নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

কিডনি নিয়ে গেছে ""মিল্টন সমাদ্দার"""

১১ ই মে, ২০২৪ রাত ৯:২০




ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ‘মানসিক ভারসাম্যহীন‘ সেলিম মিয়াকে আলোচিত মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার থেকে উদ্ধার করা হয়েছে। স্বজনরা জানিয়েছে, তার পেটে কাটা দাগ রয়েছে। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থল পরিদর্শন করে কিছু শারীরিক পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে পুলিশ .
পরিবার সূত্র জানায়, প্রায় ছয় মাস আগে বাড়ি থেকে সেলিম নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। সম্প্রতি মিল্টন সমাদ্দারের কেয়ার নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিকমাধ্যমে প্রচারিত প্রতিবেদন ও ছবিতে সেলিমকে চিহ্নিত করেন তারা। গত মঙ্গলবার মা রাবিয়া, চাচাত ভাই আব্দুর রশিদ সেলিমের সন্ধানে ঢাকায় যান। পরে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার থেকে থানা পুলিশের সহায়তায় সেলিমকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২৪ রাত ১১:১৫

শূন্য সারমর্ম বলেছেন:


কিডনীখেকো সমাদ্দার।

২| ১২ ই মে, ২০২৪ সকাল ৮:২০

কামাল১৮ বলেছেন: কয়েক বছর আগে সমস্যাটি প্রকট ছিলো।চক্রটি নতুন করে আবার সক্রিয় হয়েছে।

৩| ১২ ই মে, ২০২৪ সকাল ৯:২৭

ধুলো মেঘ বলেছেন: কিডনি তো আর মাগনা মাগনা দেয়নি - এর বদলে সে একে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে।

৪| ১২ ই মে, ২০২৪ বিকাল ৩:২২

নয়ন বিন বাহার বলেছেন: ধুলো মেঘ এর কমেন্ট পড়ে হাসলাম।

৫| ১২ ই মে, ২০২৪ বিকাল ৩:৩২

নাহল তরকারি বলেছেন: কেউ মাঘনা (বিনামূল্যে) উপকার করতে আসলে ভয় লাগে।

৬| ১২ ই মে, ২০২৪ বিকাল ৪:৪৯

পুরানমানব বলেছেন:
ব্যাডা মনে হইতাছে ঠিকঠাক মত থানা, নেতা, সুম্বাদিকদের সহিত আদান প্রদান করিতে পারে নাই। মিল্টন নামডা দিয়া বেনজিরের গায়ে চাদর দিয়া ঢাকিয়া দিলো।
শিরোনাম খানার সহিত লেখার মিল কই ?

৭| ১২ ই মে, ২০২৪ রাত ১০:৪০

জ্যাক স্মিথ বলেছেন: কি ভয়ানক!! মানুষ কতটা খারাপ হলে এমন কাজ করতে পারে।

৮| ১৪ ই মে, ২০২৪ বিকাল ৩:০১

রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: ধর্মের কেনো প্রয়োজনীয়তা মানুষ বুঝতে শিখছে! আর ধর্ম ব্যবসায়ীরা যে ধর্মের ক্ষতি করছে সেটাও মানুষ বুঝতে শিখছে। ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে ধর্ম ফিরিয়ে আনলে হবে। মানসিক সুস্থতা লোভ লালসা রোধ একমাত্র ধর্মই মানুষকে দিতে পারবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.