নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

মেঘের অনেক নাম (এইটে মুলত ছবি ব্লগ)

৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৫১


আমরা মেঘের অনেক রঙের খেলা দেখি-কিন্তু মেঘের নাম নিয়ে মাথা ঘামাই ক'জন? আকাশে সাদা, কলো, ধুসর কিংবা ছাই রঙ্গা, কখনো পেজা তুলোর মত মেঘের দল, কখনো আকাশ জুড়ে ছড়িয়ে থাকা ছোপ ছোপ মেঘ, কখনোবা ভীষন উন্মত্ত গর্জন করে ছুটে আসা কালো মেঘ! কখনো অলসভাবে পাল তুলে চলা মেঘের সারি। সুর্য কিরনে পালটে যায় তার রঙ,রূপ,আভা। কখনো মনে ভয় ধরায়, বজ্রপাত ঝড়ো হাওয়া ও ভীষন বর্ষনে আমরা এলোমেলোভাবে ছুটে পালাই। আবার এই মেঘের রুপেই মাতোয়ারা হই দু-হাত শুন্যে ভাসিয়ে মেঘের রাজ্যে হারিয়ে যাই।
~এবার চট করে একনজরে দেখে নিই আকাশে দেখা সেই মেঘের নামগুলো;


~এবার এক এক করে ছবি দেখার পালা (আগেই বলে নিই; ছবিগুলো সব আমার মোবাইলে তোলা- কোন এডিটিং বা রঙ পরিবর্তন হয় নি। মেঘ বিষয়ে আমি বিশেষজ্ঞ নই- নাম ধামে ভুল হতে পারে। কেউ জানলে ধরিয়ে দিবেন);














~এধরনের মেঘ অতি বিরল! উল্টো দিকের সুর্যের আলোর প্রতিফলন( প্রথম ছবি)।
সুর্যের আলো সরে যাবার পর( দ্বীতিয় ছবি)ও সন্ধ্যে নামার সময়( তৃতীয় ছবি)












--------------------------------
ফুট নোটঃ শিরোনামের ছবিটা আমার ভাই এর কন্যা' জারিন তাসনিম মৌ' এর তোলা!
# মেঘের নেমে ব্যাপক ভুলভ্রান্তি থাকতে পারে। কেউ সঠিকটা জানলে শুধরে দিবেন।

মন্তব্য ৫৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১১

জটিল ভাই বলেছেন:
বরাবরের মতই স্থির না হওয়া সব ছবির পোস্ট জটিল লাগলো :)

ফুটনোট: আপনার ভাইঝির নাম দিয়ে কি হবে? আপনার কন্যার নাম-ধাম কই? সেই কবে হতে অপেক্ষায় আছি মামনিকে নিয়ে লিখবো বলে। নাকি মজা করলেন প্রিয় ভাই? :(

৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১৯

শেরজা তপন বলেছেন: আপাতত ওদেরকে নিয়েই আমার জগৎসংসার :)
বরাবরের মতই স্থির না হওয়া সব ছবির পোস্ট- 'স্থির না হওয়া' বিষয়টা বুঝি নাই :)


বেশ আগে এই পোষ্টটা দেবার বেশ পরে মেয়ের আবদারে একখানা ছবি যুক্ত করেছিলাম।এখন খানিকটা বড় আর 'পাকনা' হয়ে গেছে;
https://www.somewhereinblog.net/blog/sherzatapon/30322517

২| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১২

জুল ভার্ন বলেছেন: চমতকার ছবি ব্লগ। সেই সংগে অসাধারণ সুন্দর ক্যাপশন।

৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:২২

শেরজা তপন বলেছেন: ' পাগলা কালারে কইলাম ' কিরে কালা তোরে ত আজকে বেশ সুন্দর লাগতেছে!'
কালা ওর উষ্কখুষ্ক জটা ধরা চলে হাত বোলাতে বোলাতে বলল, তাও আজকে চুলটা আঁচড়াই নাই!!!

