নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...
আগের পর্বের জন্যঃ Click This Link
গভীর রাত অব্দি খাওয়া-দাওয়া নাচ-গান আর গল্প-গুজব করে ঘুমোতে ভোর হয়ে গেল। সকাল দশটার দিকে ঘুম ভাঙ্গল ববির হুড়োহুড়িতে। ঘর থেকে বেড়িয়ে দেখি সারা বাড়ির অন্য রূপ। বিয়ে বাড়িতে চারিদিকে রঙের রোশনাই কিন্তু পোশাকের রঙ উধাও। মহিলা-পুরুষের পোশাক দেখে মনে হচ্ছে সবাই এক কাতারে জামাতে নামাজ পড়বে।কেমন একটা ধর্মীয় কিন্তু উচ্ছল পরিবেশ।
ববি আমাকে বলল তাড়াতাড়ি গোসল সেরে পাঞ্জাবী পড়ে নিতে!! কাহিনী কি দোস্ত?
-ও একটা ফিচেল হাসি দিয়ে বলল; কাহিনী যেইটাই হোক তার মধ্যমণি তুই। তাড়াতাড়ি রেডি হ।
-আমারতো পাঞ্জবি নেই।
-সমস্যা নাই আমারটা পর।
ওর ছোট বোনকে হাতের নাগালে পেয়ে ধরলাম- এই ব্যাপার কি বলতো?
সে ভীষণ অবাক হয়ে বড় একটা হা করে মুখে হাত দিয়ে বলল; ও মা আপনি জানেননা ভাইয়া! তাহলে থাক-পরে শুরু হলে জানবেন। বলে ফিচ করে হেসে চলে গেল।
বেশ টেনশন নিয়ে গোসল সেরে পাঞ্জাবি পড়ে বের হয়ে দেখি বেশ সুফি টাইপের এক হুজুর এসেছেন ; তার সাথে জনা পাঁচেক সাগরেদ। ঘটনা কি বিয়ে কি এবেলাতেই পড়িয়ে নিবে?
হতে পারে, ববি’রতো মতি-গতি ঠিক নেই মাঝপথে ভেগে যেতে পারে! ড্রইং রুমে প্রবেশ করে দেখি বেশ আত্মীয় স্বজনের ভিড়- সবার মাঝে ভীষণ চাঞ্চল্য। কাউকে কিছু জিজ্ঞেস করতে যাব ঠিক তক্ষুনি ববির দু’দন বেশ পর্দা-শীল আত্মীয়া এলিনাকে নিয়ে প্রবেশ করছে। এলিনার গেয়ে সিল্কের সাদা সালোয়ার কামিজ আর মাথায় বেশ কায়দা করে সুখ সাদায় কারুকাজ করা ওড়নায় মোড়া। এই সাজে কি সুন্দর লাগছে ওকে- মনে হচ্ছে সাদা পরী! উপস্থিত সবাই মুগ্ধ নয়নে হা করে তাকিয়ে আছে ওর দিকে।
ঘটনা কি ও কি এই পোষাকে বিয়ে করবে?
পাশের একজনকে জিজ্ঞেস করতেই সে হেসে বলল, ভাইয়া ও মুসলমান হবে আগে নাইলে বিয়ে হবে ক্যামনে?
আমি ভীষণ টাসকি খাইলাম। আসলেই-তো আমার মাথায় আসেনি পারিবারিক-ভাবে ধর্ম-মতে বিয়ে হতে হলে ওকে ধর্মান্তরিত হতে হবে। এক ধর্ম থেকে অন্য ধর্মে গেলে তাকে ধর্মান্তরিত বলে কিন্তু যার কোন ধর্ম নাই তার নতুন কোন ধর্ম গ্রহণ করাকে কি বলে? –বাংলা এমন দুরূহ একটা শব্দ খুঁজতে খুঁজতে আমার ডাক পড়ল।
ববি জোড়ে-সোরে ডাকল; সৌম্য এদিকে আয় ওইখানে কি করিস?
