নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

একজন এলিয়েন ব্লগার ও হলিডে জোকস!!!

২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:০১


প্রিয় সামু ব্লগারবৃন্দ, যেই নিশাচর এলিয়েন ভাই এর( বোন ও হতে পারে) একখানা মন্তব্য কিংবা একটা মাত্র ইমোর আশায় এই পোস্ট দিয়েছিলাম তিনি কোন সাড়া না দেয়ায় আমি হতাশ! এটা সাময়িক পোস্ট ছিল-যেখানে দুই একটা মন্তব্যের জন্য অনেক ব্লগার হা-পিত্যেস করে সেখানে এতগুলো মন্তব্য যেকোনো ব্লগারের জন্য অনেক বড় পাওয়া, এছাড়া @মিরোরডডল আপুর অনুরোধের পরিপ্রেক্ষিতে পোস্ট থেকে সাময়িক শব্দটা উঠে নেয়া হলো।- ২৯ অক্টোবর

ব্লগে তাঁর বয়েস ১৪ বছর ১ মাস! কোন পোস্ট দেননি তাই মন্তব্য পাবার প্রশ্ন আসেনা। কোনদিন কারো পোস্টে মন্তব্য করেন নি যদিও তিনি ৩০জন ব্লগারকে অনুসরণ করেন। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এযাবৎ তাঁর ব্লগ মাত্র ৬ জন ভিজিট করেছেন!!
অথচ এই নিশাচর ব্লগারকে ব্লগে দীর্ঘসময় ধরে সচল দেখা যায়! যদিও তিনি পরিচয় হীন- একখানা কথাও নিজের ব্যাপারে লেখা নেই।
ভাই নিশাচর এলিয়েন ভাই- আমার অনেক খায়েস অন্তত একবার একখানা মন্তব্য আপনি করবেন।
ব্লগে আমার সিনিয়র নিশাচর এলিয়েন ভাইয়ের জন্য একটা প্রাকটিক্যাল জোকস পেশ করছি ;যদিও কিছু অশ্লীল শব্দ প্রয়োগ হয়েছে তবুও মজার বলে দিচ্ছি। এটা আমার পুরান ঢাকার এক বন্ধুর মুখ থেকে শোনা’।

পুরান ঢাকায় এক ভদ্রলোক ভোর বেলা আধো অন্ধকারে চিপা খুঁজে পেসাব করে পরম শান্তিতে যখন প্যান্টের চেন লাগাচ্ছেন তখনই পিছন থেকে একলোক এসে কলার চেপে ধরল,
এই মিয়া কই পেসাব করলেন?’
ভদ্রলোক ভ্যাবাচ্যাকা খেয়ে ভয়ার্ত কণ্ঠে উল্টো তাকেই জিজ্ঞেস করলেন,
- কেন ভাই কোথায় করেছি?’
- মাঙ্গির পো কই করছস্ - আবার জিগাইস। ওই দা—ডা ল'তো ওরে আইজক্যা খুন কইরা ফ্যালাব।
লোকটা ভীষণ ঘাবড়ে গেছে! কাঁদো কাঁদো কণ্ঠে আবার জিজ্ঞেস করলেন,- কেন ভাই আমি কি করেছি যে, আমাকে খুন করবেন?
- চোপ চোপ একখান কথা কইবি না। শালার পো আবার কয়,আমি কি করছি? অহন আমার পুরা দালানের ভাড়াইট্যা যে চইল্যা যাইব - তোরে ছব ক্ষতিপুরণ দিতে অইব। ...পুত আমার রিজাব টাঙ্কিতে মুইত্যা দিছে! আবার কয় আমি কি করছি ...।
ওদিকে বাড়ির মালিকের চিৎকার শুনে এই সাত সকালে লোক জমে গেছে । বাড়ির দারোয়ান সহ অন্যান্য ভাড়াটেরা ঘুম চোখে হৈচৈ করতে করতে বেরিয়ে আসছে - সবার কণ্ঠে এক সুর - ‘হালারে পিডা । কাইটা ফ্যালা— চুদির পুতরে...।’

