নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

I AM JOKING!!!

২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩২


* রাশিয়া-উক্রাইন এর যুদ্ধে দু'পক্ষই বেকায়দায় পড়ে যেভাবে সৈন্য সংগ্রহ করছে তাই দেখে জোকস'টা মনে পড়ল।
সামহোয়ার ইন এর স্বর্নযুগের একখান কৈতক(এ ধরনের জোকসকে তখন 'কৈতক' বলা হোত)
এক সৈন্য ছুটতে ছুটতে এসে হাজির এক নানের কাছে।
“সিস্টার, আমাকে খুঁজছে এক দুষ্ট পুলিশ। আমাকে বাঁচান!” বললো সে।
“ঈশ্বর তোমার মঙ্গল করুন, বাছা! তা আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি?” খোঁনা গলায় বললেন নান।
“আমি কি আপনার এই ঢোলা আলখাল্লার নিচে লুকাতে পারি?” জানতে চাইলো সৈন্য।
“নিশ্চয়ই।” সায় দিলেন নান। সৈন্য হামাগুড়ি দিয়ে তাঁর আলখাল্লার নিচে ঢুকে পড়লো।
খানিকক্ষণ বাদেই এক পুলিশ ছুটতে ছুটতে এসে হাজির।
“সিস্টার, এদিক দিয়ে কোন সৈন্যকে যেতে দেখেছেন?”
“হ্যাঁ বাছা। সে তো ওদিকে চলে গেলো ছুটতে ছুটতে।”
পুলিশ ধন্যবাদ জানিয়ে নানের দেখানো দিকে ছুটতে ছুটতে চলে গেলো।

আলখাল্লার নিচ থেকে বেরিয়ে সৈন্য বললো, “সিস্টার, আপনি আমাকে বাঁচালেন। আমি যুদ্ধে যেতে চাই না, কিন্তু ব্যাটারা আমাকে জোর করে পাঠাবেই!”
নান বললেন, “ঠিক আছে বাছা, ঈশ্বর তোমার মঙ্গল করুন।”
সৈন্য বললো, “ইয়ে, সিস্টার, একটা কথা আপনাকে বলা দরকার। আলখাল্লার নিচে বসে দেখলাম কি না-"আপনার উরুজোড়া দারুণ সুগঠিত-চমৎকার!!!"
নান বললেন, “বাছা, আরেকটু ওপরে খেয়াল করলে দারুণ একজোড়া অন্ডকোষও দেখতে পেতে। আমিও যুদ্ধে যেতে চাই না …।”

(*শিরোনামটা এক হিন্দি সিনেমায় 'চাঙ্কি পান্ডের' বিখ্যাত ডায়লগের অনুকরণে।)
এলিস সিলভার' তথাকতিথ 'জঞ্জাল' অনুবাদ করতে গিয়ে মাথার নিউরনে জট পাকিয়ে গেছে! জট ছাড়াতে তাই একটু 'জোকিং'

মহাব্লগার (মাঝে 'জ্ঞানী' হবে) বলেছে; ড: এলিস লিখেছেন "টেবলয়েট জাংকিদের জন্য"; আপনি উহাকে ফেইসবুকে দি্তে পারেন; আপনি জানেন যে ব্লগে আমি আছি, আমি টেব্লয়েড জাংকি নই।
HEY MAN-ARE YOU JOKING???

বহুবছর আগে আগে 'গরমে গরম খবর' শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। তখন 'বাংলাদেশ প্রতিদিন 'দুই টাকা' ছিল।
সেই লেখা থেকে একটা অংশ 'বদ্দা'র জন্য;

