নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

সোভিয়েত কৌতুক!!

২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪৯


ব্লগের সর্বকালের সেরা ব্লগারদের অভিনন্দন!
যারা সেরার তালিকায় স্থান পাননি(আমি সহ)-তারা এইগানের দুই লাইন গেয়ে সান্তনা পাতে পারেন;
হয়তো বা ব্লগিং ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
বড় বড় ব্লগারের ভীড়ে
জ্ঞানী আর গুণী ব্লগারদের আসরে তোমাদের কথা কেউ কবে না
তবু হে অতি সাধারন ব্লগার সেনা
তোমাদের এই ঋন সামু কোনদিন শোধ দেবে না। না না না শোধ দেবে না...


মার মত মন খারাপ থাকলে আসুন পুরনো জোকস শুনে একটু খানি হাসি;

১# কজন রুশ, একজন ফরাসী এবং একজন ইংরেজ অ্যাডামের জাতীয়তার বিষয়ে তর্ক করেছিলেন।
ফরাসী লোকটি বলল, "অবশ্যই অ্যাডাম ফরাসি ছিলেন। দেখুন তিনি কতটা আবেগের সাথে ইভকে ভালবাসতেন!"
ইংরেজ বলল, "অবশ্যই অ্যাডাম ব্রিটিশ ছিলেন। দেখুন কীভাবে তিনি সত্যিকারের ভদ্রলোকের মতো ভদ্রমহিলাকে তাঁর একমাত্র আপেলের অর্ধেক খেতে দিয়েছিলেন।"
রাশিয়ানরা বলেছিল,"অবশ্যই অ্যাডাম কেবল রাশিয়ান-ই হতে পারে। তাদের একটা আপেল ছাড়া আর কিছুই ছিল না এবং পরনের কাপড় পর্যন্ত ছিলনা, তারা উলঙ্গ ছিল ,তবুও বিশ্বাস করেছিল যে, তারা স্বর্গে আছে?"

#২ মে দিবসের প্যারেডে, খুব বৃদ্ধ এক ইহুদি হাতে একটা প্লাকার্ড বহন করছিলেন,"ধন্যবাদ কমরেড স্তালিন,আমার সুখী শৈশবের জন্য!"
পার্টির একজন প্রতিনিধি বুড়ো লোকটির কাছে গেলেন। "এটা কি? আপনি কি আমাদের মহামতি স্তালিনকে উপহাস করছেন? প্রত্যেকেই জানে যে,আপনি যখন শিশু ছিলেন তখন কমরেড স্তালিন তখনও জন্মগ্রহণ করেননি!"
"এ জন্যই তার প্রতি আমি কৃতজ্ঞ! ইহুদির উত্তর।

#৩ কটি খরগোশ বনের পথ দিয়ে উদ্ভ্রান্তের মত দৌড়াচ্ছিল।
তার পথ আগলে বিশালদেহী এক ভাল্লুক জিজ্ঞেস করল"পাগলের মতো দৌড়াচ্ছিস কেন?"
খরগোশ ভীষণ জোড়ে হাঁপাতে হাঁপাতে বলল"আপনি কি জানেন না, স্তালিনের সৈন্যরা এখন সমস্ত উটকে ধরে ধরে অণ্ডকোষ কেটে দিচ্ছে"
"তুই তো খরগোশ, উট না।"
"ঠিক আছে, তবে তারা যদি আপনাকে ধরে প্রথম দফাতেই অন্ডকোষ কেটে ফেলে তাহলে পরে আপনি যে উট নন সেটা প্রমান করে লাভ কি হবে?’
একথা শুনে ভাল্লুক ও ভোঁ দৌড়...

মন্তব্য ৮১ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: :) সুন্দর। আপনি একজন অন্যতম সেরা ব্লগার কোন সন্দেহ নেই।

২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৫

শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ হাঃ প্লিজ আনোয়ার ভাই আর হাসাইয়েন না!
তাহলে প্যাহেলে আপ - প্যাহেলে আপ শুরু হয়ে যাবে :)

২| ২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন:
ব্লগের সর্বকালের সেরা ব্লগারদের অভিনন্দন!
এই কথাখান আমার কাছে হাইস্যকর হাইস্যকর হাইস্যকর লাগছে

২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৩

শেরজা তপন বলেছেন: তবে আমার কাছে হাস্যকর নয় আপু!
একদা বনের সেরা রাজারা সব 'বলস' হারানোর ভয়ে চম্পট দিয়েছে।
... অবশেষে আমরা যারা আছি তারাইতো রাজত্ব করবে নাকি? :)

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৭

হাসান মাহবুব বলেছেন: সোভিয়েতদের রসবোধ অতি উচ্চমানের। বিশেষ করে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নে কৌতুকের চর্চা দারুণ ছিলো। যেহেতু সেটাই তাদের প্রতিবাদের প্রধান মাধ্যম ছিলো। তারপরেও অনেককে কৌতুক রচনার কারণে জেলে জেতে হ্য়েছে। আবদ্ধ সমাজে কৌতুকের চর্চা সম্ভবত বেশি হয়।

অনেকদিন আগে একটা বই ছিলো "সোভিয়েতস্কি কৌতুকভ" নামে। সেখানে প্রচুর জোক্স পড়েছি। আপনার দেয়া কৌতুকগুলির মধ্যে প্রথমটা ছাড়া বাকিগুলি কমন পড়ে গেলো।