*কোন বিচিত্র কারণে ওয়াটার প্রিজার্ভ ট্যাঙ্কির মুখ খোলা ছিল(ওয়াসার সাপ্লাইয়ের পানি ধরে রাখার ব্যবস্থা। যেই পানি সারা বাড়ির সবার পান ও অন্য কার্যে ব্যবহৃত হয়)- আর বাড়িটার নীচতলা সম্ভবত পুরো কন্সট্রাকশন হয়নি।

ভাই নিশাচর, কৌতুকটা যদি ভাল লাগে তবে অন্তত একখানা হাসির রিয়েক্ট দিয়েন। না লাগলে মন খারাপের ইমো- প্লিজ

মন্তব্য ৬৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:১০

ইসিয়াক বলেছেন: =p~ :P =p~

২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:২৫

শেরজা তপন বলেছেন: !:#P

২| ২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:২২

জুল ভার্ন বলেছেন: =p~ =p~ দুইটা হাসির ইমোজি দিলাম।

২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:২৫

শেরজা তপন বলেছেন: !:#P :-B

৩| ২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:২৭

কলাবাগান১ বলেছেন: আপনি যদি 'হুলিয়ার' মত একটা কবিতা লিখে বাংলা সাহিত্য কে উপহার দেওয়ার পর, কবি নির্মেলেন্দু গুন কে ধান্ধাবাজ, চাটুকার বলতেন তাহলে মনে কোন দু:খ পেতাম না।
একবার পড়ে/শুনে দেখুন
HULIYA

২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫১

শেরজা তপন বলেছেন: প্রথমত আমি কবি নই! কোন কবিতা লেখার আমার কর্ম না।
দ্বীতিয়ত; অসাধারন কোন সাহিত্য রচনা বা শিল্পকর্ম করলে তিনি ব্যক্তিগতভাবে নিস্কলুষ হয়ে যাবেন এমন কোন নিয়ম আছে কি?
ব্যক্তি নির্মলেন্দু গুণ এক বিষয় কবি নির্মলেন্দু গুণ আরেক বিষয়।
তিনি হাউকাউ করে চেয়ে চিনতে নিয়ে তারপর স্বীয় স্বার্থে সেই পুরস্কার যখন বিক্রি করার হুমকি দিবেন তখন তাকে ব্যক্তি আক্রমন করা যায় বলে আমি মনে করি। আপনি ব্যক্তি নির্মলেন্দু গুনকে কতটুকু চেনেন বা জানেন?
কবিতার লিঙ্কের জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু এই বিষয়ে আলোচনা এখানে কি প্রাসঙ্গিক?

আপনার প্রিয় কবিকে নিয়ে আমার অযাযিত মন্তব্যে আপনি কষ্ট পেয়ে থাকলে আমি ভীষণ দুঃখিত!

৪| ২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে দারুণ উপভোগ্য হয়েছে।

২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:০৯

শেরজা তপন বলেছেন: ছুটির দিনে হাসলে কিংবা হাসাতে পারলে ভাল লাগে।
ভীনগ্রহের প্রাণী নিয়ে লিখতে লিখতে মাথাইয় জ্যাম লেগে গেছে। :(

৫| ২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এক অসাধারণ আবিষ্কার !!!! :) :) :)

আমিও খেয়াল করেছি যে এই মহান ব্লগার সবসময়ই অনলাইন থাকেন। আরো কয়েকজন সতত-অনলাইন ব্লগার আছেন, যদিও তাদের কোনো পোস্ট বা কমেন্ট কারো পোস্টে দেখা যায় না। অবশ্য, আপনার মতো আমি তাদের প্রোফাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করি নি।

জোকটা আগে শুনেছি বলে মনে পড়লো না :) তবে, নিশাচর ব্লগারের কাছে আপনার পোস্টের মেসেজ পৌঁছাবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে।

আপনার পোস্টে একটা লিংক দিয়া গেলাম। প্রাসঙ্গিক না :( রহস্যময়ী রমণী, অথবা পুরুষ-রহস্য। আপনি এ পোস্ট পড়েছেন :)