এলিনার বসতে বেশ কসরত করতে হয়েছে। মেঝেতে বসার অভ্যাস এদের নেই।এপাশে মেয়েদের সারি- ওপাশে পুরুষদের। মাঝখানে দুজনে একটা পর্দা ধরে আছে। পর্দার আড়াআড়ি জায়গার মাঝে আমি আসন গেড়ে বসে আছি। হুজুরে কলমা পড়াবেন আর আমি এলিনাকে বুঝিয়ে দিব। ওর ভুল-ভাল হলে ঠিক করে দিব। অনেকটা আমার হাতে সে বাইয়্যাত গ্রহণ করবে।
কি এক দিগদারী- এরকম কাজ কস্মিনকালে আমিতো দুরের কথা আমার চৌদ্দ গুষ্টির কেউ করেছে কিনা সন্দেহ আছে। এর পরে আমি নিজেই সুরা জানি সাকুল্যে দুই-তিনখানা। তালগোল পাকিয়ে না ফেলি- আমার বুকের ভিতরে ঢিপ ঢিপ করে কাঁপছে।
হুজুর এসে আসন গ্রহণ করলেন তার সাগরেদদের নিয়ে। বেগানা কোন পুরুষ কোন নারীকে বাইয়্যাত দিতে পারে না নাকি। কিন্তু আমাকে নাকি অলরেডি উকিল বাপের তকমা দিয়ে জায়েজ করে নিয়েছে।
শালার কি এক তেলেসমাতি- প্রেমিক থেকে উকিল বাপ!! সেজন্যই ওরা এত রহস্য করেছে আমার সাথে। আগে জানলে আমি এই তল্লাটে থাকতাম না নিঃসন্দেহে। আমার বিব্রত চেহারা দেখে ববি হাসছে। বেশ একটা জব্দ করতে পেরে সে ভীষণ আহ্লাদিত!
হুজুরের জীবনেও হয়তো প্রথম কোন রুশ নারীকে নব্য ধর্মে দীক্ষিত করছেন-তাই তিনি বেশ উত্তেজিত। তিনি তার জীবনের সেরা বয়ান দিচ্ছেন। ববি যে কত মহান কাজ করেছে, আর তার সেরা বেহেশতখানা যে প্রায় কনফার্ম এই নিয়ে বহু হাদিস থেকে রেফারেন্স টানছেন তিনি। আর মেয়েটাও যে কত ভাগ্যবতী সে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়ে শুধু নিজেকে নয় তার স্বামী ও ভবিষ্যৎ প্রজন্মকেও বেহেশতে যাবার পথ সুগম করে দিচ্ছে। তবে তার চ্যালারা চরম উৎসুক ঠারে ঠুরে এমন পুণ্যবতী নারীকে দেখার জন্য।
হুজুর কালেমা পড়ালেন- আমি সাধ্যমত এলিনাকে বুঝিয়ে দিলাম। আর এ ঘরের মানুষ এমন একটা ঘটনার সাক্ষী হয়ে রইল যে, কয়েক প্রজন্ম ধরে এই গল্প চলতে থাকবে সেটা নিশ্চিত।
এলিনা নব-ধর্মে দীক্ষিত হবার পরে শুরু হোল ম্যারাথন মোনাজাত। আমি আগে থেকেই এলিনাকে বলে দিয়েছিলাম, সে সবার সাথে সুর মিলিয়ে শুধু ‘আমিন’বলবে। ‘আমেন’ শব্দের সাথে সে আগে থেকেই পরিচিত-এ’ কার কে শুধু ই’ করে দিবে।
মোনাজাতের পরে আবার নাকি দুই রাকাত নফল নামাজ পড়তে হবে। এলিনার কথা কি বলব আমি নিজেই শেষবার নামাজ কবে পড়েছি ভুলে গেছি। ডান পায়ের বুড়ো আঙ্গুলের উপর ভর করে পা ভাঁজ করে কোনদিন বসতেই পারিনি। এখন খেলা হবে আমাকে ইমামতি’তে দাড় করিয়ে দিলে। বেইজ্জতের ষোলকলা পূর্ণ হয়।
মহিলারা অন্যরুমে নামাজ পড়ল –তাই আমার দেখা হয়নি এলিনার বিব্রতকর অবস্থা! কিন্তু আমার অবস্থাও তথৈবচ! আমার পাশে ববি দাঁড়াল- ও শালা দেখি আরো এক কাঠি সরেস! নামাজে দাঁড়ানো অবস্থায় মনে হচ্ছিল শালাকে লাথি মেরে ফেলে দেই।
শালা আমাকে উকিল বাপ বানিয়েছে !!!!
পরের পর্বের জন্যঃ Click This Link
~প্রথম খন্ড প্রথম পর্বের জন্যঃ Click This Link
২১ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৪০
শেরজা তপন বলেছেন: ঠিক ব্যপারটা যেমন ট্রাজিক -তেমনই হাস্যকর বটে!
সৌম্যের বুকের জ্বালা জুড়োতে সময় লাগবে।
মমতাজের গানের, লিরিক্সের সাথে মিলে যায় তার অনুভুতি!
