নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

মানুষ কেন অনন্য~৫ঃ কাব্য,বাদ্য ও সুর? **আপনার ভাবনা কি?**

২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১১:২৫


*ব্লগার মিরোরডডলকে খুব মিস করছি- এই পোষ্টটি তাঁকে নিবেদিত।
সতর্কীকরন; পুরো লেখাটা ভালভাবে অনুধাবন করে পড়তে/শুনতে ঘন্টার বেশী সময় লেগে যেতে পারে। খুব বেশী তাড়া থাকলে পরে পড়ুন।
লোচনাটা শুরু করার আগে আসুন একটু মুডটা তৈরি করে নিই। হালের বেশ জনপ্রিয় গান কিন্তু সেভাবে ভাইরাল হয়নি কেন জানেন; 'জীবন নিয়ে যারা গভীর চিন্তা করে, ইট কাঠ পাথরের নির্জীব এ শহুরে জীবনে যারা হাঁপিয়ে উঠেছেন- এ গান তাদের জন্য'।

শুনলেন? মাত্র একবার!! ফের শুনুন- শরিরটাকে হালকা করে চোখ বন্ধ করে শুনুন। কোথাও কি হারালেন? কোন মেঘেঢাকা বৃষ্টিভেজা পাহাড়ের জুম-ঘর কি কল্পনায় ভাসছে? কেন ভাসছে? এই শহুরে ব্যাস্ত ক্লান্ত জীবনটাকে কি খুব বেশী অসার মনে হচ্ছে? কেন মনে হচ্ছে?
সামান্য একটা গান,বাদ্য ও তাঁর সুর কেন আমাদের অন্য এক ভুবনে নিয়ে যাচ্ছে? এই গানটাই পৃথিবী যে কোন প্রাণীকে শোনান তাদের কোন ভাবাবেগের সৃষ্টি হবে না। ভাষাটাকে একপাশে সরিয়ে রাখি, শুধু সুর ও বাদ্যের কথা ভাবি; কেন সামান্য আন্দোলিত হয় না অন্যেরা?

এবার পুরো লিরিক্স গুলো সরিয়ে রাখি। শুধু বাদ্য আর সুর শুনি; (লিও রজার্সের 'দ্যা লোনলি শিপার্ড';)

উঁহু আসুন মনের সব চিন্তা দুঃশ্চিন্তাকে দূরে সরিয়ে পুরো মনযোগ নিবদ্ধ করে মিউজিকটার আরেকটা ভার্সান বড় পর্দায় দেখি আর শুনি;
The Lonely Shepheard
বলুনতো স্টেজশুদ্ধ প্রত্যেকটা মানুষ কিসের মোহে বা মায়ায় আবেগার্ত হয়ে পড়েছে?

রাসপুটিন গানটা শুনেননি এমনমানুষ কম আছে। তুর্কীর আদি 'কাতিবিমে'র গান থেকে বিশ্বের বহু ভাষায় মিউজিশিয়ানেরা এই সুর ধার নিয়েছেন। ধারনা করা হয় এই সুরটা পৃথিবীর অন্যতম জনপ্রিয় সুর;

মস্কোর 'আভতো রাইও'তে বনি এম এর 'রাসপুতিন' লাইভ।
এই গানটা শোনার সময়ে আপনি নিশ্চল বা স্থির হয়ে বসে থাকলেও আপনার অজান্তে শরিরের কোন অংশ আন্দোলিত হবার সম্ভবনা ৯০%

এইবার আরেকখানা গান শুনুন; মুল গানটা ম্যাডোনার

বড় পর্দায়ঃ
La Isla Bonita-The beautiful island by Alizée
এই গানটার কি কি বিষয় আপনাকে আকর্ষন করল? সৌন্দর্য ( এ বিষয়ে অন্য একদিন আলাপ হবে),সুর,তাল নাকি গানের কথা? দ্বীধায় ফেলার মত প্রশ্নটা- নয় কি? এজন্যইতো আমরা মানুষ আমরা ভিন্ন- অনন্য।