দুপুর বেলায় এরা আর দামি পত্রিকা বিক্রি করে না। দুই টাকার পত্রিকায় খবর আর মনোরঞ্জনের অভাব নেই। কার দায় ঠেকেছ অত দামী পত্রিকা কিনে পাশের যাত্রীকে মুফতে পড়াবেন।
বাসে উঠে হকার চেল্লাচ্ছে;
‘আহেমেদিজানের মার্কিন শাসকদের উদ্দশ্য করে জ্বালাময়ী বক্তৃতা। বিরোধীদলের নির্বাচন বয়কটের হুমকি,বিদ্যুৎ গ্যাস পানি নিয়ে বড় আন্দোলনের পূর্বাভাস- এই সব গরম গরম হেডিং বলে হকার ব্যাবসার কথায় আসলো; বসুন্ধরা গ্রুপের নতুন পত্রিকা 'বাংলাদেশ প্রতিদিন’ মাত্র দুই টাকা, মাত্র দুই টাকা!
কেউ নেবেন ভাই?‘পুরা পেপার ভর্তি গরম খবর'- মাত্র দুই টাকা!
কেউ একজন পিছন থেকে ডাকল’এই এইদিকে আয়’
-হকার পত্রিকা বিক্রির আশায় এগিয়ে গেল সেই যাত্রীর উদ্দশ্যে ‘কি পত্রিকা নিবেন ছার?’
‘না- তোরে জিগাই এই গরমে এত গরম খবরের দরকার কি? পাবলিকে শুনতে চায় তরমুজ আম বাঙ্গীর দাম কমল কিনা? যা খাইলে প্রানটা জুড়ায়! পত্রিকা আলাগো কইতে পারস না, এই খবর গুলা যেন হেডিঙ এ দেয়।‘
কথা শুনে হকারের মেজাজ সপ্তমে। খোলা পত্রিকা গুটিয়ে নেমে যেতে যেতে ভীষন আক্রোশে বলতে শুনলাম,
~ওইগুলা ছাপাইলে একখান পেপারও কেউ কিনব না ?? পেপারে আম-জামের খবর ছাপায় আর আমরা সেইগুলা দিয়া ভাত রাইন্ধ্যা খাই।‘

বিশেষ অনুরোধঃ এ লেখার বিশেষ কোন উদ্দেশ্য নাই- এইটা একটা সিরিয়াস ফান পোস্ট! বিষয়বস্তু নিয়ে মজার মন্তব্য করুন। দয়া করে কাউকে ব্যক্তি আক্রমন ও নোংরা মন্তব্য করবেন না।

মন্তব্য ৪৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৪০

অপ্‌সরা বলেছেন: না আমরা ভালো এবং ব্যস্ত মানুষ কাউকে ব্যক্তি আক্রমনের সময় নাই।

যাদের আছে তারা করুক..... কিন্তু তারা করলে আমরা আছি....

আমরা আছি মানে তারাও আছে.......

তারা আছে মানে ???? 8-| /:) |-)


যাইহোক নান এর প্রেমিক তখন বান হয়ে গেছিলো .......

ঠিক হইসে বেটা তুই যুদ্ধে যাওয়া থেকে বাঁচছস তবুও তোর বদমাইশি যায় না!!!!!!!!

২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৪৭

শেরজা তপন বলেছেন: আর বইলেন না বেশীরভাগ ব্যাটা-পুরুষ এইরকম হয় :) তিন হাত পা কবরে গেলেও আরেক হাত দিয়ে খচরামি করতে মন চায়।

না আমরা ভালো এবং ব্যস্ত মানুষ কাউকে ব্যক্তি আক্রমনের সময় নাই। মজা লই ক্যাচাল করি না। মজা করার সময় আছে -ক্যাচালের নাই।

~তারা আছে মানে আমরাও আছি :)

২| ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৪৫

অপু তানভীর বলেছেন: সামুতে কিছু কিছু মন্তব্যই হচ্ছে সব থেকে বড় বিনোদন ! কারো কারো মনভাব এমন যে সামুতে পোস্ট দিতে গেলে তাদের কাছে অনুমুতির দরকার যেন তাদের সম্পত্তি ।
আমি থাকতে এখানে এই পোস্ট দিয়েছেন !! সিরিয়াসলি ?
মানুষ নিজের যোগ্যতা নিয়ে কী যে ভাবে কে জানে !

২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৪৯

শেরজা তপন বলেছেন: উনি কোন কথা কোথায় কিভাবে কাহাকে বলতে হয় এখনো শিখেননি।
মডারেটরকে গালিগালাজ করে কেউ সেইফ হলে এমন হয়- ঘোরের মধ্যে আছেন।

আমি অবশ্য মাইন্ড খাই না।

৩| ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৫৫

অপ্‌সরা বলেছেন: আমার এক কলিগের মনে বড়ই অশান্তি সে শ্বাশুড়ির জ্বালায় শান্তিমত কিচ্ছু খেতে পায় না, রান্না করতে পারে না, বাচ্চাদেরকেও খেতে দিতে পারে না। কারণ ঐ বাড়িতে শ্বাশুড়িআম্মা যাহা পছন্দ করেন না উহা আনা নিষেধ।

যেমন করলা ভাঁজা মচমচে করে তার ছেলে বড় পছন্দ করে। ছোট মানুষ নিজের পছন্দ ছাড়া খেতে চায় না। তো তাই করে দেওয়া হয়। শ্বাশুড়ি আম্মা বৈদেশ থেকে এসে উঠেছেন সেখানে। করোলা ভাঁজা দেখে সে তো অবাক! বিস্মিত!