২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:০৮

শেরজা তপন বলেছেন: ৫নং এ আমার হৃষ্টপুষ্ট একখানা মন্তব্য আছে প্রিয় ভাই :)

৬| ২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:২৩

খায়রুল আহসান বলেছেন: ১৪ বছর ৬ মাস ধরে বসে বসে ভাবছেন নীরব কবি! তবে তাকে আমার সালাম জানাচ্ছি, কিছু না লিখে, কিছু না বলে ('রিয়াক্ট' এর মাধ্যমে) শুধু নীরবে আমাদের লেখা (জানি না কার কার) পড়ে যাবার জন্য।

২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৫

শেরজা তপন বলেছেন: একবার যদি জানতে পারতাম তিনি কি ধরনের লেখা পছন্দ করেন। কোন বিশেষ লেখার জন্য এক যুগের উপরে অপেক্ষা করছেন;
তাহলে বড় আরাম পাইতাম।
#কোন রিয়াক্ট-ও তিনি দেননি কোনদিন!!!!

৭| ২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: সেটা সেটা ব্লগের হর্তা কর্তাসুলভ আচরণকারীদের নিক বলে মনে হয়না। ব্লগ টিমের কেউ হতে পারেন।

২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৫

শেরজা তপন বলেছেন: হইতে পারে শুধু ওয়াচ করছেন- একদিন ঘেটি চেপে ধরবেন :)

৮| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:১০

মিরোরডডল বলেছেন:




তাঁর ব্লগ মাত্র ৬ জন ভিজিট করেছেন!!

এই বিষয়টা আমিও অবাক হয়েছি কারন আমি নিজেই ভিজিট করেছি বহুবার :)

তারমানে রহস্য আছে, ব্লগে যারা ১৪ বছর প্লাস ব্লগার, এটা সেই ব্লগারদের কোন একজনের মাল্টি ।
অন্য নিক থেকে একটিভ বলেই এই নিক থেকে কোন এক্টিভিটিজ না করে থাকা সম্ভব ।
তানাহলে লগিন করেও কোন মন্তব্য না করে এতবছর পার করা অসম্ভব, সুপার কন্ট্রোল :)

ব্লগটিমেরও কেউ হতে পারে, তাই ৬ ভিজিটে আটকে রেখেছে ।
জোকস পড়ে হাসবে কিনা জানিনা, জোকসটা সেরকম হাসির না :( কিন্তু তাকে নিয়ে লেখা পোষ্ট পড়ে হাসবে নিশ্চিত :)

যেই হয়ে থাকুক, নিকটা খুব সুন্দর ।

২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:২৫

শেরজা তপন বলেছেন: পুরো প্রতিউত্তরে পরে আসছি।
ভালো করে একটু ভেবে দেখেন আপু, ওইটা কিন্তু -ওয়াটার প্রিজার্ভ ট্যাংকি!!!

৯| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৫

মিরোরডডল বলেছেন:




লেখক :
ভাই নিশাচর, কৌতুকটা যদি ভাল লাগে তবে অন্তত একখানা হাসির রিয়েক্ট দিয়েন। না লাগলে মন খারাপের ইমো- প্লিজ

প্রতিউত্তরে :

জুল ভার্ন বলেছেন: =p~ =p~ দুইটা হাসির ইমোজি দিলাম।

সি, এটা জুল ভার্নও হতে পারে :)

২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:২৬

শেরজা তপন বলেছেন: ভাল কথা বলেছেন- এইটাতো খেয়াল করিনাই!!
তাঁর কথায় রহস্য আছে!!
আপনি আসলেই বুদ্ধিমতী।

১০| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২০

গেঁয়ো ভূত বলেছেন: সোনাগাজী সাব জ্বীন-ভূত লইয়া পোস্ট দিছেন, আমার মনে হয় এইডা কোন জ্বীনের নিক হইতে পারে। =p~

২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:২৮

শেরজা তপন বলেছেন: উনি যাহা বলেন তাহাই সত্য বলিয়া বিবেচিত হইবেক!
হ্যা ভুত বা বিদেহী আত্মার নিক হওয়া অসম্ভব নয়।