এবার আসুন ভালবাসার আবেগের ভেলায় একটু ভাসি;
(ওয়েটিং ফর ইউ -রিচার্ড মার্ক্স)

বড় পর্দায়ঃ Waiting for you...
এই গানটা একবার নয় বহুবার শুনতে হয়। কখনো নির্জন-নিশুতি রাতে, কখনো বৃষ্টিস্নাত সন্ধ্যায় কখনো কুয়াশা মাখানো হিমেল সকালে।
গান আপনাকে পরিবেশ পরিস্থিতি, বিশেষ মুহুর্ত ও বয়সের সাথে ভিন্ন ভিন্নভাবে প্রভাবিত করবে।


খন কথা হচ্ছে বাদ্য, সুর ও কাব্য মানুষকে কেন এত প্রভাবিত করে? কেন কাব্য, বাদ্য ও সুরে মানুষ ডুবে যায় কিংবা অন্যলোক হারিয়ে যায়?
কেন 'কেউ কথা রাখেনি' বা 'বনলতা সেন' এর মত কবিতা এত বেশী জনপ্রিয় হল? কেন প্রতিটা মানুষ 'কবর' কবিতায় মুষড়ে পড়ে আর কেনই বা 'বিদ্রোহী'র মত কবিতায় শরিরের লোম দাঁড়িয়ে যায়?
এমনকি মাত্র এক দেড় লাইনের একটা কবিতা মানুষকে আবেগার্ত করতে পারে, বিমোহিত করতে পারে কিংবা রক্তে আগুন জ্বালাতে পারে;
'নিউটন বোমা বোঝ, মানুষ বোঝ না?'~ হেলাল হাফিজ
'ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাব'~ রফিক আজাদ।
'অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ' ~ শামসুর রহমান
'এখন যৌবন যার- যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়' ~ হেলাল হাফিজ

কিংবা কোন বিজ্ঞাপনের একটা মাত্র কাব্যিক কথা কিভাবে মানুষকে টানতে পারে;
'জন্মই সৃষ্টির লক্ষ্যে'
'তামাক আর ফিল্টার-দুজনে দুজনার'

কবিতা আর সুর কিভাবে সৃষ্টি হল? কেনইবা আধুনিক মানুষ বা হোমোসেপিয়েন্স মানসিক বিকাশের অন্যতম অবলম্বনের জন্য কাব্য ও সুরের প্রয়োজন পড়ল?
বাকিটুকু ব্লগারদের কাছে জানার ইচ্ছে রইল- এ ব্যাপারে বৈজ্ঞানিক মতবাদ কিংবা আপনার যুক্তি কি বলে?


মানুষের সবচেয়ে অনন্য গুণ কি এখানেই? এবিষয়গুলোই কি মহাবিশ্বের অন্য সব প্রানী থেকে ভিন্ন বা অনন্য করেছে? আপনার ভাবনা কি?

*আপনি হয়তো মিউজিকের সুরে বিমোহিত হওয়া বা মনযোগ দিয়ে গান শোনা কোন বানর কিংবা কুকুর অথবা অন্য কোন প্রাণীর রেফারেন্স দিবেন। মনে রাখবেন এরা সবাই প্রশিক্ষিত বা মানুষের সাথে থেকে মানুষকে নকল করার চেষ্টা করে।

বার শুধু আমার নয় সারা বিশ্বের অতীব জনপ্রিয় একজন শিল্পী ক্রিস রিয়ার এই গানটা শুনুনঃ


গানের কথাগুলো বাংলায় ভাবানুবাদ করার চেষ্টা করেছি;
গানের কথা মুলঃ ক্রিস রিয়া, ভাবানুবাদঃ শেরজা তপন