~ ইচ্ছে ছিল খানিকটা এডিট করার। ফটোশপ পুরা তেলেসমাতি দেখাইল :(

৩| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মেঘের বাহারী ছবি দেখে আমি রীতিমত মুদ্ধ। অসাধারণ---- অসাধারণ ।

৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:২৬

শেরজা তপন বলেছেন: বহুদিন বাদে আমার ব্লগবাড়িতে আপনাকে পেলাম। শেষ পোষ্ট দিয়েছেন দেখি সেই মার্চে। পুরনো ব্লগার হিসেবে আপনি ব্লগে
আরো নিয়মিত হবেন বলে আশা করছি।

দারুন প্রীত ও আনন্দিত হলাম আপনাকে পেয়ে আপু। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:২৫

জটিল ভাই বলেছেন:
'স্থির না হওয়া' বিষয়টা বুঝি নাই :)
আপনার তো না বুঝার কথা না! আপনার মতো গুণীজনে এসব না বুঝিলে আমরা নাদানেরা কই যাবো? =p~
সেদিনও আরশিভাষ্কর্য আর গণদাদুকে চিনলেন না। আপনার হয়েছে কি? খুব চাপে আছেন নাকি? :P
স্থির না হওয়া মানে অস্থির =p~

৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৪

শেরজা তপন বলেছেন: বুচ্ছি বুড্ডহা হচ্ছি!

এন্টেনাতে এইসব জটিল বিষয় আর ক্যাচ কচ্চে না!
~আমার মাথার ঝুড়িতে কি আছে' বলতে পারলে ওইখান থেকে দুইটা ডিম দেব'। এই টাইপের দু'এট্টা হিন্টস দিলে তো বুজবো :

# ওহ ওইটাতে কিন্তু আমার পুলার ছবিও আছে।

৫| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
এক মেঘের এতো নাম?
মেঘের বেশ কিছু সমার্থক শব্দ আছে-
জলদ
বারিদ
জলধর
নীরদ
ঘন
জীমূত
অভ্র
তোয়দ
অম্বুবাহ
অম্বুবাহী
পয়োধর
পয়োদ
বারিবাহ
অম্বুধর
কাদম্বিনী
নীরধর

৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৬

শেরজা তপন বলেছেন: আমারতো ধারনা ছিল আপনি সবগুলার নাম জানেন!!!
বাংলায় কি কালো মেঘ, সাদা মেখ, ছাই রঙ্গা মেঘ, ছিটা ছিটা মেঘ এই টাইপের কোন মেঘের নাম আছে?
অভ্র ও কাদম্বরী এই দুইটা চমৎকার। আমার মনে হয় কবিরা কবিতায় ও অন্ত্যমিলের জন্য নিজেরাই পছন্দমত এইসব নাম দিয়েছে।

৬| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৮

জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহাহা.......
ওহ ওইটাতে কিন্তু আমার পুলার ছবিও আছে।
আপনি পোলারে বেশি আদর করেন। তাই পোলারে নিয়া আমি মাথা ঘামামু না। =p~
মামনির এমনিতেই মন খারাপ কইরা দেন। এমন একটা গুলুমুলুর সাথে কেউ এমন করতে পারে? আপনি আসলে মানুষ ভালা না :(
এনিওয়ে, মামনির নামটা না কি? আর ছবির লোকেসনটা কই?

৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫০

শেরজা তপন বলেছেন: ছবির লোকেশনটা পাবনা ও রাজবাড়ির মাঝে একটা ক্যনেল( পদ্মার শাখা সম্ভবত) আছে, সেই নদীতে শীতে দারুন সব চর জাগে। সেইখানটায়।
আমার ছেলের আজো মন খারাপ হয়- প্রথম সন্তান মেয়ে চেয়েছিলাম বলে। তাইলে বোঝেন?
বাকি ব্যক্তিগিত তথ্য উহ্য থাক! :)

৭| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: আমারতো ধারনা ছিল আপনি সবগুলার নাম জানেন!!!
বাংলায় কি কালো মেঘ, সাদা মেখ, ছাই রঙ্গা মেঘ, ছিটা ছিটা মেঘ এই টাইপের কোন মেঘের নাম আছে?
অভ্র ও কাদম্বরী এই দুইটা চমৎকার। আমার মনে হয় কবিরা কবিতায় ও অন্ত্যমিলের জন্য নিজেরাই পছন্দমত এইসব নাম দিয়েছে।