- বৌমা আমি তো করোলা পছন্দ করি না। আনলা কেনো?
বৌমা- মা আপনার নাতি পছন্দ করে তাই...
- আমি করি না আর আমি যেটা পছন্দ করি না সেটা আনতে হবে? এটা কেমন কথা?
বৌমা তো হা! থ! কিংকর্টব্যবিমিঢ়!!!
- শুনো সংসারে সবাই যেটা খাবে সেটাই আনা হবে শুধু।
বৌমা- ওক্কে (হুজুর)
শ্বাশুড়ি- করেছো করেছো আজকে এত মচমচে কেনো?
বৌমা- মা আপনার নাতি মচমচে ছাড়া খায় না....
শ্বাশুড়ি- না করলা কাঁচা কাঁচা করতে হবে। ভাঁজা ভাঁজা চলবে না..... কাঁচা কাঁচা সবুজ সবুজ হতে হবে কালা কালা সাদা সাদা চলবে না

ওহ বুঝেছি সব ঐ সাদা কালার দোষ!!


আসল দোষ যে ঐ মহিলার উহাকে বলিবেক কুহা!!!

২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৩

শেরজা তপন বলেছেন: ভাঁজা ভাঁজা চলবে না..... কাঁচা কাঁচা সবুজ সবুজ হতে হবে কালা কালা সাদা সাদা চলবে না ~ যা বলেছেন :) :)

অনেকেই বলার আছে~ চুপ চাপ থাকা কিংবা এড়িয়ে বুদ্ধিমানের কাজ বলে তারা মনে করেন। থাক সে তাঁর জ্ঞান নিয়ে দম্ভোক্তি করতে থাকুক। যারা বোঝার ঠিকই বুঝবে।

৪| ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৫৭

পবিত্র হোসাইন বলেছেন: ওয়াও! মহাব্লগার।
মারবে একটু পর এসে :P

২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৪

শেরজা তপন বলেছেন: আমি ঝাড় খাওয়ার জন্য বসে আছি :)
আমার ঘর কংক্রিটের- এই ঝড়ে ভাংবে না।

৫| ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৭

মোগল বলেছেন: গাজি সাহেবের মত জ্ঞানী লোক ট্যাবলয়েড জাংকি না - এইটা আপনার আগেই বুঝা উচিত ছিল। উনার অনুমতি ছাড়া কি সব জাংক পোষ্ট করেন। আপনার মত ব্লগারদের কারণেই সামুর গুরুগম্ভির ভাব নষ্ট হয়।

২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৪

শেরজা তপন বলেছেন: ঠিক কথা কইছুন
ভুল হয়ে গ্যাছে মাফ করে দিবেন দয়া করে।

৬| ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪৮

ভুয়া মফিজ বলেছেন: যেই ঝাতি পক্কিত গেয়ানীদের কদর করে না, সেই ঝাতিতে উহারা পয়দা হয় না!!! :||

২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৭

শেরজা তপন বলেছেন: নাহল তরকারি কিংবা ইমরোজ ৭৫ এর মত ব্লগিং করাই বুদ্ধিমানের কাজ!
উনার ব্যাপক পান্ডিত্যপূর্ন কথায় তারা 'জ্বী ধন্যবাদ' বলেই খালাস :)

কৈতকখানা কেমন হইল কইলেন না ভ্রাতা?

৭| ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৩

মিরোরডডল বলেছেন:




শেরজার নান জোকস পড়ে একটা ফানি জোক শেয়ার করছি, পোষ্ট রিলেটেড না ।
নো অফেন্স প্লীজ :)

হেড নান নতুন জয়েন করা দুজন নানকে বললো, তাদের রুমটা পেইন্ট করতে হবে কিন্তু কাপড়ে যেন কোন রঙ না লাগে ।

এক নান আরেক নানকে বললো, চল দরজা বন্ধ করে কাপড় খুলে ভাজ করে রেখে আমরা পেইন্ট করি,
তাহলে কাপড়ে রঙ লাগবে না ।

এভাবে তারা পেইন্টিং করছে, এমন সময় দরজায় কে যেন নক করলো ।
তারা জানতে চাইলো, কে?