জ রাতে আমার ঘুম আসে নি
আসবেও না কোনদিন
অতীতের ভুলগুলো এসেছে
দেখ কিভাবে তারা একসাথে বসে আছে
আমার জানালার পাশে
আমার দরজার পাশে
আমি জানি আমি জানি
কেন তারা সবাই এখানে
তুমি, তোমার জন্য আমার প্রিয়তমা
আমার মিষ্টি, আমার মধুরতম প্রিয়া
কেন তারা এসেছে আমি জানি আমি জানি
ছাড় দেওয়া কতই না সহজ
তাইতো তুমি আমায় কখনো কষ্ট দাও নি
কিন্তু তোমার নিস্পাপতা আমাকে কষ্ট দেয়
যা ছিল তুলনাহীন তবে কষ্টদায়ক
ওহ, আমি নিশ্চিত কিছু ভুল করেছি
অন্ধকারে ঢাকা সেই দিনগুলোতে
আমি আজ রাতে সম্পূর্ণ উপলব্ধি করতে পারছি
এভাবেই রাতের পর রাত জেগে আমার ভুলের মাশুল দিতে হবে
তুমি, তোমার জন্য আমার প্রিয়তমা
আমার মিষ্টি, আমার মধুরতম প্রিয়া
আমি জানি আমি জানি
কেন তারা সবাই এখানে
তুমি, তোমার জন্য আমার প্রিয়তমা
আমার মিষ্টি, আমার মধুরতম প্রিয়া
কেন তারা এসেছে আমি জানি আমি জানি...

ক্রিস্টোফার এন্টন রিয়া বা ক্রিস রিয়ার এই গানটার একটা ভার্সান ৭৪ মিলিয়নবার দেখা হয়েছে- যেখানে আবেগঘন মন্তব্য আছে ৯০০০ এর উপরে। এর প্রায় প্রতিটা মন্তব্যই নোট করার মত। যা থেকে আমি অল্প কিছু মন্তব্য কোট করছি ( দুঃখিত যে মন্তব্যকারীদের সত্যিকারের আবেগকে আমি বাংলা ভাষায় সেভাবে ধরতে পারিনি)

১.আজ আমার প্রিয়তমার প্রয়ানের ৬৫ দিন পূর্ণ হয়েছে। যখন তার বয়স সবে ১৮ তখন তাঁর হাত ছুঁয়ে ছিলাম- আমার সেই হাত ধরেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। আজ ৩৭ বছর পরে, মনে হয় আমাদের ভালবাসা যৌবনের চেয়ে অতুলনীয়ভাবে শক্তিশালী। যখন আমি এই গানটি শুনি তখন নির্নিমেষে তাঁর ছবির দিকে তাকিয়ে থাকি- আমার সব গ্লানি ক্লান্তি ধুয়ে মুছে যায় অশ্রুধারায়। তাঁর বিচ্ছেদের প্রতিটা দিন প্রতিটাক্ষণ আমার কেটে যাচ্ছে এমনি করে…
২.ক্যান্সার তাকে না নেওয়া পর্যন্ত আমি আমার স্ত্রীর সাথে ৩৫টি চমৎকার বসন্ত কাটিয়েছি। আমি হাতে হুইস্কির গ্লাস নিয়ে এই গানটা শুনি তখন তাঁর সাথে আমার সেই সুখময় আনন্দের সময়গুলির কথা মনে পড়ে আর চোখের দুকোল বেয়ে অশ্রু ঝড়ে।
৩.আমি ছোটবেলা থেকেই এই গানটি পছন্দ করি। এই গানটি রিলিজ হওয়ার ২০ বছর পরে আমার জন্ম হয়েছিল এবং আমি এখন ২৫ বছর বয়সী। এই গানটি একটি মাস্টারপিস।
৪.এই গানটা রিলিজের সময়ে আমি আমার প্রিয়তমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম। মহাপ্রভু ভালবেসে তাঁর কাছে তাঁকে ডেকে নিয়ে গেছেন। এখন আমি ভীষণ একা- কিন্তু যখন আমি এই গানটি শুনি, আমি আমার চোখ বন্ধ করে ওয়াইনের প্রতিটা চুমুকে তাঁকে বিস্ময়করভাবে অনুভব করি। সারারাত সে আমার পাশেই থাকে, হারিয়ে যায় না একবারও।
৫.আমি আমার বিষণ্নতার কারণে প্রতিটা সকালে প্রতিদিন এই গান শুনি। এই প্রশান্তিদায়ক সঙ্গীত আমাকে অনেক সাহায্য করেছে। আমি কঠিন সময়কালে নিজেকে না হারিয়ে ফেলে ফের আমাকে ফিরে পাওয়ার জন্য শিল্পীকে ধন্যবাদ জানাই। আপনি যদি এ গানটা শোনেন তবে আমি আশা করি আপনি শান্তিতে ঘুমাবেন দারুণ এক সুখসপ্ন নিয়ে সতেজভাবে জেগে উঠবেন!
একটা গানের কথা সুর ও গায়কী মানুষের আবেগকে কিভাবেন না নাড়া দেয় তাঁর ক্ষুদ্রতম একটা উদাহরণ ক্রিস রিয়ার গানটা।

