নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
একটি সাত তলা বিল্ডিং প্রতি তলায় মহিলাদের পছন্দ মতো স্বামী রাখা আছে - যে যার পছন্দ মতো স্বামী পছন্দ করে বিয়ে করতে পাড়বে ।
শুধু একটি টিকেট কেটে প্রবেশ করতে হবে। তবে তাকে বিয়ে করতেই হবে এই টিকেট কাটলে ।।
ভদ্র মহিলা স্বামী পছন্দ কারার জন্য সেই বিল্ডিং টিকেট কেটেত প্রবেশ করে ।
প্রথম তলায় গেলে ভদ্রমহিলা দেখতে পেল । সেখানে ব্যবসায়ী চাকুরিজীবী, উকিল , ডাক্তার ইঞ্জিনিয়ার , সেনা বাহিনি , নৌ বাহিনি , থেকে শুরু করে আমলা কামলা সবেই আছে ।প্রথম তলা দেখা হলে মহিলার কিছুই পছন্দ হল না।
মহিলা দ্বিতীয় তলায় গেলেন সেখানে সবাই ইঙ্গিনিয়ার আর ব্যবসায়ী
।
মহিলা তৃতীয় তলায় গেলেন দেখলেন সবাই ডাক্তার - শিল্পপতি
।
মহিলা চতুর্থ তলায় গেলেন সেখানে উকিল , মুক্তার ব্যারেস্টার- বিচারক ।
।
মহিলা পঞ্চম তলায় গেলেন সেখানে সেখানে পুলিশ,আর্মি, নৌবাহিনী ,
।
মহিলা ষষ্ঠ তলা গেলে দেখলেন সেখানে দেশের সেরা বিজ্ঞানী আর শিল্পপতি ।
।
ভদ্র মহিলার কাউকে পছন্দ হল না।
এখন ভদ্র মহিলার সপ্তম তালায় যাওয়ার জন্য সিঁড়ি কাছে গেল ।
সিঁড়ির কাছে লেখা - সম্মানিত স্বামী চাই পাত্রী গন -
সপ্তম তলায় স্বামী দেখতে হলে পাশে বিউটি পার্লারে সেজে যেতে হবে।
।
ভদ্র মহিলা খুসিতে গদ গদ নিশ্চয় সপ্তম তলায় সব চেয়ে দামী স্বামী আছে । না হয় বিউটি পার্লার থেকে সাজতে বলা হত না। ভদ্রমহিলা ভাল করে সেজে গায়ে পারফিউম মেঘে । সপ্তম তলায় গেল !
যেয়ে দেখে সপ্তম তলায়-------
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
একটি ছাগল বান্দা আছে ।।
আর সাইন বোর্ডে লেখা আছে----- এত স্বামী থেকে যার কোন স্বামী পছন্দ হয় না । তার জন্য ছাগল স্বামী ছাড়া আর কিছুই দেয়া সম্ভব না ।।
২| ১৩ ই মে, ২০১৯ রাত ২:১১
ল বলেছেন: কালেকশন বা সংগৃহীত বললে ভালো হতো।।।
বহুবার এটা ব্লগে পোস্ট দেয়া হয়েছে।
ধন্যবাদ
১৩ ই মে, ২০১৯ রাত ৩:০৯
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: এটা আমার লেখা - কই পড়েছে। - কবে - দেখান !!!
৩| ১৩ ই মে, ২০১৯ রাত ২:৪০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: রম্য পড়ে বিনোদুধিত হয়েছি।
৪| ১৩ ই মে, ২০১৯ রাত ৩:৩৬
চাঁদগাজী বলেছেন:
আপনাকে আরো চেষ্টা করতে হবে; এটা সাধারণ
৫| ১৩ ই মে, ২০১৯ ভোর ৪:০০
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: সামুতে অভিনন্দন। সেই সাথে নিজস্বতা, স্বকীয়তা আর স্বাতন্ত্র্য আশা করছি। নইলে ব্লগিংয়ের মূল উদ্দেশ্যই যে মাটি। শুভ কামনা।
৬| ১৩ ই মে, ২০১৯ সকাল ৭:১৯
ল বলেছেন: এটা দেখুন, চাইলে আরো দিবো।। আপনার নিজের পোস্ট তাই না!!!
৭| ১৩ ই মে, ২০১৯ সকাল ৭:২৪
ল বলেছেন: ""হাজবেন্ড ফর সেল " Husband for sale" That's first English concept "" এটা হচ্ছে মূল ইংরেজি ভার্সন.....
৮| ১৩ ই মে, ২০১৯ সকাল ১০:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা কপি পেস্ট না হলেও অনুকরণ করা হয়েছে এদিক ওদিক...
৯| ১৩ ই মে, ২০১৯ রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
১০| ১৪ ই মে, ২০১৯ বিকাল ৩:৪৮
আর্কিওপটেরিক্স বলেছেন: পুরান লেখা...
১১| ১৭ ই মে, ২০১৯ রাত ১:০৪
লোকমান আহম্মদ আপন বলেছেন: পুরনো কৌতুক আবার পড়লাম।
১২| ০৯ ই মে, ২০২১ দুপুর ১:১১
ফড়িং-অনু বলেছেন: হাহাহাহাহা
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০১৯ রাত ১:৫৯
অয়ন নাজমুল বলেছেন: সামুতে আইডি খোলার জন্য অতঃপর সুন্দর এই কৌতুকটি সামুতে পোস্ট করে আমাকে পড়ার সুযোগ করে দেবার জন্য আপনাকে ধন্যবাদ।