অপর পাশ থেকে বললো, বাইন্ড ম্যান !

তারা দুজন কথা বলে সিদ্ধান্ত নিলো, অন্ধ লোক, সেতো দেখতে পাবে না, সো নো প্রবলেম, তাকে ঢুকতে দেই ।

দরজা খুলে দিলো, ভদ্রলোক প্রবেশ করলেন আর তাদের বললেন,

"Hey, nice tits. Where do you want me to hang the blinds?"


বাকিটা বুঝে নিবে :)


২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৯

শেরজা তপন বলেছেন: :) আপনি পারেন বটে!!
'গুপ্ত সিক্রেট'
এইরকম জোকস বলা যাবেনা -তিনি আছেন সেটা আপনাকে বুঝতে হবে। :)

৮| ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৬

মিরোরডডল বলেছেন:

টাইপো হয়েছে । ব্লাইন্ড হবে ।

২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০০

শেরজা তপন বলেছেন: আগেই বুইজ্যালাইছি :) :)

৯| ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
কারে আক্রমণ করবো খুইজা পাইতেছি না!!

২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:০০

শেরজা তপন বলেছেন: আমারে আক্রমণ করেন কঠিন আক্রমন- মাইন্ড করতাম না।
সিরিয়াসলি বলছি

১০| ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: ভাগ্য ভালো। নিচে লিখে দিয়েছেন ফান পোষ্ট। নইলে আজ আপনার সাথে ঝগড়া করতাম। কঠিন ঝগড়া।

২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:০০

শেরজা তপন বলেছেন: কারো পিছনে সিরিয়াসলি লাগার মতো কোনো ঘটনাই ঘটেনি। বদ্দা ওনার মতো বলে যান আমি আমার মত করে উত্তর দিয়ে যাই। টেনশন নিয়েন না ভাই।

১১| ২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১১

জুল ভার্ন বলেছেন: ইন্টেলেকচুয়াল ফান পোস্ট ভালো লেগেছে।

২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৯

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। ভাল থাকুন।

১২| ২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১৩

নিমো বলেছেন: হা-হা! হা-হা! এলডার এলিয়েন বলে কথা। আমি ক্যাঁচাল করতে চাই না, মজা করতে চাই, কিন্তু মডারেটর থুক্কু নান কোথা পাই।

২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:২২

শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ হাঃ
'এলডার এলিয়েন' আশা করি মজা হিসেবেই নিবেন।
যেইদিন যুদ্ধ শুরু হয় জানাবেন 'নান' রেডি থাকবে।

১৩| ২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩০

গেঁয়ো ভূত বলেছেন: সত্যিই কৈতুকের মইধ্যে প্রচুর ফুয়েল আছে ! =p~ মাঝে মইধ্যে এই রকম ফুয়েল ইনজেক্ট করা অতীব জরুরি। ভালো থাকবেন।

২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:২৪

শেরজা তপন বলেছেন: নিজেরে বুদ্ধিমান বুদ্ধিমান লাগতেছে :) :)

এমন মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আপনিও ভাল থাকবেন ভ্রাতা।

১৪| ২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৪

সোনাগাজী বলেছেন:



ফেইসবুকের জোক প্রমোশান পেয়ে ব্লগে স্হান করে নিচ্ছে?

২৯ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১২

শেরজা তপন বলেছেন: উপরের জোকখানা ২০০৯ সালে সামু ব্লগে প্রকাশ পেয়েছিল।
আর গরমে গরম খবর ২০০৮ সালে আমি ব্লগে লিখেছিলাম।
তখন ফেসবুকের এই রমমা বাজার ছিলনা!

১৫| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৪২

ঢাবিয়ান বলেছেন: শমসের একজন বিশিষ্ট জ্ঞানী সে সবকিছু জানে। ট্রেনে উঠলে মনে হয় ট্রেনটি দাঁড়িয়ে আছে আর গ্রাম চতুর্দিকে ঘুরে B:-/

২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩৩

শেরজা তপন বলেছেন: শুন্যস্থান পূরণ করে দিলাম- সবজান্তা :)

সরস মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৬| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় তপন ভাই ,