***
ব্লগারদের ভাবনার ও তথ্যের সাথে আমার ভাবনা ও তথ্য মিলিয়ে দ্বীতিয় পর্বে বিস্তারিত আলোচনা হবে।

মন্তব্য ৭৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৩১

রানার ব্লগ বলেছেন: আশাকরি ডল তার শোঁক কাটিয়ে উঠবেন অতি শিগ্রই !!! আমরা তার মজার মজার মন্তব্যের অপেক্ষায় আছি ।

২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৪৯

শেরজা তপন বলেছেন: অনেক ধন্যবাদ রানার ব্লগ। ব্লগ ও ব্লগারদের প্রতি আপনার ভালোবাসা ও মমত্ত্ববোধ আসলেই প্রসংশনীয়।
আমরা অপেক্ষায় আছি আপু ফের আমাদের সাথে হাসি গল্পে যোগ দিয়ে তাঁর শোককে খানিকটা হলেও লাঘব করবেন।

২| ২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:০৬

মোগল সম্রাট বলেছেন:



রাতে শুনবো গান গুলা। এখন কামলা খাটতেছি ।

পোষ্টটা পড়লাম । আসলে স্ট্রেস কমানোর জন্য আমার কাছে গান শোনা একটা বিরাট উপকারী পদ্ধতী মনে হইছে এ যাবৎ কালে।

২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৩৮

শেরজা তপন বলেছেন: কোন সমস্যা নেই সময় সুযোগ করে ধীরে-সুস্থে শুনবেন। ধন্যবাদ মহামান্য মোগল সম্রাট।
আপনার মন্তব্যের সাথে সহমত।

৩| ২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ একটা বিষয়ের অবতারণা করেছেন। এ বিষয়ে আলোচনা এগিয়ে নেয়ার জন্য গভীর জ্ঞানের প্রয়োজন।

আপনি গান ও কবিতার খুব সমঝদার। এটা ভালো লাগছে দেখে।

সুন্দরী ও লাস্যময়ী এলিজি আমার লেখালেখিতে এসেছেন মাঝেমধ্যে। তাকে নিয়ে অতীতে পোস্টও দিয়েছিলুম।

ইয়ে, এলিজি একবার আমাদের মিলার গানে কণ্ঠ মেলানোর চেষ্টা করেছিলেন, চেষ্টা ভালো ছিল, যদিও পুরোপুরি মেলাতে পারেন নি। ওটি দেখতে এখানে ক্লিক করুন প্লিজ :)

২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:২৫

শেরজা তপন বলেছেন: আপনি বিজ্ঞ সমঝদার মানুষ। কাব্য বাদ্য সুর আপনার প্রাণ।
এবিষয়টা অন্তর দিয়ে বেশ গভীরভাবে উপলব্ধি করবেন আপনি সেটা জানতাম।
আমি ভাব নিয়েছি শুধু মোটেও সমঝদার নই।
এলিজার লিপে মিলার গান শুনে এসেছি। একটা লাইক ও দিয়েছি। সত্যিই লাস্যময়ী সে।