কালো মেঘ, সাদা মেঘ, সিদুরে মেঘ আমরাও বলি।
এই সমস্ত সমার্থক নাম গুলি বেশীর ভাগই এসেছে সংস্কৃত থেকে। কবিতের অবদানও আছে নিশ্চইয়।

৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৪২

শেরজা তপন বলেছেন: প্রথমে শুরু করেছে সেই আদি কবিরা পরে হাল ধরেছে আধুনিক কবি :)

হ্যা সিদুর রাঙ্গা মেঘটা বেশ জনপ্রিয়, পেজা পেজা তুলোর মত মেঘটাও আছে- শরৎ এর সময় দেখা যায়। এমন চমতকার মেঘের দেশে মেঘের রঙ ও প্রকার ভেদে দারুন কিছু নাম থাকার দরকার ছিল মনে হয়।
যারা কবি তারাতো মেয়েদের মুখ মেঘের মত থমথমে, ওর মনের আকাশে মেঘ জমেছে- এইসব মেঘ দেখেই ক্লান্ত। আকাশের মেঘ দেখার ফুসরৎ নেই :)

৮| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৫

ভুয়া মফিজ বলেছেন: মেঘের অবস্থান অনুযায়ী নাম দেখার জন্য বারে বারে উপর-নীচ করতে করতে মাথা আউলায়ে গেল!! :(

৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৭

শেরজা তপন বলেছেন: আমার ও মাথা ঘুরাচ্ছিল। সবগুলাকে লাইনমত আনতে পেরে হাল ছেড়ে দিয়ে ব্লগারদের মাথা আউলানোর জন্য ছেড়ে দিলাম!
একজনের সবে আউলায়ে গেছে দেখে নিশ্চিত হম কাজ হয়েছে ভেবে :)

৯| ৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১২

কামাল৮০ বলেছেন: অপূর্ব সুন্দর সব মেঘের ছবি।দেখে মন ভরে গেলো।

৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩১

শেরজা তপন বলেছেন: আোপনার ভাল লেগেছে জেনে প্রীত হলাম।
ভাল থাকুন ভাই

১০| ৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৬

আহমেদ জী এস বলেছেন: শেরজা তপন,



মেঘের মতই ভাসিয়ে নিয়ে গেলেন ছবিতে ছবিতে!

৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

শেরজা তপন বলেছেন: চলেন একসাথে ভাসি।
এইবার ভাসালাম দেখি সামনে ডুবাইতে পারি কি না :)

মন্তব্য লাইকের জন্য সবিশেষ ধন্যবাদ

১১| ৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২১

পোড়া বেগুন বলেছেন:
সুন্দর ছবির সমাহার। দেখে নয়ন জুড়ায়!

৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

শেরজা তপন বলেছেন: এর আগে বেগুন পোড়াইতে পোড়াইতে কালো করে ফেললেন- ফের পোড়াচ্ছেন !!!

অনেক ধন্যবাদ। প্রথম পাতায় খুব শীঘ্রই আপনাকে দেখব বলে ভাবছি।

১২| ৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তপন ভাই, অসম্ভব সুন্দর ছবি!
আমি নয়ন ভরে দেখি আর ভাবি,
লিখে ফেলতাম কাব্য হতেম যদি কবি।

৩০ শে আগস্ট, ২০২২ রাত ১০:৪৮

শেরজা তপন বলেছেন: চমৎকার কাব্যিক মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনি যে কবি নন সেটা কি আমাকে বিশ্বাস করতে বলেন ,,

১৩| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩৩

ইসিয়াক বলেছেন: ছবিগুলো দেখে আমি মুগ্ধ! কিছুটা উদাস। আহ! যদি পাখি হতাম তবে ঠিক ভেসে যেতাম ওই মেঘেদের দেশে।