ভারত বাংলাদেশে ভূত-পেত্নী জ্বীনদের বাস উপমহাদেশের প্রায় সবাই জানে। কিন্তু মজার ব্যাপার হলো এদের ভয়ে সাধারণ কেউ দেশ ত্যাগ করে না। কিন্তু ব্লগে এসে আমার ধারণা পাল্টে গেছে। ভূতের ভয়ে উনি যে সেই লাপাত্তা হয়ে গেছেন আর দেশে ফেরার সাহস করছেন না :) ।এই সব সাহসীরা শুধু দেশ নয় পৃথিবীর মায়া ত্যাগ করে মঙ্গলগ্রহে বসবাস করতে শুরু করেছেন। ওখানে কোনো দারিদ্রতা নেই, অভাব নাই; শুধু উন্নয়ন আর উন্নয়ন।কার্যত ওখান থেকে তোপড়াচ্ছেন ভূত প্রেত বলে কিছু নেই :)

আপনার গল্প ভালো হয়েছে। আমার ভালো লেগেছে।

ভালো থাকবেন। শুভেচ্ছা আপনাকে।

২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩৯

শেরজা তপন বলেছেন: উঁনার দেশেই দুনিয়ার যত আজগুবি ভুতের ফিল্ম তৈরি হয়- তারপর ফ্যান্টাসি তো আছে
আর দোষ আমাদের; ভুতের ভয় আমরা পাই আর সবাই মিলে ফ্যান্টাসির জগতে বাস করি।
ট্রাকটর নিয়ে মঙ্গল গ্রহে যাইতে ক্যামন সময় লাগতে পারে বলে আপনার ধারনা?
তাঁর আগে বদ্দা'র 'মিশন মঙ্গল' দেখাইতে হবে। বড়সড় ফান্ড ছাড়া ঘর গেরস্ত করা বিজ্ঞানী আর এক্সপার্টরা কিভাবে সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নাসার কোন সহযোগিতা ছাড়া মঙ্গলে মিশন পরিচালনা করতে পারে- সেইটা জানার দরকার আছে তাঁর।

আপনার দেখা পেয়েও ভাল লাগল ভাই। ভাল থাকুন।

১৭| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৪১

কাতিআশা বলেছেন: হেভী মজা পােলা শেরজা ভাইয়া আপনার জোকস পড়ে..আপনার সেনস ওফ হিউমার জটিল!!!!!!!!!!!!!!!!

৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:১২

শেরজা তপন বলেছেন: জেনে অতিশয় আনন্দিত ও প্রীত হইলাম!
বেশ বহুশত রজনী অতিক্রান্ত হইবার পর আপনি আমার ব্লুগ বাড়িতে আসলেন- আপনাকে কিভাবে আপ্যায়ন করিব বুঝিতে পারিতেছি না :)
ধন্যবাদ সুপ্রিয় ব্লগার!

১৮| ৩০ শে অক্টোবর, ২০২২ ভোর ৫:৫৯

সোহানী বলেছেন: সমস্যাতে প্রবলেম দেখছি :P । আমিতো ভেবেছি মডুদের বান এ সব ঠিক হো গিয়া বাট যে লাউ সেই কদু B:-/

হুম, বাইরে থেকে ভাড়া করতে যেয়ে যেভাবে পেট্রোডলারের টান পড়ছে তাতেতো এছাড়া কোন উপায় নেই। আমি যতটুকু শুনেছি আর্মেনিয়া সহ বেশ কিছু দেশে অনেক আগে থেকেই ১৬ বছর হলেই যুদ্ধে যেতে হবে। মনে হয় এখন ১৬ ও মানছে না, দু:খজন।

কৈাতুকে+

৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:১৬

শেরজা তপন বলেছেন: আমি যতদুর জানি ১৮ বছর! হইতে পারে- পাগল আর রোগী ছাড়া রাশিয়া-উক্রাইনে ২ বছর আর্মি ট্রেনিং লইতে হইবেই( এখনো সেই আইন বলবৎ আছে কি না জানি না)!
তিনি কষে কাছা বেঁধে নেমেছেন এইবার। কিন্তু সমস্যা হইল যাদের লেখায় গুরুর ন্যায় আলোচনা করিবেন তারা বেশীরভাগ তাকে কমেন্ট ব্যান করে রেখেছে :)

১৯| ৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবাই যদি গুরুকে কমেন্ট ব্যান করে তাহলে গুরু যুদ্ধ করবে কার সাথে? আমার মনে হয় গুরুর যুদ্ধ চলতে থাক ;)

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০২

শেরজা তপন বলেছেন: তিনি তার মত করে কমেন্ট করে যান আমি তো কোন সমস্যা দেখি না আমার মনে হয় না কমেন্ট ব্যান করা কোন সলিউশন। তাকে তার মত করে কথা বলতে দেয়া উচিত।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

২০| ৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩০

রানার ব্লগ বলেছেন: জোকস বেশ মজার ছিলো । আপনি গল্প লেখায় মন দিন ওটা আরো মজার হবে !!!