৪| ২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: আজকে মন দিয়ে গান শুনলাম।প্রতিটি কালেকশনই সুন্দর। ডল আপু মত তাড়াতাড়ি সম্ভব নিজেকে সামলে নিয়ে আবার ব্যবহারিক জীবনে ফিরুন কামনা করি।
ধন্যবাদ ও শুভেচ্ছা তপন ভাই আপনাকে।

২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:২৬

শেরজা তপন বলেছেন: এতটা সময় নিয়ে মন দিয়ে গানগুলো শুনেছেন জেনে আবেগে আপ্লুত হলাম পদাতিক ভাই।
ডল আপুর ব্লগে ফিরে আসার অপেক্ষায় আছি তিনি আসলে ব্লগ বেশ খানিকটা প্রানবন্ত হয়ে উঠবে।
আপনাকেও আন্তরিক ধন্যবাদ -ভাল থাকবেন।

৫| ২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: সুর ও সঙ্গীত। খুবুই গুরুত্বপূর্ন।
পৃথিবী সৃষ্টি হয়েছে শব্দ দ্বারা। অর্থ্যাত সুর দ্বারা। আদি ধর্মীয় কিতাব গুলোতে বারবার বলা হয়েছে সুরের মাঝেই ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়। এমনও বলা হয়েছে, আমাকে (ঈশ্বর) খুজো সুর ও সঙ্গীতে।

২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:২৯

শেরজা তপন বলেছেন: দাউদ(আঃ)বিশেষ যে মোজেজা/কেরামতি/ অলৌকিকতা বা যোগ্যতা ছিল সেটা হল সুর। তাঁর সুললিত ভরাট কন্ঠে সব স্তব্ধ হয়ে যেত নাকি।
ঈশ্বরকে প্রকৃতির মাঝেই বারবার খুঁজতে বলা হয়েছে। তবে সুফিবাদীরা তো সুরের মাঝেই ঈশ্বরকে অনুভব করে।
ধন্যবাদ আপনাকে।

৬| ২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ১:১৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শুভ জন্মদিন বড় ভাই !!

২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:৩০

শেরজা তপন বলেছেন: অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন নিরন্তর!

৭| ২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ২:০৪

আমি সাজিদ বলেছেন: মন্তব্য পুরো পোস্ট পড়ে করবো। স্ক্রল করতে করতে The Lonely Shepherd এর ভিডিও দেখতে পেলাম। আমার খুবই প্রিয় ইন্সট্রুমেন্টাল। এক অদ্ভুত মায়াবী জগতে নিয়ে যায়।

মিরোরডডল আপুকে তো মিস করছিই। একই সাথে মিস করছি ২১/২২ নামের দুই মাল্টি আইডি যারা শুধু মিরোরডডলের পোস্টে ছ্যাঁছড়ার মতো কমেন্ট করে।

২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:৩৩

শেরজা তপন বলেছেন: যাক একটা আপনার অন্তত একটা প্রিয় সুর যোগ করাতে পেরেছি বলে শান্তি লাগছে।
আমিও যে ভীষণ মিস করছি তাঁকে সেটা লেখার শুরুতেই বলেছি। শোক কাটিয়ে তিনি দ্রুত ফিরে আসুন আমাদের মাঝে।
২১/২২ নামের মাল্টি ব্লগারের বিষয়টা বুঝিনি।
ধন্যবাদ আপনাকে।

৮| ২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৪১

গেঁয়ো ভূত বলেছেন: ডল আপুর কি হয়েছে? ব্যাক্তিগত কারনে ব্লগে কিছুটা অনিয়মিত হবার কারনে জানতে পারিনি, আশা করছি ডল আপু তার শোঁক কাটিয়ে উঠবেন অতি শিগ্রই। ডল আপুর জন্য প্রার্থনা ও শুভকামনা।

