তার মধ্যে দিয়ে চলাচল করতে গিয়ে কেউ মারা যাবার কারণে কিন্তু এই বিক্ষোভগুলো হয়নি I ফুটপাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি বাস চাপা খেতে হয় ছেলে মেয়েদের আর সাধারণ মানুষদের তাহলে সিস্টেম নিয়ে ভাবতে হবেই I ভাবতেই হবে যারা গাড়ি চালাচ্ছেন তাদের দক্ষতা বাড়াবার উপায় নিয়ে I বাস ট্রাকের রুট পারমিটের মতো ব্যাপারগুলো নিয়ে | জনসংখ্যার দোহাই দিয়ে সিটেম ফেইলিয়রের ব্যাপারটা এড়িয়ে যাবার সুযোগ কিন্তু আর থাকেনা তখন |
৯| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৫
রাজীব নুর বলেছেন: এই ছেলেগুলো যদি আগামীতে দেশের বিপদে না নামে, আমি বিন্দুমাত্র অবাক হবো না... কারণ তাদের নিস্তব্ধ করে দিয়েছি আমরা গতকাল হামলা করে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:০৬
শেখ সাদী মারজান বলেছেন: তারপরও ওদের উপর হামলা করা হলো