৩০ শে আগস্ট, ২০২২ রাত ১০:৫২

শেরজা তপন বলেছেন: কবিরা তো এমনিতেই স্বপ্নের জগতে উড়ে উড়ে ঘুরে বেড়ায়

১৪| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪৩

জুন বলেছেন: অসাধারণ আর অসম্ভব সুন্দর এক একটা ছবি শেরজা তপন। কাকে রেখে কার কথা বলি তাই ভেবে মরি। অনেক ভালো লাগা রইলো।
আমার কাছেও অনেক মেঘের ছবি আছে। প্লেনের জানালা দিয়ে মেঘের উপর বসে মেঘের ছবি তুলতে আমার খুব ভালো লাগে। আমিও অনেকদিন ভেবেছি মেঘ নিয়ে একটা ছবি ব্লগ দিবো। কিন্ত আপনি তো ফাস্টু হয়ে গেলেন B-)
সেদিন সন্ধ্যায় ছাদে হাটতে হাটতে মেঘের ফাক দিয়ে পুর্নিমার চাদের ছবি তোলার চেষ্টা করলাম, কিন্ত মেঘবতী কন্যা কিছুতেই সরলো না।

৩০ শে আগস্ট, ২০২২ রাত ১০:৫৮

শেরজা তপন বলেছেন: আপনারটা আপনার মত হবে অবশ্যই সেটা অন্যরকম কিছু হবে। আমি তো মেঘের নাম দিয়েছি ছবিটা মুখ্য উদ্দেশ্য নয়।
আপনার মেঘের ছবিটার নাম সম্ভবত আল্টেকিউমিউলাস

~অসাধারণ আর অসম্ভব সুন্দর এক একটা ছবি শেরজা তপন। কাকে রেখে কার কথা বলি তাই ভেবে মরি। অনেক ভালো লাগা রইলো। -চমৎকার মন্তব্যে বরাবরের মতো অনুপ্রেরণিত হলাম ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে।

১৫| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: মেঘের ছবিগুলি অনেক সুন্দর। এই মেঘ নিয়ে মানুষ কবিতা লেখে আবার মেঘের মধ্যেই লুকিয়ে থাকে বৈদ্যুতিক চার্জ যা প্রাণনাশী। কুয়াশা আর মেঘের উপাদান কি এক?

৩১ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৩০

শেরজা তপন বলেছেন: বাবনিক' শেষ হয়ে গেল! শেষ দিকে এসে আপনার মন্তব্যের প্রত্যাশা করেছিলাম :(
~কুয়াশা আর মেঘের উপাদান কি?
এক আমিতো জানি এক। দুটোই জলীয়বাস্পের ভিন্ন ভিন্ন অবস্থান ও রুপ!


অনেক ধন্যবাদ। আপনাকে পেয়ে ভাল লাগল।

১৬| ৩১ শে আগস্ট, ২০২২ রাত ১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও! মেঘের তো দেখি অনেক নাম! কিন্তু একটাও আমি পড়তে পারি নাই যে!! সিম্পল লেটার না হলে (যেগুলো পড়ে আমরা অভ্যস্ত, এরিয়াল, টাইমস রোমান, টাহমা, ইত্যাদি) পড়ে আরাম পাই না :)

মেঘগুলো বিদেশী মেঘ মনে হচ্ছিল, কিন্তু নীচে পদ্মার মেঘ দেখে কনফিউশনে :(

যাই হোক, চমৎকার আয়োজন। শিরোনামের ছবিটা সুন্দর। বাচ্চাকে শুভেচ্ছা।

৩১ শে আগস্ট, ২০২২ সকাল ৯:২৭

শেরজা তপন বলেছেন: অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য দুঃখ প্রকাশ ছাড়া গতান্ত্যর নেই!