২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:৩৪

শেরজা তপন বলেছেন: ডল আপুর প্রতি মমত্ববোধ ও আন্তরিকতার জন্য ধন্যবাদ আপনাকে। আমাদেরও প্রার্থনা ও শুভকামনা রইল তাঁর প্রতি।

৯| ২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:২৬

জ্যাক স্মিথ বলেছেন: স্ট্রেস কমানোর জন্য আমার কাছে গান শোনা একটা বিরাট উপকারী পদ্ধতি।

বরাবরের মতোই জটিল পোস্ট।

২৪ শে জুলাই, ২০২৩ রাত ৮:২২

শেরজা তপন বলেছেন: বরাবরের মত মন্তব্যে অন্যপ্রাণিত করার জন্য আন্তরিক ধন্যবাদ প্রিয় জ্যাক স্মিথ। ভাল থাকুন নিরন্তর।

১০| ২৪ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: স্ট্রক্চারালিজমের অন্যতম পুরোধা ব্যক্তি জাঁক লাকা মনে করতেন মানুষ আসলে শিম্পাঞ্জি থেকে আলাদা । আলাদা তার আধ্যাত্মিক বা আত্মিক কারণে । তাই মানুষকে প্রাণী জগতের অন্যান্য প্রাণীর মত মনে করতেন না তিনি । প্লেটো কিন্তু মানুষকে ইতর জানোয়ার বলেই মনে করতেন । পার্থক্য হলো এই যে মানুষের দু পা আছে এবং ফার নেই । কিন্তু জাঁক লাকা বলেন মানুষ আসলে আলাদা ভাষার কারণে । কারণ ভাষাই হলো স্ট্রাকচার । এবং এই ভাষাই ফ্রয়েডের অজ্ঞান বা সাবকনসাসের জন্ম দেয় ।


তাই লাকার কথা ধরে বলা যায় মানুষ ভাষার কারণে কবিতা তৈরী করতে পেরেছে । কবিতা আসলে এসেছে যা কিছু আমাই কিতে গিয়ে কইতে নারি , সেই সমস্যা সমাধানের জন্য । আর সুর সৃষ্টি হয়েছে আমার মতে কবিতাকে উপস্থাপনের আলাদা ঢং চর্চা করতে গিয়ে । আপনি যদি খেয়াল করলে দেখবেন কবিতার ছন্দের সাথে গানের তালের একটা আলাদা সম্পর্ক রয়েছে । এর কারণ হলো এই যে আসলে সুরের আদিপিতা হলো ছন্দ ।


মানুষ কেন সুর ও কবিতা আবিষ্কার করল ? আমি বলব নিজের অস্তিত্বকে তুলে ধরবার জন্য !!

২৪ শে জুলাই, ২০২৩ রাত ৮:৩০

শেরজা তপন বলেছেন: প্রথম রেফারেন্সটা দারুণ; আমার কাজে লাগবে।
কাব্য সুর সৃষ্টি থেকে আমার বিশেষ জানার ইচ্ছে কেন এসব মানুষকে কেন আন্দোলিত করে কিংবা ভাবাবেগে ভাসায়?
এই ফিলিংসটা আসে কোত্থেকে? আধুনিক মানুষের জিনোমে যদি এই আবেগগুলো কোডিং করা থাকে তবে আপনার কথিত ওই শিম্পাঞ্জি থেকে আধুনিক মানুষের রুপান্তরের বিষয়টা ধারনার থেকে ধীর ও অনেক জটিল হবার কথা। অনেক কিছুই অনেক কিছুর সাথে মেলে না।