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৬

শেরজা তপন বলেছেন: আমার গল্প আর কত মজার হবে -আপনি তো বাবনিক পড়েতো মজাই পেলেন না। :) কিছু বোঝেন নাই বলে অনুযোগ করলেন।
অনুবাদ গ্রন্থ টা আপাতত চালিয়ে যাই। মাথা হ্যাং হয়ে গেলে এরকম দু-একটা মজার কৌতুক শেয়ার করব কি বলেন?
সহিসালামতে থাকলে অনেক গল্প হবে ভবিষ্যতে

২১| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৮:০৭

নীল আকাশ বলেছেন: লাস্ট লাইনটা আসল কথা। মার্কেটিং।

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৫৪

শেরজা তপন বলেছেন: কার টা -আমার না হকারের?

২২| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৪২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বদ্দাকে আমার আগে মনে হত অনেএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএক বড় জ্ঞানী ।

আজ আমার ব্লগের মাধ্যমে জানতে পারলাম বদ্দা সবসময় আসমানে ঘোরাঘুরি করে । যাইহোক , আপনার কৈতক অনেক ভালো লাগল , প্রথমটা পড়ে অনেক হাসলাম । নাহ্ মনে হচ্ছে এমন পোস্ট করা আপনার বড় দায়িত্ব বলে গণ্য করা উচিত !!

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০১

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ ব্রাদার
ফান পোস্ট কে শুধুই বিনুদুন হিসেবে নিবেন।

মহাজ্ঞানীজন ভ্রমে কি কখন
অজ্ঞদের বেদন-বুঝিতে পারে?
কি যাতনা বিষে - বুঝিবে সে কিসে
কভু সোনাগাজী-দংশিনে যারে।

২৩| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১১:২৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হাহাহাহাহাহাহাহ । ভালো বলেছেন ।

৩১ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:৫৫

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ- কবিতাটা একটা লেখার হেডিঙ দেব ভাবছি।

২৪| ০২ রা নভেম্বর, ২০২২ রাত ৮:৪৮

খায়রুল আহসান বলেছেন: আপনার লেখা আমি প্রথম পড়া শুরু করেছিলাম কয়েকটা স্মৃতিচারণমূলক ভ্রমণকাহিনী পড়ে। শুরু থেকেই লক্ষ্য করেছি, আপনার লেখায় ঘটনার আনুপূর্বিক বর্ণনা ছাড়াও একটা বক্তব্য থাকে। তারপরে আপনার প্রবাস জীবনের কিছু অভিজ্ঞতা তথা গল্পও কিছু পড়েছি। সেখান থেকে আপনাকে বেশ একজন গুরুগম্ভীর এবং সংবেদনশীল, কিন্তু গল্প বলায় পটু একজন ব্যক্তি হিসেবে মনে হয়েছিল। ধীরে ধীরে আপনার বিভিন্ন মন্তব্য এবং প্রতিমন্তব্য থেকে আপনার রসবোধের পরিচয় পাই। সেটা ভালো লাগতে থাকে। আর এ লেখাটা পড়ে তো বুঝতেই পারলাম, আপনি কোন কিছুতেই কম যান না! :)

০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:২০

শেরজা তপন বলেছেন: দুঃখিত এমন চমৎকার অনুপ্রেরনাদায়ক একটা মন্তব্যের দেরিতে উত্তর দেবার জন্য।
আমার প্রায় সব লিখায় আপনার প্রানবন্ত উপস্থিতি দারুন সব মন্তব্যে আপনি আমাকে ঋণের বন্ধনে আটকে ফেলেছেন।
আমরা সাধারণত আড্ডায় প্রচুর চটুল কৌতুক, গল্প, মন্তব্যে জমিয়ে রাখি। লেখালেখির জন্য ভ্রম, বইপড়া আর আড্ডার বিকল্প নেই।
আপনি হয়তো আমার সন্মন্ধে একটু বাড়িয়ে বলেছেন তবে এমনধারা মন্তব্য পেলেমনে হয় কষ্টটা সার্থক হয়েছে।
আপনি ভাল থাকুন সুস্থ্য ও সুন্দর থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.