সবগুলো ছবিই বাংলাদেশের। শুধু তাই নয় সিঙ্ঘভাগ ছবি আমার বাসার ছাদ থেকে তোলা!
ওকে শুভেচ্ছা পৌছে দিব।
সুন্দর মন্তব্য ও লাইকের জন্য ধন্যবাদ।

১৭| ৩১ শে আগস্ট, ২০২২ সকাল ৯:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর । আমার কাছে হাজার হাজার মেঘের ছবি আছে। ব্লগে আমার ছবিতে রিচ কম হয় কেন জানি না :(

দারুন হয়েছে।

৩১ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৩৪

শেরজা তপন বলেছেন: আপনার ছবি ব্লগ গুলো চমৎকার হয়।
আমার মনে হয় ব্লগারদের সাথে আপনার ইদানিং গপ্পো গুজব কম হয় :)

অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

১৮| ৩১ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলে সারাদিন অফিস করে ব্লগে সময় দেয়া যায় না। অনেকের পোস্টও পড়তে পারি না। আপনার কত গল্প আমার পড়াই হয়নি। অফিসের কিছু সময় ব্লগে আসি , বাসায় গেলে তো আর সময়ই থাকে না। এজন্য সবার সাথে তেমন শখ্যতা গড়ে উঠেনি আমার।

তবুও সবার সাথে থাকার চেষ্টা করি।

ভালো থাকুন ভাইয়া জি

৩১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০২

শেরজা তপন বলেছেন: এই ব্লগে দু চারজন ছাড়া সবাই প্রায় ব্যস্ত। আমার ধারণা প্রায় ৯০ ভাগ ব্লগার অফিসে বসে ব্লগিং করেন।
ব্যস্ততার মাঝেও ইন্টারেক্ট করতে হবে। আপনি তো অনেকদিন ধরে লেখালেখি করছেন এ বিষয়ে আপনার ভালো জানবার কথা।
মন খারাপ করার কিছু নেই আমার যত আমি যতদূর দেখেছি ব্লগে আপনার বেশ পরিচিতি আছে অনেকেই আপনার লেখা পড়ে মন্তব্য করে লাইক দেয়।এটা সবার কপালে জোটে না, বরঞ্চ অনেকের কাছে ব্যাপারটা ঈর্ষণীয়।
ভালো থাকবেন ধন্যবাদ

১৯| ৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: মেঘের অনেক রং
মেঘের অনেক নাম।

৩১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৪

শেরজা তপন বলেছেন: মেঘের অনেক রঙের সাথে মিলিয়ে শিরোনাম টা দিলাম। সেটাই আমার মাথায় ঘুরছিল ,

২০| ৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাপ রে বাপ! মেঘের এতো রকমফের? ছবি এবং লেখায় মুগ্ধতা।

০১ লা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:০৬

শেরজা তপন বলেছেন: আমিও প্রথমে টাসকি খাইছিলাম। তারপরেও বিদ্ঘুটে সব নাম- এইটা হইল!!!!!

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২১| ৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৩৭

রানার ব্লগ বলেছেন: ভাই মেঘের নাম মেঘই থাকা এমন তিড়িং বিড়িং নাম গুলো মেঘের রোমান্টিকতা কমিয়ে দিচ্ছে !!!

০১ লা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:০৭

শেরজা তপন বলেছেন: হ্যা বেশী প্যাচালো! আমাদের মত ওরা হয়তো মেঘ দেখে এত মুগ্ধ হয় না তেমন তাই এমন খটমটে নাম রেখেছে!

২২| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১২

অপু তানভীর বলেছেন: মেঘের যে এইভাবে নামকরণ করা যায় সেটাই তো আমি জানতাম না । ছবি গুলো আরেকবার ভাল করে দেখলাম তবে আমি নিশ্চিত এই নাম আমার মনে থাকবে না কোন দিন !

০১ লা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:০৯

শেরজা তপন বলেছেন: আমিও জানিনা ঠিকঠাক নামগুলো দিয়েছি কিনা?
ভাগ্য ভাল এই বিষয়ে কম মানুষ জানে :)

২৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৯

মিরোরডডল বলেছেন:




প্রথম ছবিটা দুর্দান্ত !
চমৎকার সব ছবি শেরজা ।
সেকেন্ড লাস্ট ছবিটা আইসক্রিমের মতো ।

মেঘ নিয়ে একটি প্রিয় গান ।

জীবন কুঁড়িয়ে নেয় ঝিনুক ব্যথা



০১ লা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৬

শেরজা তপন বলেছেন: মানুষের কত কিছু দেখে কত অদ্ভুত বিষয়-ই না ভাবনায় আসে :)

একটা নাটকে দেখেছিলাম; মামা ভাগ্নেকে চিড়িয়াখানায় নিয়ে জিরাফ দেখাচ্ছে;তিনি বর্ণনা করছেন কি সুন্দর বিশাল প্রাণী। কত লম্বা ঘাড়, কি চমৎকার ছন্দে দৌড়ায়ো(এই টাইপের কিছু)
আচমকা ভাগ্নের প্রশ্ন; সব বুঝলাম- তয় মামা জিরাফ কি খাওয়া যায়?