ধন্যবাদ ভাই আপনার চমৎকার মন্তব্যের জন্য। ভাল থাকুন।

১১| ২৪ শে জুলাই, ২০২৩ রাত ৯:০৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কাব্য সুর সৃষ্টি থেকে আমার বিশেষ জানার ইচ্ছে কেন এসব মানুষকে কেন আন্দোলিত করে কিংবা ভাবাবেগে ভাসায়?
এই ফিলিংসটা আসে কোত্থেকে? আধুনিক মানুষের জিনোমে যদি এই আবেগগুলো কোডিং করা থাকে তবে আপনার কথিত ওই শিম্পাঞ্জি থেকে আধুনিক মানুষের রুপান্তরের বিষয়টা ধারনার থেকে ধীর ও অনেক জটিল হবার কথা। অনেক কিছুই অনেক কিছুর সাথে মেলে না



আসলে ভাই এখানে অনেক মত আসতে পারে । মানুষ তো বিকশিত হতে শুরু করেছে যখন তখন তার মধ্যে অজ্ঞানে অনেক কিছু ঢুকে গিয়েছিল । সে সবকিছুকে ব্যাপক দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবতে শুরু করেছে । ফলে একটা নির্দিষ্ট মাপের শব্দ থেকে সে তাল খুঁজে নিয়েছে যাকে সে সুন্দর বলে ধরে নিয়েছে । একসময় দেখা গেল এই সুন্দরকে সে চর্চা করতে শুরু করেছে । মানুষ কিন্তু নিজেকে আলাদা করেছে সুন্দরের চর্চা করে । এখন যেখানেই সে বিকশিত হবার সময় সুন্দর বলে যা কিছু পেয়েছে তাকেই গ্রহণ করে নিয়েছে আর তাকেই চর্চা করেছে । এভাবেও আমাদের মধ্যে ধীরে ধীরে জন্ম নিয়েছে সংগীতের প্রতি অনুরাগ !!

এটাও আমার একটা ব্যাখ্যা আসলে এরকম অনেকটা ব্যাখ্যা দাঁড় করানো যায় !!

২৫ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

শেরজা তপন বলেছেন: এটাও ঠিক হতে পারে ওটাও ঠিক হতে পারে ফের দুটোও না হতে পারে।
বড্ডগোলমেলে বিষয়!! :(

১২| ২৪ শে জুলাই, ২০২৩ রাত ৯:২২

মেঠোপথ২৩ বলেছেন: দারুন সুন্দর সব গান। খুব লাগল শুনে

২৫ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০১

শেরজা তপন বলেছেন: জেনে আনন্দিত ও প্রীত হলাম। অনেক ধন্যবাদ গানগুলো শোনার জন্য। ভাল থাকুন।

১৩| ২৪ শে জুলাই, ২০২৩ রাত ৯:৩৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ভালো কথা প্রথম গানটা আমাকে শুনিয়েছিল আমার এক বান্ধবি । বৃষ্টির দিনে এই গান খুব সুন্দর লাগে । পাথুরে শহর ছেড়ে পালাবর ইচ্ছে হলে এই গান শুনি । কিন্তু শুনলেই আর পালাতে ইচ্ছে করে না !!

২৫ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

শেরজা তপন বলেছেন: সিনিয়র বান্ধবী নিশ্চিত :) শহুরে জীবনে বীতশ্রাদ্ধ হতে বয়স লাগে<
আমি এইসব পাহাড় পর্বত ঝিরি লেকে অনেক ঘুরেছি। চাইলেও এখন আর পারি না।
গান শুনলে কেন পালাতে ইচ্ছে করেনা।

~এই ইটের শহর পোড়ায় খালি- জোড়াতালি জীবন আমার ভাল্লাগেনারে....