আমিও কৌতুকের সংকলন করে পোস্ট দিয়েছিলাম। দেখতে পারেন-

কিছু অসাধারণ রাশিয়ান প্রশ্নোত্তর
আরো কিছু সোভিয়েত্‌স্কি কৌতুকভ

২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১০

শেরজা তপন বলেছেন: ভাই আপনার লেখা সেই কৌতুক সংকলনগুলো আমি তখনি পড়েছিলাম।
সোভিয়েতেস্কি কৌতুকভ আমার প্রিয় একটি গ্রন্থ!
ইরেভান রাদীও জোকস বা আর্মেনীয় রেডিও কৌতুক নিয়ে আমি দু পর্বো লিখেছিলাম' রুস্কাইয়া ব্লুদা' সিরিজে।
আপনার মত পড়ুয়া ব্লগারদের তিনতেই যে কমন পড়েনি সেইটেই বিস্ময়ের :) এগুলো একসময়ের বহুল চর্চিত কৌতুক। তবে ভাল কৌতুক কখনো পুরনো হয়না। সেগুলো যতবার মানুষ শোনে ততবারই হাসে।

ধন্যবাদ- আপনার লেখায় ফের চোখ বুলিয়ে নিচ্ছি।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: যে কারো নিজের বিচি :P হারানোর পরে প্রমাণ করে যেমন কোন লাভ হবেনা, একদা আমারো পাওয়ার ;) ছিল নতুন কিছু পয়দা করার,

ঠিক তেমনি -

সর্বকালের সেরা ব্লগারদের ভীরে আমব্লগারদের কোন লাভ হবেনা এটা বলে যে , আমরাও একসময় :(( ব্লগার ছিলাম তাগো সাথে ।

রুশ-ফরাসী-ইংরেজ-খরগোশ-ইহুদি হক্কলেই ঠিক যার যার জায়গায় এবং দৃষ্টিভংগিতে। ঠিক কইলাম কিনা X(( কন ?

আর সব শেষে হাসির এই দূর্দিনে একটু হাসানোর চেষ্টা করনের লাইগা আপনাকে আমব্লগারগো পক্ষ থেইক্কা এক ঝুড়ি ধইন্যবাদ (যাই করেন আবার একঝুড়ি ধইন্যবাদ পাইয়া বাজারে বেইচচা দিয়েন না চেয়ারম্যাংগো মত)।

২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৮

শেরজা তপন বলেছেন: :) তাহলে কি বলতে হবে; দেখিস একদিন আমরাও... ??
হ হ একদম হাসা কথা কইছেন( তয় পুরাডা বুঝি নাই)

আমি ব্যাবসায়ী- ব্যাবসায়ীগো চরিত্রতো জানেন, তাইলে জিগান ক্যান? :)

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৬

জটিল ভাই বলেছেন:
তপন ভাই, আপনি পারেনও বটে। এই পোস্টের জন্যে কি সেরা ব্লগারজাতি আপনাকেও আমাদের মতো দুষ্টু ব্লগার খেতাবে ভূষিত করবে? :D
এনিওয়ে, আপনার জন্য আমাকে স্যার ডাকবা এর পক্ষ হতে নিম্ন গল্পটি নিবেদন করছি:
আমাদের মহল্লায় রাইসা নামের একটা পিচ্চি আছে। রাইসার বাবা প্রবাসী। কিছুদিন আগে সে তার প্রতিবেশীকে দেখে আব্বু আব্বু বলে ডেকে উঠতো। প্রথম প্রথম সবাই মজা হিসেবে নিলেও দিনের পর দিন এই কান্ডে ব্যাপারটা বিব্রতকর ও বিরক্তির হয়ে উঠে। আড়ালে অনেকে এইটা নিয়ে কথাও ছড়ায়। ওর মা এবং দাদু অনেকবার ওকে বুঝিয়েছে ঐঠা আব্বু না, ঐটা কাকু। শেষে ঐ প্রতিবেশিকে দেখে আব্বু বলে ডাকলেই ওর দাদু গালে চড় মেরে দিতো। এখন শুধরে গেছে।

২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২১

শেরজা তপন বলেছেন: আরে নাঃ ব্লগের সবাই আমারে ভাল পায় :)
কেউ কেউ আপনাকে খানিকটা দুষ্টু ব্লগার বললেও বেশীরভাগ ব্লগার আপনাকে ভালবাসে। তবে অজানা(!) কারনে আপনার পোষ্টে কমেন্ট করতে ভুয় পায়।

কাহিনীর পেছনে কিন্তু আছে- কি কন! না বুঝলে নাই :)

৬| ২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: কৌতুকে রস আছে, তবে খুঁজে নিতে জানতে হবে।

২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২২

শেরজা তপন বলেছেন: আপনি রসিক মানুষ। রস আস্বাদনে অসুবিধা হবার কথা নয় :)

যাউগগা যে যেমন বুঝে

৭| ২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সোভিয়েত ব্যাপারটাই আলাদা।

ছেলেঃ বাবা! মোরগ এতো চিৎকার করে কেন?
বাবাঃ মানুষ মিথ্যা বললে মোরগ চিৎকার করে।
ছেলেঃ তাহলে সকালে যখন সবাই ঘুমিয়ে থাকে সেসময় চিৎকার করে কেন?
বাবাঃ কারণ তখন দৈনিক খবরেরকাগজ গুলো ছাপা হয়। (সোভিয়েতস্কি কৌতুকভ)