১১| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২১

খায়রুল আহসান বলেছেন: মিরোরডডল এর মন্তব্য পড়ে মনে হচ্ছে, ইচ্ছে করলে তিনি একজন সার্থক গোয়েন্দা হতে পারতেন, কিংবা ইতোমধ্যে হয়েছেনও! :)
@লেখক, এত কিছু ক্লু দেয়ার পরেও আমি 'এলিয়েন' মহোদয়কে শনাক্ত করতে পারিনি। আমি জীবনেও কোন গোয়েন্দা হতে পারতাম না। যাহোক, এর পর এই 'খুব সুন্দর' নিকধারী ভিজিটর যখন ব্লগে তার পদধুলি দেবেন, তখন আপনি আমাকে একটু কানে কানে জানিয়ে দিবেন। :)

২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩০

শেরজা তপন বলেছেন: :)
ডল'আপুর তারিফ করতেই হয়। আমার মাথায় এইসব ঢোকে না।
উনি টপ করে কট করলেন- জুলভার্ন ভাই দয়া করে আপনার আসল পরিচয় দিন?
ওকে উনি প্রতিদিন থাকেন। তবে সকালে একটু বেশীক্ষন থাকেন

১২| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩২

অপু তানভীর বলেছেন: এই ব্লগারের কথা একবার নিজের পোস্টে বলেছিলাম । ১৪ বছর ধরে আছেন ব্লগে একটা পোস্ট নাই, নাই একটা মন্তব্য ! কিন্তু এমনও না যে নিক খুলে গায়েব হয়ে গেছে । আমি গত দুই তিন বছর ধরে খেয়াল করে দেখেছি সে নিয়মিত ভাবে প্রতিদিন দীর্ঘ সময় ব্লগে লগিং থাকে ।
এক হতে পারে এটা সামুর কোন বাগ । কারণ মাত্র ছয়বার ভিজিট আটকে থাকা আসলে সম্ভব না । আমি নানান ভাবে এই ব্লগ ভিজিট করেছি । অনেক ব্রাউজার ব্যবহার করেছি, আমার নিজের মাল্টি নিকে গিয়েছি এমন কি পরীক্ষা করার জন্য কয়েকজনকে লিংক দিয়ে ভিজিট করতে বলেছি। কেবল আমার ভিজিট কাউন্ট হলেই অন্তত একশ পার হয়ে যেত !
অথবা এটা সামুর ব্লগ টিমের কেউ ! সাধারণ কোন ব্লগারের নিক না এটা !
হতেই পারে না !

২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩২

শেরজা তপন বলেছেন: তাই নাকি!! তাজ্জব কারবার
যেই ত্রিশ জন তাকে ফলো করছে তারা কেন করছে এইটা মাথায় আসল না। ওরা গ্রুপ অফ এলিয়রন নাকি???

আপনার শেষের কথায় যুক্তি আছে।

১৩| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৬

অপু তানভীর বলেছেন: দনিকেন কিংবা সিলভার সাহেব, এই ব্লগারের খোজ পেলে নিশ্চিত ভাবেই এলিয়েন কিংবা ভিন্ন গ্রহের কোন প্রাণীর সাথে কোন না কোন ভাবে কোন মিল খুজে পেতেন, সে বিষয়ে কোন সন্দেহ নেই । কারণ কোন স্বাভাবিক ব্লগারের মত তার আচরণ নয় ! :D

২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩২

শেরজা তপন বলেছেন: :) ভাল বলেছেন!

১৪| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪৪

ভুয়া মফিজ বলেছেন: অনুসরণ ৩০ থেকে ৩১ এ উন্নীত হয়েছে। সম্ভবতঃ উনি এখন আপনাকেও অনুসরণ করছেন!! =p~

২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩৪

শেরজা তপন বলেছেন: নাকি ৩১ জন তাকে অনুসরণ করছে?
পাগল ছিল ৩০ জন এখন একজন বাড়ল- বাহ

আমার নাম কি তাঁর গুড বুকে নাকি ব্যাড বুকে উঠল বুঝতে পারছি না :( :)

১৫| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪৮

মিরোরডডল বলেছেন:




আরিল্ড হতে পারে । ও কিন্তু সুন্দর বাংলা গান করে, তাই এরকম একটা সুন্দর নিক নিতেই পারে :)


২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩৬

শেরজা তপন বলেছেন: তাই নাকি জামাই বউ দুইজনেই গায়?? জানা আপা শিখিয়েছে মনে হয়!