গানটা পুরো শুনতে শুনতে মন্তব্য লিখছি- বেশ ভাল লাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

২৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪৩

মিরোরডডল বলেছেন:




রানার ব্লগ বলেছেন: ভাই মেঘের নাম মেঘই থাকা এমন তিড়িং বিড়িং নাম গুলো মেঘের রোমান্টিকতা কমিয়ে দিচ্ছে !!!

রানা ঠিক বলেছে, এতো নামের ভিড়ে সবচেয়ে সুন্দর নাম হচ্ছে মেঘ ।
মেঘকে মেঘ বলে ডাকতেই ভালো লাগে ।

০১ লা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৯

শেরজা তপন বলেছেন: একমাত্র বৈশাখী মেঘ ছাড়া আমাদের বাকি সব মেঘের প্রতি আমাদের একটা কোমল অনুভুতি আছে। মেঘ... ভাবলেই অন্যরকম একটা ভাব চলে আসে। :)

সে ঠিক বলেছে।

২৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার বাবনিক লেখাটার আগের পর্বগুলি পড়া হয় নাই তাই মাঝখানে কোন পর্বও পড়ি নাই। তবে আপনার বাবনিকের সবগুলি পর্ব সময় করে পড়ব। কথা না দিলেও জোর দিয়ে বলছি। আমার পড়ার আসলে ইচ্ছা আছে, কিন্তু সেই রকম নিরিবিলি সময় পাচ্ছি না। ব্লগের কিছু লেখা মনোযোগ দিয়ে সময় করে পড়তে হয়। :)

টেকনিকাল কারণে আপনার উপরের প্রতি-মন্তব্যটার বার্তা আমার কাছে আসেনি। তাই উত্তর দিতে দেরী হোল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪৮

শেরজা তপন বলেছেন: কোন সমস্যা নেই
অনেক ধন্যবাদ দ্বিতীয়বার মন্তব্যে আসার জন্য।

২৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৭

মনিরা সুলতানা বলেছেন: আহা অষ্টম শ্রেণী ভূগোল বই এর ফেরত নিয়ে গেলেন দেখছি :-*
মেঘের নাম দেখতে গেলে রুপ কখন দেখবো !

অনেক সুন্দর ছবি !!

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৭

শেরজা তপন বলেছেন: অষ্টম শ্রেণীতে ছিল নাকি এগুলো- জানতাম না-তো?
অষ্টম শ্রেণীতে পড়েছিলাম কি না সেইটেই মনে করতে পারছি না :)


অনেক ধন্যবাদ ফের। শুভকামনা

২৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩০

মিরোরডডল বলেছেন:




শেরজাকে আমার রুম থেকে তোলা সন্ধ্যা আকাশের মেঘ দিয়ে গেলাম ।
এই মেঘের নাম কি জানাবে :)





০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

শেরজা তপন বলেছেন: সম্ভবত 'আলতোস্ত্রাতাস'।
পরীক্ষায় বসেছি মনে হচ্ছে :)

২৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৮

মিরোরডডল বলেছেন:




পরীক্ষায় বসেছি মনে হচ্ছে :)

হা হা হা… why you’re so serious!
আমিতো ভাবলাম শেরজা বলবে এর নাম মিড মেঘ :)

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪১

শেরজা তপন বলেছেন: আমি কখনোই সিরিয়াস না।
ওহ হো শেষবার ম্যাট্রিক পরিক্ষার সময়ে ছিল- সেই একবারই রাত জেগে পড়েছি :)

বাহ ভাল বলেছেন 'মিড' মেঘ। আপনার সাথে তালমিল হয় ভাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.