পোস্টে ভালো লাগা। আপনি একজন অসাধারন ব্লগার। ্

২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩১

শেরজা তপন বলেছেন: ভাই, প্যাহেলে আপ বলতে পারব না। ঠেলাঠেলির মধ্যে আমি নাই।
তবে আপনার ব্লগিং যে উঁচুমানের সেটা না বললেই নয়। এ ব্লগের সবাই সাধারন অসাধারণত্ব মিলিয়েই আছে। প্রত্যেকের মধ্যে অন্যরকম কিছু গুন আছে।
আমি মনে করি সিলেকশন ইলেকশন না হওয়াই উত্তম- এতে দলাদলি বাড়ে।

হ্যা ঠিক বলেছেন সোভিয়েতরা আসলেই কৌতুকে সেরা। উত্তর কোরিয়া কিংবা কিউবা কিংবা চীন থেকে কিন্তু েমন মানের কৌতুক বের হয়ে আসেনি।
আপনার শেয়ার করা কৌতুকটাও চমৎকার

৮| ২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ ভাইয়া বাঘ না বনে হেইল্যা রাজা :D

২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩২

শেরজা তপন বলেছেন: আমি রাজা হতে পারিনি বলে আমার মনে দুঃখ থাকতেই পারে- না কি কন আফামনি?

তবে ইলেকশন করে কি রাজা হয়????

৯| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:




সোভিয়েত এলাকার লোকজন জোকের জন্য পরিচিত ছিলো সব সময়; ওদের জোক পরিবেশন করেছেন, সাথে আপনার নিজস্ব কিছু মোকও যোগ করে দিয়েছেন, দেখছি।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪১

শেরজা তপন বলেছেন: তাই নাকি এ বিষয়টা আমার জানা ছিল না !!!!!!আপনি জ্ঞানী মানুষ ও সর্বকালের সেরা ব্লগার- আপনি আমার থেকে ঢের বেশী জানবেন সেটাই হবার কথা।
যদিও 'মোক' শন্দটা আমার কাছে নতুন।
সেরা ব্লগার খেতাব পাবার জন্য অভিনন্দন। তবে সর্বকালের সেরার ব্যাপারে আমার দ্বীমত আছে। আপনিও সেটা জানেন ভাল করে। সব ব্যাপারেই প্রতিবাদী মানুষ হিসেবে আপনার প্রতিবাদ করা উচিত ছিল।
আপনি সৎভাবে বলুন ব্লগারের মানদন্ড বিবেচনায়; ইমন জুবায়ের বা ফিউশান ফাইভে'র মত ব্লগারদের বাদ দিলাম শ্রদ্ধেয় ডঃএম আলীর উপরে আপনার থাকা উচিত কিনা?

১০| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

জুল ভার্ন বলেছেন: প্রেক্ষাপট বিবেচনায় চমৎকার একটা জোকস! +

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৬

শেরজা তপন বলেছেন: কোন প্রেক্ষাপট নাই ভাই- এমনি এমনি দিলাম! কাজের চাপে ঘর সংসার থেকে দূরে আছি বেশ কয়েকদিন। চাপমুক্ত হবার প্রয়াস :)

১১| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০২

ইসিয়াক বলেছেন:





হো হো হো....... আমার আবার হাসলেও দোষ তাও না হেসে আর পারলাম না আপনার পোস্ট পড়ে প্রিয় ব্লগার।


অঃ টঃ সম্প্রতি সর্বকালের সেরা ব্লগারদের একজন আমাকে নির্বোধ উপাধিতে ভূষিত করেছে কি- না,তাই বললাম আর কি।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৪

শেরজা তপন বলেছেন: কোন সমস্যা নেই- বড় ভাইয়ের গালি আশির্বাদ হিসেবে নিয়ে পুরো উদ্যোমে ব্লগিং করেন।
মন খুলে হাসুন।

আমরা আপনার লেখা ভালবাসি, আপনাকে সজ্জন ও ভাল ব্লগার হিসেবে জানি।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২০

জ্যাকেল বলেছেন: রাশান রম্য আমার কাছে শেকস্পিয়রের পরে সেরা রম্য। জোকস ও খুব চমৎকার।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৬

শেরজা তপন বলেছেন: রাশিয়ান রম্য পড়তে পড়তে আমরা বুড়া হয়ে গেলাম কিন্তু সেগুলো এখনো ডবকা যৌবনবতী রয়ে গেছে :)

~ধন্যবাদ মন্তব্যের জন্য এবং এর প্রেক্ষাপট না খোঁজার জন্য

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

আমারে স্যার ডাকবা বলেছেন: সেরা হয়ে লাভ কি? যদি মানুষ দাম না দেয়? :D
ঐ নির্বাচনে আপনি সেরা ব্লগার হন নাই ভেবে আপনার খুশি হওয়া উচিৎ B-))

রাশিয়ান জোক্স বরাবর পছন্দের। এখন অবশ্য মিমস এর যুগ, এখানেও রাশিয়ান মিমস এর রাজত্ব চলে 8-|

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৯

শেরজা তপন বলেছেন: আমি সবসময়ই খোশ মেজাজে থাকি।
লোভ হিংসা আমাকে খুব একটা স্পর্শ করে না । আমি প্রদীপের আলোতে থাকতে পছন্দ করিনা। তবে নিশ্চিতভাবে সে যোগ্যতা নেই-ও