বরাবরের মত সাথে থেকে উৎসাহিত ও অনুপ্রাণিত করবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। ভাল থাকুন
২| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৪৬
শায়মা বলেছেন: হা হা ইসিয়াক ভাইয়া।
যাইহোক প্রেমিক যখন উকিলবাপ সিনেমা হতে পারে।
২১ শে অক্টোবর, ২০২১ রাত ১১:০৯
শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ মজা লন!
নামটা খারাপ না। চলচ্চিত্রের এই দুর্দিনে খানিকটা আলোর মুখ দেখতে পারে এই ছবি আর মমতাজের ওই গান মাস্ট
৩| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ১১:১২
শায়মা বলেছেন: আবার স্বামী কেনো আসামীর মত প্রেমিক কেনো উকিলবাপও হতে পারে।
২২ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:০১
শেরজা তপন বলেছেন: আপনি নাম ঠিক করেন আমি প্রযোজক আর পরিচালকের সাথে কথা বলি
হিরো হিরোইন কারে কারে লওয়া যাইতে পারে। ( ববি কিন্তু শাকিবের থেকে অনেক হ্যান্ডসাম ছিল)
৪| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪৯
রাজীব নুর বলেছেন: কিছু কিছু ডায়লগ তো বাংলা সিনেমার মতো হয়েছে।
২২ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:০০
শেরজা তপন বলেছেন: কাহিনীর বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশ ঘিরে আবর্তিত দেখে বাংলা ছবির ডায়লগ দিয়েছি- ফের রাশিয়াতে গেলে রাশিয়ান ছবির ডায়লগ হবে
* গতপর্বেই বলেছিলেন আমি ধর্ম নিয়ে লিখি না বলে আমার পোষ্ট ক্যাচাল মুক্ত- কিন্তু কাকতলীয়ভাবে এপর্বেই ধর্ম কর্মের বিষয়াদি চলে এল!!!
৫| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ১২:০৮
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: "সিঁড়ির দিকে চাইয়া দেহি
ধাপের উপর ধাপ।
জামাই না হইয়া সৌম্য
হইলো উকিল বাপ।"
ইসিয়াক ভাই মমতাজের গান এনেছেন। শায়মা আপু বাংলা ছবি বানিয়েছেন। আমি ঘটনাটাকে পুঁথি সাহিত্যের অন্তর্ভুক্ত করে দিলাম।
ঘটনা একই সাথে মজার এবং বিব্রতকর। ববি একেবারে সীমার লেভেলের নিষ্ঠুর।
২২ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:০৮
শেরজা তপন বলেছেন: তাহলে বাবনিকের এই পর্বে এসে আমরা;
চটুল একখান গান পেলাম
মারদাঙ্গা, ফুল সাসপেন্স আধা পারিবারিক ও আধা বাবনিক কাহিনীতে ভরপুর একটা বাংলা ছবি পেলাম
আর সর্বশেষ পুঁথি সাহিত্য
~ দেখি আরো কেউ কিছু কয় নাকি? অপেক্ষায় রইলাম...
ফের অনেক ধন্যবাদ ও আন্তরিক ভালবাসা।
৬| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ১:৫৭
নেওয়াজ আলি বলেছেন: নামাজে দাড়িয়ে কারো খাতাপুড়া যায় না।
২২ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:০৪
শেরজা তপন বলেছেন: এইরকম চরম নামাজী বাবনিক হলে ক্যাতা ম্যাতা সব পোড়া যায়
*তবে বাবনিক গল্পের সাথে এই শব্দটা খুব সস্তা আর নিচুঁমানের মনে হওয়ায় মুছে দিলাম।
৭| ২২ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩৭
ইসিয়াক বলেছেন: শায়মা আপু আর তমাল ভাইয়ার মন্তব্য দারুণ লাগলো।
# "প্রেমিক কেন উকিল বাপ" নামটা মজার হো হো হো।
২২ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫৮
শেরজা তপন বলেছেন: হ্যা বেশ মজার নাম- কিন্তু আজকে সামুর হইল কি? একদম ঝিমিয়ে গেল যে!!!!!!