তবে নিকটা ব্যতিক্রম।

১৬| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: এরকম নিরব ব্লগার বেশ কয়েকজন আছেন।

২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩৬

শেরজা তপন বলেছেন: তা অনেকেই আছেন কিন্তু উনি ভিন্ন ধাঁচের!

১৭| ২৮ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৫

অপ্‌সরা বলেছেন: নিশাচরের সঙ্গিনী নিশাচরী আরেকজন থাকলে আরও ভালো হত। :)

২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩৭

শেরজা তপন বলেছেন: আপনারতো নিকের অভাব নাই। আরেকটা বানায় লন :)

১৮| ২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪০

অপ্‌সরা বলেছেন: তাই তো ভাবছিলাম..... কেমনে বুঝলা!!!!!!!!! #:-S

২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৩

শেরজা তপন বলেছেন: আরে আপু এদ্দিন ধরে আপনার সাথে ব্লগ বাড়িতে বসবাস~ এটুকু বুঝব না ;)

১৯| ২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪১

মনিরা সুলতানা বলেছেন: কী সুন্দর নিক !

২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৪

শেরজা তপন বলেছেন: হ্যা চোখে লাগে ও মনে ধরে :)

২০| ২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:২২

ঢাবিয়ান বলেছেন: এখনো দেখছি এক্টিভ =p~ পুলিশ হতে পারে B:-/

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৪১

শেরজা তপন বলেছেন: পুলিশ না গোয়েন্দা! গোয়েন্দা! চুপ :||

২১| ২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৪

জুল ভার্ন বলেছেন: মিরোরডডল বলেছেন:




লেখক :
ভাই নিশাচর, কৌতুকটা যদি ভাল লাগে তবে অন্তত একখানা হাসির রিয়েক্ট দিয়েন। না লাগলে মন খারাপের ইমো- প্লিজ

প্রতিউত্তরে :

জুল ভার্ন বলেছেন: =p~ =p~ দুইটা হাসির ইমোজি দিলাম।

সি, এটা জুল ভার্নও হতে পারে :)

না, আমি নই। আমি এক আইডি নিয়েই অনেক পেরেশান!

আমি এখনো লোকেট করতে পারিনি কোন আইডি.....
সামুতে নিশাচর নামে একাধিক আইডি ছিলো- একজন নোয়াখালীর, অন্যজন সাভারের। সাভারের নিশাচর কে ব্যক্তিগত ভাবে চিনি
। আইডি লিংক পেলে খুঁজে পেতে চেষ্টা করবো।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৪১

শেরজা তপন বলেছেন: বুঝলাম- আপনার দিকে যখন আঙ্গুল তোলা হয়েছে তখন এই নিক খুঁজে বের করার দায়িত্ত্ব আপনার :)

২২| ২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১০

কামাল৮০ বলেছেন: আমার মনে হয় বাডীওলাকেই পিটানো দরকার।তারপর পিটানো দরকার নগর পালকে।আমি একটু উল্টা পথে হাঁটি।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৪৫

শেরজা তপন বলেছেন: পুরান ঢাকায় আবার নগরপাল B-))
কত হাজার হাজার পোড়া লাশের গন্ধ এখনো পুরান ঢাকার বাতাসে ভাসে- তবুও বহাল তবিয়তে কেমিক্যালের ব্যাবসা চলে!! :(

২৩| ২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

লেখার খাতা বলেছেন: মন্তব্য গুলো পড়ে মনে হইতাছে নিকডি উপরে মন্তব্য কারীদের মধ্যে কারও হবে অথবা সামুর নিজস্ব নিক। অন্য কারো নিক হলে এতো সুন্দর সুন্দর মন্তব্য পেতেন না।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৪৫