# আপনার লেখালেখি ইদানিং কম দেখছি।

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কোন প্রেক্ষাপটে পরিবেশিত হয়েছে জানিনা তবে জোক পড়ে ভালো লেগেছে।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৫

শেরজা তপন বলেছেন: আমি বিশেষ কোন উদ্দেশ্য বা কারো প্রতি বিদ্বেষপ্রসূত হয়ে নিয়ে এই পোষ্টটা দেইনি ভাই
এমনি জাস্ট জোকস

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুভ কামনা

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩২

শেরজা তপন বলেছেন: যাহারা সেরা ব্লগার হয়েছেন তাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বঞ্চিত সকল ব্লগারদের শুভেচ্ছা।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৩

শেরজা তপন বলেছেন: এই দলে আমি সহ আপনিও আছেন ভ্রাতা - আসুন কোলাকুলি করি :)

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫৮

আমারে স্যার ডাকবা বলেছেন: লেখক বলেছেন: আপনার লেখালেখি ইদানিং কম দেখছি

কর্মব্যস্ততায় ব্লগে লগইন করা হয় না। আপনাদের লেখা পড়া হয় ঠিকই।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১২

শেরজা তপন বলেছেন: আমি মাঝে মধ্যে ব্লগে ঢুকে পরিচিত সবাইকেই খুঁজি! কাউকে দীর্ঘদিন অনুপস্থিত দেখলে কিঞ্চিত চিন্তিত হই।

জেনে দারুন আপ্লুত হলাম। ভাল থাকুন নিরন্তর!

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৬

নেওয়াজ আলি বলেছেন: সেরার ভিতর আপনার মত কয়েকজনের নাম না দেখে বুঝা কেমন সেরার নির্বাচন।!

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫৩

শেরজা তপন বলেছেন: ধুর কি কন? আপনি আমাকে বিশেষ ভালবাসেন দেখে এই কথা বলছেন।
নির্বাচন নিরপেক্ষ হয়েছে- যাকে যার ভাল লেগেছে তাকে ভোট দিয়েছে।

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কৌতুক পড়া আমার কাছে নেশার মতো। ব্লগের সব কৌতুক বোধহয় আমার পড়া শ্যাষ :)

ভালো লেগেছে সবগুলোই, শেষেরটা বেশি :)

আমি রাশিয়ানস্কি কৌতুকাপোভা দিলাম না, দিলাম কিছু পিক্টোরিয়ালাঙ্কাস্কিলভ আইটেমা :)

















২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১২

শেরজা তপন বলেছেন: ওরে জোক্সের গুরু ভাইরে- একটা থেকে আরেকটা!!!!
চমেতকার :)
আপনি জোক্সের গুরু এইটা ব্লগের সবাই জানে।
আপনার প্রিয় এই বিষয় নিয়ে লিখলে আপনার চরন কি আর আমার ব্লগ বাড়িতে পড়ত! আপনিতো ইদানিং এদিকের পথ ভুলেই গেছেন :(

২০| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:



রাশানদের সম্পর্কে আপনি ভালো জানেন। আপনি ছিলেন সেখানে। আর আমি মাত্র সামান্য দিনের যাত্রী। রাশানদের আমার কাছে ভালো লাগে। তাদের হাতের রান্না, আতিথেয়তা, ভদ্রতা, সংস্কৃতি সত্যি সত্যি মনে রাখার মতো।

মজাদার গল্পে +++

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৫

শেরজা তপন বলেছেন: রুশীয়দের সাথে আমার একরকম আত্মীক সম্পর্ক হয়ে গেছে- ওদের নিয়ে কেউ কিছু ভাল বললে আমার গর্ব হয়।
ওদের নিয়ে কত কিছু লেখার আছে এখনো। আচ্ছা আপনি কি রুশ ভ্রমঙ্কথা কখনো ব্লগে শেয়ার করেছেন?
আপনাকে আমার ব্লগে পেয়ে সবসময়ের মত দারুন আপ্লুত হলাম ভাই।
আপনার ভাল লাগা আমার বাড়তি পাওনা। ভাল থাকুন

২১| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




শেরজা তপন ভাই, আমি আসলে কোথাও বেড়াতে যাইনি। যেখানে গিয়েছি কাজের বিনিময়ে খাদ্য ডাল ভাত রুটির জন্য গিয়েছি। তাই আমি কখনো ভ্রমণ কাহিনী লিখতে পারিনি। আমি রাশিয়ার সামান্য জীবন যাপন নিয়ে লিখবো। অবশ্যই লিখবো।

আপনিও ভালো থাকুন ভাই।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫০

শেরজা তপন বলেছেন: আপনার কর্মক্ষেত্র সন্মন্ধে আমার যৎকিঞ্চিত ধারনা আছে।
এইটা হয়তো শুধু ভ্রমন ছিল না-কাজের সুবাদেই সফর কিন্তু। তবুও আপনার গের মন্তব্যে জানতে পারলাম ওদের রান্না, আতিথেয়তা, ভদ্রতা, সংস্কৃতি সন্মন্ধে ব্যাপকভাবে না হলে সল্প পরিসরে জানতে পেরেছেন। আপনার পরিবেশ পরিস্থিতি দৃষ্টিভঙ্গী নিশ্চিতভাবে আমার থেকে খানিক ব্যাতিক্রম হবে। সেই ব্যতিক্রম বিষয়টা জানবার ই ইচ্ছে।
ফের ফিরে আসার জন্য আন্তরিক ধন্যবাদ।

