নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
আজকাল বেশী বেশী মানুষ খবার নিয়ে চিন্তা করে । কি খাব ? কি খাব ? এই লক ডাউনে মানুষের খাবারের চাহিদা বাড়িয়ে দিয়েছে ।
আমি চিন্তা করে দেখলাম গত দের বছরে আমি তিন বেলা না চার বেলা রান্না করেছি । বাচ্চাদের স্কুল নেই । স্বামীর অফিস নেই । আমার বাহিরে যাওয়া হয় না। তবে আমরা ঘুরে বেড়িয়েছি রাঙামাটি , বান্দর বান , সিলেট , কিশোর গঞ্জ ।
যে খানে গিয়েছি ঘুরার চেয়ে খেয়েছি বেশী । একদিন তো মরেই যাব তাই খেয়ে মরি ।।
২| ০২ রা জুলাই, ২০২১ রাত ৮:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: পুরুষদের খাওয়েনের চাহিদা দেখলে উফ অসহ্য। আমাদের অফিসও ছিল তবে এক ঘন্টা আগে ছুটি পেতাম। এরা খালি খাই খাই করে
৩| ০২ রা জুলাই, ২০২১ রাত ৮:৪৯
জগতারন বলেছেন:
Human would Not Die From Hunger
But they wold Die Of Eating
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৯
মনিরা সুলতানা বলেছেন: একদম সত্যি লক ডাউনে সেই আগের মত মায়ের রান্নাঘরে ফিরে যেতে হয়েছে।