নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
স্বাধীনতাকামী মনিপুরবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
সাম্রাজ্যবাদী ভারতের কাছ থেকে মনিপুরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করায় পৃথিবীর কোটি কোটি মানুষের মতো আমিও মনিপুরের প্রবাসী সরকার এবং জনগণকে সমর্থন করছি। লন্ডনে গঠন করা হয়েছে প্রবাসী সরকার, শুভ হোক এই পথচলা।
২| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৩
কিরমানী লিটন বলেছেন: সুস্বাগতম স্বাধীন মনিপুরের প্রবাসী সরকারকে। প্রাণঢালা অভিবাদন.....
৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৭
দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
ওরে শালা, করছে না তে কামডা কী!
এখন দেখার ব্যাপার হচ্ছে, এই সরকার টিকে কি না! কিছুফিন আগে স্পেনের এক শহরবাসীও এমন ডাক দিয়েছিল, তারা অবশ্য মনিপুরবাসীর মত এতোদূর এগুতে পারেনি! তবে তারাও কিন্তু কম করেনি।
ভারত নিজের ব্যর্থতার প্রমাণ এখন আর লুকুতে পারবে না৷
৪| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৪৪
জগতারন বলেছেন:
মনিপুরবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
সহমত !!!!
৫| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: মনিপুর বাসীর সামনে ভয়াবহ দূর্দিন অপেক্ষা করছে।
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২১
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: সমগ্র সেভেন সিস্টার একদিন স্বাধীন হবে,