২২| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় তপন ভাই,
ভিন্ন স্বাদের পোস্ট। তিনটিই সুন্দর হয়েছে। তবে শেষেরটা আমার কাছে বেশি ভালো লেগেছে।

পোস্টে লাইক।

শুভকামনা আপনাকে।

২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৫

শেরজা তপন বলেছেন: বিস্বাদ খাবারের সাথে ঝাল আর তেতো চাটনি আরকি! :)

শেষেরটা আমারও প্রিয়। প্রথমবার পড়ে অনেক হেসেছি।
আপনাকে ধন্যবাদ ভাই- শুভকামনা রইল আপনার প্রতিও।

২৩| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৬

জটিল ভাই বলেছেন:
সোনা ভাইয়ের সংগ্রহশালার জন্য ক্ষুদ্র নিবেদন। তপন ভাইও আশা করি টেস্ট করলে ভালো পিনিক পাবেন :P :P

২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৭

শেরজা তপন বলেছেন: :) :) ধুপ ধুনো জালিয়ে শঙ্খ বাজিয়ে প্রনাম- চমৎকার!
সোনা ভাইয়ের সংরহশালায় এটা থাকবে মনে হয়।

ধন্যবাদ ভ্রাতা!

২৪| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:১০

রাজীব নুর বলেছেন: আপনি একজন ভদ্র ব্লগার।

২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৮

শেরজা তপন বলেছেন: অভিনন্দন আপনাকে
থ্যাঙ্কস ফর ইওর কমপ্লিমেন্ট! ভাল কথা শুনলে ভালই লাগে- মিথ্যে হলেও :)

২৫| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:০০

আহমেদ জী এস বলেছেন: শেরজা তপন,



কিছু কিছু মন্তব্যের হালচাল দেখে আর ব্লগের সবারই "কমন" চাওয়া একটা বিষয় মাথায় রেখে একটা কৌতুক দেয়াই যায় ------

ব্লগ অন্তপ্রান এক ব্লগারের প্রশ্ন ----- "ব্লগটা যে আজকাল এতো নোংরা হয়ে যাচ্ছে ভালো লাগেনা! আমরা সবাই মিলে ব্লগটাকে একটু কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না ?
আরেক ব্লগার ---" পারবোনা কেন ? ব্লগে আমরা কেউ না এলেই হয়..... :P

২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০২

শেরজা তপন বলেছেন: দারুন উত্তর :)
স্তালিন নাকি বলেছিলেন;
'সবাইকে সুখী রাখার একমাত্র উপায় হচ্ছে অসুখী সব মানুষকে মেরে ফেলা!'
বিষয়টা ও রকমই।

আপনার মত ব্লগারেরা নিয়মিত থাকলে ব্লগ এমনিতেই পরিচ্ছন্ন থাকবে। কোন সমস্যা নাই- এর আগেও বহু অপচেষ্টা হয়েছে।

২৬| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫০

সোবুজ বলেছেন: আপনি যা লেখেন তাই পড়তে ভাল লাগে।লেখার ধরনই আলাদা।

২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০১

শেরজা তপন বলেছেন: তাই নাকি- আসলি ব্লগারতো তাই হয়তোবা :)

ভাল লাগে যে জানলাম প্রথম, মন্তব্যে আসেন কম। জেনে দারুন প্রীত হলাম। অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা সুপ্রিয় ব্লগার।
ভাল থাকুন।

২৭| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪৪

জুল ভার্ন বলেছেন: তপন ভাই, সর্ব কালের বিশয় একটু কথা বলার ছিলো। যেমন- আমরা জানি, ৬০ সেকেন্ডে এক মিনিট, ৬০ মিনিটে এক ঘন্টা, ২৪ ঘন্টায় ১ দিন, ৩০ দিনে এক মাস, ১২ মাসে ১ বছর, ১২ বছরের এক যুগ এবং ১০০ বছরে হয় এক কাল। আমাদের বাংলা ব্লগ সামহোয়্যারইন ব্লগের বয়স যেখানে এখনো দুই যুগ হয়নি সেখানে 'সর্বকালের' মানে কম পক্ষে ১০০ বছরের সেরা নির্বাচন কীভাবে হয়?

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৩

শেরজা তপন বলেছেন: হ্যা তাইতো! এ বিষয়টা মাথায় ছিলা না।
সর্বকালটা ভুল হয়ে গেছে- উচিত ছিল বর্তমান সময়ের জনপ্রিয় ব্লগার কে?
যাউগগা যা হয়ে গেছে সেটা আমরা ভুল বলে ভুলে যাই :)

২৮| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৪

শেরজা তপন বলেছেন: ভাল খুব ভাল
কোন মন্তব্যের পক্ষে বিপক্ষে আপনার কিছু কি বলার আছে?

২৯| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫১

অপু তানভীর বলেছেন: চারটি কৌতুকের ভেতরে প্রথম কৌতুকটি সব থেকে ভাল হয়েছে ;) =p~

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৬

শেরজা তপন বলেছেন: ;) =p~

মদ গিলতে যে কি কষ্ট!! তারপরে মানুষের এই পানীয়টা এত পছন্দের কেন বলতে পারেন-শুধু কি নেশার জন্য?