৮| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ৮:০০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ঐভাবে বসাটা সত্যি কঠিন কাজ।আল্লাহ খৃষ্টানদের জন্য কি সুন্দর ব্যবস্থা করেছেন।
২২ শে অক্টোবর, ২০২১ রাত ৮:২৯
শেরজা তপন বলেছেন: তেমন কঠিন নয় একসময় অভ্যেস হয়ে যায়।
মাটিতে বসার অভ্যাসটা ভাল বলেই মনে হয়। আমার পিঠে ব্যাথা হলে নামাজের ভঙ্গীতে বসে থেকে আরাম পাই।
৯| ২৩ শে অক্টোবর, ২০২১ রাত ২:২৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: তপন ভাই, শুধু এটা বলার জন্য লাইনে আসলাম যে, আসলেই ব্যাপোক বালা অইসে। আমি জন্মের খুশি অইছি। বাবনিক বাপ অইসে। তাও উকিল বাপ। বদ বেডার উচিত শিক্ষা ,,ঐছে।
২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:১৯
শেরজা তপন বলেছেন: সৌম্য ছিল এন্টি হিরো- এখন দেখি পুরোপুরি ভিলেন হয়ে গেছে!!
আপনার জন্মের খুশী হওয়া; সৌম্যের জন্য কষ্টের কারন হলেও লেখার স্বার্থকতা খুঁজে পাচ্ছি খানিকটা।
মন্তব্যের জন্য শুধু কষ্ট করে লগিন করার জন্য আন্তরিক ধন্যবাদ।
১০| ২৩ শে অক্টোবর, ২০২১ রাত ২:৪৪
রোকসানা লেইস বলেছেন: শেষমেশ বাবনিক নামাজ পড়ছে । বেশ মজাদার সব ঘটনা। হাসলাম অনেক।
সবার মন্তব্যগুলোও মজার । সিনেমা হলে, প্রেক্ষাগৃহে দেখিতে যাইব। ফ্রি টিকেট দিয়েন।
২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:৩৮
শেরজা তপন বলেছেন: এইরে আবার ফ্রি টিকিট!!
যদি দেশে এসে দেখেন তাইলে ঠিক আছে দিমুনে
কালকে ব্লগ একদম ঝিমিয়ে গিয়েছিল। বার ঘন্টায় পোষ্ট এসেছিল একখান!!!!
ব্লগারেরা সব কোথায় যেন হারিয়ে গিয়েছিল- না হলে হয়তোবা আরো কিছু মজার মন্তব্য দেখতে পেতাম।
ভাল থাকুন। হাসুব প্রানখুলে। সুস্থ জীবন বড়ই আনন্দময়
১১| ২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৫২
জুল ভার্ন বলেছেন: খুবই মজাদার এবং জমজমাট গল্প-যা নিয়ে ঢালিউডে সিনেমা না হোক মোশারফ করিমদের টিভি নাটক হতে পারে
২৩ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৭
শেরজা তপন বলেছেন: এইবার মোশারফ করিম- বাদ রইল না আর কোন কিছু
সৌম্য সত্যিকার অর্থেই কমেডি চরিত্র হইয়া গেল !!!
ফের আসার জন্য ধন্যবাদ ভ্রাতা -ভাল থাকুন নিরন্তর!
১২| ২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১১:১১
পদাতিক চৌধুরি বলেছেন: উফ! আপনি পরবর্তী পর্ব দিয়েও দিলেন আর আমি চোখে দেখতে পাইনি।কি আশ্চর্য!!
তবে আজকে আবার একটু আশার আলো দেখতে পেলাম।ববির ছোট বোনের কথায়। মনে হচ্ছে ববির মনে অন্য কথা বলছে।সৌম্যের ভাগ্যে হারানো প্রেম ফিরে আসে কিনা অপেক্ষায় রইলাম।
দারুণ জমাটি হয়েছে++
শুভেচ্ছা প্রিয় তপন ভাইকে।
২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:২৫
শেরজা তপন বলেছেন: আপনাকে পেলাম এপর্বে তাহলে।
ইদানিং বেশ দ্রুত পর্বোগুলো দিচ্ছি- অনেক লেখা জমে আছে- তাই তৃতীয় খন্ডটা তাড়াতাড়ি শেষ করতে চাইছি। তারপরে ডুব দেবে 'বাবনিক' কিছু দিনের জন্য।
~ তেমন কিছু কি হবে কিংবা হওয়া উচিত? বাবনিকদের কিছু আদর্শ কিন্তু আছে। তবে ববি'র বোনএই কাহিনীর একটা বিশেষ চরিত্র। তার কথা বার বার আসবে।
অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা ভাই।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ৯:১০
ইসিয়াক বলেছেন: হা হা হা প্রেমিক হলো উকিল বাপ!!!! কি ট্রাজেডি আহ!
সৌম্যে পরিণতিতে মমতাজের গানটা মনে পড়ছে এই মুহুর্তে,
ফাইট্যা যায় বুকটা ফাইট্যা যায়....... । ব্যপারটা হৃদয়বিদারক তবু না হেসে পারলাম না। পরের পর্বের অপেক্ষায়।