শেরজা তপন বলেছেন: এইবার কিন্তু আপনার ঘাড়ে দায়িত্ত্ব এসে পড়বে ভ্রাতা!
মন্তব্য ভাল লেগেছে জেনে সব মন্তব্যকারীদের পক্ষ থেকে ধইন্যাপাতা লন :)

২৪| ২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগ দেখাহলো ৬ বার। অনুসরন করছে ৩১ জন। লোকেরা কি ব্লগ না দেখেই অনুসরন করছে? ব্লগ দেখা বাড়ার বিষয়টা বন্ধ করে রাখা হয়েছে। সুতরাং তিনি বিগ বস। মিরোরডল হয়ত ঠিক বলেছেন।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৪৬

শেরজা তপন বলেছেন: বড়ই রহস্যজনক!!
মাস্ট এলিয়েন -ওঝা সিলভার ভাইরে খবর দিতে হবে :)

২৫| ২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: ‘আমি নই’ এর ব্লগ দেখা হয়েছে ০ বার, অথচ অনুসরন করছে ৩ জন। হয়ত তিনিও একজন গুণী লোক।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৪৭

শেরজা তপন বলেছেন: ইনিতো আরেকখানা এন্টিক- বাহ!
দেখি ঘুরে আসি...

২৬| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৩৫

মিরোরডডল বলেছেন:




জুল ভার্ন বলেছেন:

আমি এখনো লোকেট করতে পারিনি কোন আইডি

খায়রুল আহসান বলেছেন:

এর পর এই 'খুব সুন্দর' নিকধারী ভিজিটর যখন ব্লগে তার পদধুলি দেবেন, তখন আপনি আমাকে একটু কানে কানে জানিয়ে দিবেন।:)

অধরা যে ধরা দিয়েই আছে

অন্যদিন সকালেই বেশি থাকে । আজ সে জানে তাকে নিয়ে পোষ্ট হয়েছে, সবাই তার খোঁজ করবে ।
গ্রীবা উন্নত করে সুন্দর ভঙ্গিমায় সে ডিসপ্লেতে বসে আছে :)
আজ যেন তার প্রদর্শনী চলছে ।

শেরজা এটা সাময়িক কেনো, থাক পোষ্টটা, মজাই লাগছে দেখে ।


২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩১

শেরজা তপন বলেছেন: বাহ কি সুন্দর কথা; অধরা যে ধরা দিয়েই আছে!!
জুলভার্ন ভাই দায়িত্ত্ব নিয়েছেন দেখি কি করেন? উনি দুঁদে ব্লগার- বের করবেন অবশ্যই :)


কত ব্লগার দু-একটা মন্তব্যের জন্য হা পিত্যেশ করে আর এতগুলো দারুণ মজাদার সব মন্তব্য পেয়ে আমারও ইচ্ছে করছে এটা হটিয়ে দিই। :(

২৭| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৩৯

মিরোরডডল বলেছেন:



কামাল৮০ বলেছেন: আমার মনে হয় বাডীওলাকেই পিটানো দরকার।তারপর পিটানো দরকার নগর পালকে।আমি একটু উল্টা পথে হাঁটি।

হা হা হা…… ওনার কমেন্টেগুলো বেশ মজার হয় :)

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩৪

শেরজা তপন বলেছেন: উনিতো শুধু মন্তব্য করেই গেলেন- আজ পর্যন্ত একটা পোস্ট দিলেন না। না জানি কত অব্যক্ত কথামালা জমে আছে তাঁর বুকে!!

কামাল ভাই বেশ সরস মন্তব্য করেন। আবার কিছু ত্যাড়াব্যাড়া মন্তব্যে অনেকের গায়ে জ্বালা ধরায় :(

২৮| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪২

কামাল৮০ বলেছেন: আমি ভাবছিলাম আমিই হয়তো একমাত্র যে ব্লগ লেখে না।একজন দেখছি আরো একজন আছে।আমাকে ব্লগে নিয়ে আসে করোনা।নয়তো এ জীবনে ব্লগ দেখায়ো হতো না মন্তব্য করাও হতো না।ব্লগ শুরুর প্রথম দিক থেকেই ব্লগ সম্পর্কে জানতাম কিন্তু কেন যেনো আগ্রহ ছিল না।ব্লগে লেখার আগ্রহ এখনো নাই।ভবিষ্যতে হবে বলে মনে হয় না।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩৬

শেরজা তপন বলেছেন: প্রিয় কমরেড ভাই, এখনকার কথা না বলেন ফেলে আসা সেই উত্তাল দিনের স্মৃতিগুলো বলেন?
আমাদের অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে। ভেবে দেখেন- শুরু করেন দু'চার লাইন করে।

২৯| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪৮

মিরোরডডল বলেছেন:




কামালের আজকের আরও একটা মন্তব্য আমার পছন্দ হয়েছে ।
কামাল৮০ বলেছেন: এতোদিনে বুঝলাম আপনি দেহ দেয়া নেয়ার কারবারী।
:)

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩৯

শেরজা তপন বলেছেন: :) সেখানে গুরু মহাশয় মিউ মিউ করছেন!! আমি খুব হতাশ হয়েছি আজকে। কামাল ভাই -আপনি যেভাবে মুখের উপরে সত্য কিন্তু তিক্ত ও তীর্যক মন্তব্য ছুড়ে দিতে পারেন সেভাবে আমি পারি না। অব্যক্ত কথার কষ্টগুলো বুকে চেপে রাখি!

৩০| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩১

খায়রুল আহসান বলেছেন: @মিরোরডডল, অধরা দেখা দিলেও আমার চোখে পড়ে না। যদিও নামের সৌন্দর্যের কারণে বেশ কয়েকবার ক্লিক করেছিলাম, কিন্তু ফসলহীন শূন্য মাঠ দেখে ফিরে এসেছিলাম পরিসংখ্যানের দিকে না তাকিয়েই।
"গ্রীবা উন্নত করে সুন্দর ভঙ্গিমায় সে ডিসপ্লেতে বসে আছে" - দেখিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৪৩

শেরজা তপন বলেছেন: তবে কিন্তু ভিজিটর ৬ জনেই আছেন!!!
সন্দেহ ঘনীভূত হচ্ছে- ৩১ নম্বর কে তাকে অনুসরণ শুরু করলেন???
তবে তিনি আজকে 'টক অব দ্যা ব্লগ'! সেজন্য আমাকে বিশেষ ধন্যবাদ দিতেই পারেন। ছুটির দিনে ঝিমিয়ে থাকা ব্লগে ব্লগারদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহন সত্যি দেখার মত।
ধন্যবাদ আপনাকেও।

৩১| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৩:১৯

কাছের-মানুষ বলেছেন: ব্লগার নাও হতে পারেন!! সামুর ডেভেলপমেন্ট টিমের কেউ তৈরি করতে পারে, ডামি ইউজার। সাধারনত প্রোগ্রামিং এ ধরনের ইউজার ব্যাবহার করে সিস্টেম ডেভেলপমেন্ট করে বিভিন্ন ইউজ কেইস টেস্ট করা হয়, দেখা যায় এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন অটোলগিন হয় আবার ডেভেলপার টিমের কেউ ম্যানুয়ালীও ব্যাবহার করতে পারে ! সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকে বললাম!! যেহেতু বললেন এর ভিজিটর সংখ্যা বাড়ে না তাই এটা হবার সম্ভাবনা বেশী, আমার ধারনা মিথ্যাও হতে পারে!

২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:৪২

শেরজা তপন বলেছেন: আপনি যখন বলেছেন তাহলে এমনটা হবার কথা।
তবে ব্লগ টিম চাইলে এমন শ'পাঁচেক 'ডামি ইউজার' করে বামদিকে সাজিয়ে রাখলে- হুলস্থুল একটা ব্যাপার হবে :)

৩২| ৩০ শে অক্টোবর, ২০২২ ভোর ৬:৫৬

সোহানী বলেছেন: আরে আমিতো নোটিশই করিনি ...... :P

৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:১৮

শেরজা তপন বলেছেন: আপনি মনে হয় ব্লগের বাম দিকে তাকান না :)
কে, কি হইতে পারে ধারণা করেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.