৩০| ২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০৭

অপু তানভীর বলেছেন: নাহ! মোটেই তা কেবল নেশার জন্য নয় ! কেবল নেশার জন্য মদ খাওয়া মানুষের সংখ্যা খুব কম !

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৬

শেরজা তপন বলেছেন: আমার ধারনা সঠিক- আপনার বুদ্ধির তারিফ করতে হয়।
তা ভ্রাতা- হবে নাকি?? :)

৩১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪০

মিরোরডডল বলেছেন:



একসময় রেগুলার রাশান জোকস পড়তাম ।
প্রথম আলোতে এক ভদ্রলোক লিখতেন ।
এখন আর লেখেন না ।
শুনেছি সেই জোকসগুলোর কালেকশনে বই বের করেছিলেন ।
ঢাকা যাবার পর আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি ।
শেরজার জোকসগুলোও অনেক মজার । :)

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৩

শেরজা তপন বলেছেন: প্রথম আলোতে লিখতে সম্ভবত মশিউল আলম।
সোভিয়েতেস্কি কৌতুকভ- রুপান্তর করেছেন মাসুদ মাহমুদ। এটা সবচেয়ে বেশী জনপ্রিয় হয়েছে।

আমার ইচ্ছে আছে 'ইরেভান রাদিও' বা আর্মেনিয়ান রেডিওর জোকস নিয়ে একটা সংকলন করা।
আপনাকে অনেকদিন বাদে পেলাম। মাঝেমধ্যে ডুব দেন অনেক গভীর জলে :)

ধন্যবাদ - ভালথাকবেন। -
#নাসরেদ্দিন হোদজাকে নিয়ে আমার সিরিজটা পড়ে কিছু একটা ভাল-মন্দ বললে প্রীত হইতাম।

৩২| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

মিরোরডডল বলেছেন:



ধুলোর শেয়ারগুলো ভীষণ ফানি ! :)
আর জী এসের স্বরচিত জোকসও মজার ।


২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৪

শেরজা তপন বলেছেন: সোনাবীজ ভাইয়ের কালেকশন সিরাম :)
আর আর জী এস'-ভাইতো মহাগুণী মানুষ।
তাদের তুলনা তারাই।

৩৩| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৬

বংগল কক বলেছেন: B-)

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৭

শেরজা তপন বলেছেন: চমৎকার মন্তব্য :)

আমার ব্লগে স্বাগতম!

৩৪| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০০

মনিরা সুলতানা বলেছেন: লম্বা বিরতির পর ব্লগে ঢুকে এই সেরা ক্যারা পোষ্ট দেখে ই টাশকি। যাইহোক কৌতুক পড়লে =p~ =p~ এই ইমুজি দিতে হয়।
আর এইসব লেখায় কি মন্তব্য করবো ? সুতরাং সাধু সাবধান অণু মন্তব্য শুধু ইমোজি তে গিয়ে ঠেকার আগে সিরিজ শেষ কইরেন ।

৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৪

শেরজা তপন বলেছেন: যাইহোক কৌতুক পড়লে =p~ =p~ এই ইমুজি দিতে হয়-
-তাই নাকি মানে চিত কাত হয়ে পড়ে হাসতে হবে :)

বিষয় হোদজা; তার মানে অবস্থা বেশী সুবিধের নয়। তবে আপনি হাজিরা দিলেই হবে, তাতেই মন পরিতৃপ্ত হবে। অগ্রিম পূর্বাভাষ; নাসরেদ্দিন হোজ্জার কয়েক পর্বে খান পাঁচেকের উপরে মন্তব্য পাওয়া কঠিন হবে। তবে কয়েকটা হিট হবার প্রবল সম্ভাবনা।

অ।ট। বাচ্চা কাচ্চা মামাবাড়ি গেছে। আমি কারখানায় কয়েকদিন অস্থায়ী সংসার পেতেছি। বেশ একটা ব্যাচেলার ব্যাচেলার ভাবে আছি। তাই জমিয়ে ব্লগিং করছি :)

৩৫| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১১

অপু তানভীর বলেছেন: নাহ । এই জিনিস আমার দ্বারা হবে না । জীবনে সিগরেটে একটা টান পর্যন্ত দেই নি আর পানীয় তো অনেক দুরের কথা !
তবে একদিন কোকাকোলা খাওয়া যাবে এক সাথে । আমার দৌড় ঐ পর্যন্তই !

৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৭

শেরজা তপন বলেছেন: বোতলবন্দী যেকোন পাণীয় আমার পছন্দের নয়। আমন্ত্রনটা মজা করে দিয়েছি।
কাগজি লেবুর শরবত বেস্ট!
তবুও আপনার কোন একদিন বসে দুই ভাই মিলে কোক বা কফি খাব না হয়।

৩৬| ১৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৫

রোকসানা লেইস বলেছেন: সেরা ব্লগার কারা হলেন দেখারও সুযোগ পেলাম না। তবে আমি যে নাই সেটা না দেখেও নিশ্চন্ত ।
আপনার মন্তব্যের প্যাহলে আপ প্যাহলে আপ দেখে মনে হচ্ছে সবাইকে একলাইনে দাঁড় করিয়ে দিলেই ভালো হয়।
আপনি যে প্যারডিও বেশ লিখতে পারেন জানা হলো।
ব্লগ শুরুর দিকে বছর শুরুর পোষ্টে জোকস দেওয়ার চেষ্টা করতাম।
মজার সব জোকস। শেষটা পড়ে তেমন দৌড়ের একটা জোকস মনে পরে গেল। ১৯৭১ এর যুদ্ধের সময় পরি মরি সবাই দৌড়াচ্ছে একজন বুড়িও দৌড়াচ্ছে । তাই দেখে একজন বলল, যুবতিরা না হয় সম্ভ্রমের ভয়ে দৌড়াচ্ছে আপনি দৌড়াচ্ছেন কেন?
বুড়ি বলল, বুড়া মিলিটারি বুঝি নাই?

১৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০০

শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ
আমার লেখালখির শুরুটাই হয়েছিল রম্য গল্প দিয়ে। এখন মনে হচ্ছে দিন দিন কাঠ খোট্টা হয়ে যাচ্ছি :(

আপনিও যে জোকস লিখতেন তা তো জানতাম না!! ও হ্যা ওই গল্পটা(মানে জোকস) আমিও শুনেছিলাম।
ধন্যবাদ অনেকদিন বাদে আমার ব্লগ বাড়িতে আসার জন্য। ভাল থাকবেন। 'নাসরেদ্দিন হদজা'র সিরিজটা পড়ে ভাল-মন্দ জানালে কৃতার্থ হব।

৩৭| ১৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার ৩ টা জোকসই মজার ছিল। ১ আর ৩ বেশী ভালো লেগেছে। এবার একটা রাশিয়ান মাতালের গল্প বলি;

এক গ্রাম্য রাশিয়ান কৃষক একদিন অনেক মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ঢুকল। কিন্তু সে ঘরে না ঢুকে ভুল করে গোয়াল ঘরে ঢুকে পড়ল। তারপর গরুর লেজ ধরে বলল- 'কিগো ইভানের মা, প্রতিদিন দু’টো বেণি করো। আজ একটা কেন?'

------------------------------------------------
কি ব্যাপার মধুবাবু, আজ চুপচাপ?
- সেই দুপুর থেকে মাথাটা ধইরা রইসে।
- বাম লাগিয়েছেন?
- হ, বাম লাগাইছি, ওষুধও খাইছি, মাথা ধুইয়া দেখছি, নাকে পানি টাইনা দেখছি।কিছুতেই কিছু হইতাছে না।
- আমারও একবার এই রকম মাথা যন্ত্রনা হচ্ছিল। কিছুতেই কমে না। শেষে বউয়ের কোলে মাথা রেখে শুলাম। বউ মিনিট পনেরো চুলে বিলি কেটে, শাড়ীর আঁচলের বাতাস দিতেই সব যন্ত্রনা ভোঁ ভোঁ উড়ে গেলো।
- কন কি, তাই নাকি!?
- তবে আর বলি কি মশাই।একেবারে ম্যাজিক।
- বাঃ, তা কখন গ্যালে আপনার বউরে বাড়ীতে পাওয়া যাইব?

------------------------
এক ব্যক্তির হার্টের অসুখ। চিকিৎসকের কাছে গেলেন-
ব্যক্তি : ডাক্তার সাহেব, হার্টের অসুখটা খুব বেড়েছে। আমাকে বাঁচান।
চিকিৎসক : এই ওষুধগুলো খাবেন। পর্যাপ্ত বিশ্রাম নেবেন। সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন না। একমাস পরে আবার দেখা করবেন।
একমাস পরে সে আবার ডাক্তারের কাছে গেলো-
চিকিৎসক : তো বলুন, আপনার অবস্থা এখন কেমন?
ব্যক্তি : খুব ভালো। ওষুধগুলো ঠিকমতো খেয়েছি। এখন আমি অনেক সুস্থ।
চিকিৎসক তাকে পরীক্ষা করলেন এবং আরো কিছু ওষুধ লিখে দিলেন-
চিকিৎসক : আপনি আসলেই অনেক সুস্থ। যা হোক, এই ওষুধগুলো খাবেন। তাহলে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।
ব্যক্তি : ডাক্তার সাহেব, আমি কি এখন সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারব?
চিকিৎসক : ও হ্যাঁ, পারবেন। এখন আর সমস্যা নেই।
ব্যক্তি : বাঁচালেন ডাক্তার সাহেব। পাইপ বেয়ে ওঠানামা করতে যে কী কষ্ট, তা গত একমাসে হাড়ে হাড়ে টের পেয়েছি। আমার বাসা আবার পাঁচ তলায়।

১৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৫

শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ হাঃ
প্রথমটা পড়ে বেশ হাসলাম। দ্বীতিয়টা কমন পড়েছে আর তিন নম্বরটা অন্য ভার্সান পড়েছি।

তিনটাই মজার। রাশিয়ান ভাষার জোকসে দেখি আপনার ভাল দখল। সিরিজ চালু করে দেন

৩৮| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:২৮

জুন বলেছেন: জোক্স বা কৌতুক সব সময়ই আমার কাছে উপভোগ্য শেরজা তপন। স্ট্যালিন এর শাসনকাল এতই ভয়াবহ ছিল যে রুশদের অবস্থা "অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর" এর মত। আর মন যদি পাথরই হয় তখন দুঃখ কষ্ট আর গায়ে লাগে না তখন কৌতুকই হয় মনের খাবার।
অনেক অনেক ভালো লাগা রইলো।
+

১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:১২

শেরজা তপন বলেছেন: স্তালিনের ভয়ন্কর অত্যাচারের কিছু নমুনা আমি হলদোমোর- লেখায় তুলে ধরার চেষ্টা করেছি।
আপনার সাথে একান্তভাবে সহমত; ভীষন ভয়, অত্যাচার আর কষ্টের মধ্যে জীবনঘেষা যে কৌতুকগুলো চর্চা হয়ে সেগুলো সুরসুরি দিয়ে নয় , অন্তর্নিহিত গভীর তাৎপর্যের সাথে যুগের পর যুগ মানুষকে নির্মল হাস্যরসের খোরাক দেয়। পৃথিবীর সব অত্যাচারিত দু:খী মানুষকে এক সুতোয় বাঁধে।
অনেক অনেক ধন্যবাদ ফের আপু সাথে থেকে অনুপ্রাণিত করার জন্য।

৩৯| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:০৮

খায়রুল আহসান বলেছেন: পোস্টের সূচনা সঙ্গীতটি (প্যারোডি) ভালো লিখেছেন! :)
চমৎকার তিনটে কৌতুক উপহার দিয়ে ওমিক্রনের বিস্তার নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মাঝে কাটানো এ দিনগুলোতে বেশ খানিকটা হাসির রসদ যুগিয়ে গেলেন, এজন্য ধন্যবাদ।
সাড়ে চুয়াত্তর এর জোকস গুলোও বেশ মজার ছিল। তবে ইভানের বাবারটা পড়ে সবচেয়ে মজা পেয়েছি।
"রুশীয়দের সাথে আমার একরকম আত্মীক সম্পর্ক হয়ে গেছে- ওদের নিয়ে কেউ কিছু ভাল বললে আমার গর্ব হয়" (২০ নং প্রতিমন্তব্য) - এটা আপনার চরিত্রের একটা বলিষ্ঠ পরিচয়।
"আমি প্রদীপের আলোতে থাকতে পছন্দ করিনা। তবে নিশ্চিতভাবে সে যোগ্যতা নেই-ও" (১৩ নং প্রতিমন্তব্য)- এটাও!!
"সব ব্যাপারেই প্রতিবাদী মানুষ হিসেবে আপনার প্রতিবাদ করা উচিত ছিল" (৯ নং প্রতিমন্তব্য)- এটাও!!!

আম জনতাকে আমি ভালবাসি, তাই তাদের দলে থেকে আমি আপনার মত গর্বিত!


কারখানা থেকে বাড়ি ফিরেছেন? :)

১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:০৪

শেরজা তপন বলেছেন: কারখানা থেকে বাড়ি ফিরেছেন? ~আপনি এটা নোট করেছেন!! :)
জ্বী ফিরেছি! বাচ্চারা মামা বাড়ি বেড়াতে যায় এ সময় আর আমার কাজের চাপও এসময় থাকে বেশী। বন্ধু পরিবার সব ছেড়ে দুরে বসে একাকিত্বকে উপভোগ করি অন্যভাবে। ভালই লাগে :)
-রুশীয়দের সাথে আমার একরকম আত্মীক সম্পর্ক যে কত গভীর সেটা আমার লেখায় সম্ভবত প্রকাশ পায়।
আপনি পয়েন্ট ধরে ধরে এত সুন্দর মন্তব্য করেন যে, আমি উত্তর দিতে গিয়ে হিমশিম খেয়ে যাই।
কেন যেন মনে হচ্ছে ব্লগে ইদানীং আপনি বেশ অনিয়মিত হচ্ছেন- তবে আমিও এর ব্যতিক্রম নই।
কৌতুক পড়ে আপনি মজা পেয়েছেন জেনে আনন্দিত হলাম।
পুরো মন্তব্যে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন সুস্হ থাকুন নিরন্তর।

৪০| ১৮ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:১০

রোকসানা লেইস বলেছেন: একটা ভুল তথ্য দিয়ে ফেলেছি তাই আবার আসলাম, ঠিক করতে। আসলে সামুতে জোকস পোষ্ট করি নাই কখনও। অনেকদিন আগের কথা তাই মিক্সআপ হয়ে গেছে । তখন অনেকগুলো ব্লগ আর ফেসবুক এক সাথে শুরু হলো। ঠিক কি পোষ্ট করা যায় তার কোন ঠিকঠিকানা ছিল না। বছর শুরুর পোষ্টগুলো জোকস দিয়ে শুরু করতাম। অন্য ব্লগে পোষ্ট করা হয়েছিল, সেগুলো। যেগুলো এখন শূন্যে মিলিয়ে গেছে।
তবে জোকস অবশ্য নিজের বানানো না শোন এবং ভালোলাগার।
পরে নিজের লেখা পোষ্ট দেই অন্যের জোকস আর শেয়ার করি নাই। সামুতে কখনো করা হয় নাই। নারিউদ্দিন হোজ্জা, বীরবল আর গোপালভাড়ের গল্পগুলো আমার সব সময় প্রিয়।
অনেকদিন ব্লগে আসা হয় নাই। দেশে ছিলাম কিছু ব্যস্ততায় তাই সময় হয়নি।

২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:০০

শেরজা তপন বলেছেন: :) :)
কোন সমস্যা নেই -এমন ভুল হতেই পারে। আপনার মত ওইসকল চরিত্রগুলো আমারও বেশ প্রিয়।
উত্তর দিতে দেরি হোল বলে আন্তরিকভাবে দুঃখিত। ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.