১৪| ২৪ শে জুলাই, ২০২৩ রাত ১০:৫৩

কামাল১৮ বলেছেন: নিজেকে নিজে শান্ত রাখতে জানলে,বাইরের অনুষঙ্গের প্রয়োজন নাই।বাইরের অনুষঙ্গ সর্ত হিসাবে কাজ করে।

২৫ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

শেরজা তপন বলেছেন: ঠিক বলেছেন। তবে কেন যেন সবকিছু ছেড়ে বিশাল সৌম্য প্রকৃতির দিকে চেয়ে থেকে গান শুনতে সবচেয়ে বেশী ভাল লাগে।

১৫| ২৫ শে জুলাই, ২০২৩ রাত ১২:০৪

চারাগাছ বলেছেন:
মিরোরডডল এর কি হয়েছে? আজ খোঁজ করে একটা পোষ্ট দিতে চেয়েছিলামা।
আমিও কয়েকদিন ঢুঁ মারতে পারিনি।


আপনাকে জন্মদিনের শুভেচ্ছা।

২৫ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

শেরজা তপন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ।

পরের মন্তব্যে জানলাম জেনে গেছেন তাই আর উত্তর দিলাম না। ব্লগারদের প্রতি ব্লগারদের মমত্ববোধ সত্যিই আমাকে ব্লগিং করতে দারুণভাবে অনুপ্রাণিত করে।

১৬| ২৫ শে জুলাই, ২০২৩ রাত ২:০৪

চারাগাছ বলেছেন:
মিরোরডডল তাঁর পরিবারের প্রিয়জন কে হারিয়েছেন। ব্যাপারটা দেরি করে হলেও বুঝেছি।

২৫ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

শেরজা তপন বলেছেন: শায়মা আপু বললেন উঁনার ভাই মারা গিয়েছেন।

১৭| ২৫ শে জুলাই, ২০২৩ রাত ৩:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



লিও রজে একজন বাশিঁর সুরের সম্রাট, আমি তাঁর সুরের ভক্ত।

২৫ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

শেরজা তপন বলেছেন: আহা 'ঠাকুরমাহমুদ' ভাই তা আর বলতে। মনকে অন্যরকম এক প্রশান্তি দেয়। ভাল থাকুন।

১৮| ২৫ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: লিও রজে এর সুর ও বাদ্য যেন চির জীবন্ত। শুনলে তনু মনে একটা প্রভাব ফেলে, ভাবনায় প্রকাশ করা যায় না এমন এক অনুভূতির জন্ম দেয়।

২৫ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:১০

শেরজা তপন বলেছেন: চমতকার বলেছেন। তিনি দারুণ জনপ্রিয় একজন ব্যাক্তিত্ব। ব্লগে দেখি তাঁর ভক্ত কম নয়।
সত্যিই অন্যরকম এক অনুভুতির জন্ম দেয়।

১৯| ২৫ শে জুলাই, ২০২৩ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

জন্মদিন কিভাবে কাটালেন?

২৫ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

শেরজা তপন বলেছেন: জন্মদিন প্রায় আর দশটা দিনের মতই। তবে মেয়ে তাঁর হাতে কেটে বাবার জন্য কাগজের ফুল আর উইশিং কার্ড বানিয়েছিল- সেটা ব্যাতিক্রম ছিল।
ওর মা আমার পছন্দের কিছু খাবার রান্না করেছিল এই যা।
ধন্যবাদ।

২০| ২৫ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৫১

আমি সাজিদ বলেছেন: শুভ জন্মদিন তপন ভাই।

২৫ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

শেরজা তপন বলেছেন: সুপ্রিয় সাজিদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন

২১| ২৫ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:০২

ভুয়া মফিজ বলেছেন: পোষ্টের শুরুতেই সতর্কীকরণ দেখে আর ভিতরে ঢুকলাম না। আমার সময়ের বড় অভাব আজকাল!!!

মিড শোককে শক্তিতে পরিণত করে অতি দ্রুত আবার ফিরে আসুক, এই কামনা করছি।

শুনলাম, আপনের নাকি জন্মদিন? জন্মদিন মোবারক হো!!! :)

২৫ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

শেরজা তপন বলেছেন: চারিদিকে আপন মানুষগুলোর সময়ের বড্ড অভাব!!!

জ্বী মিড আপুকে মিস করছি বেশ- বিশেষ করে এই ধরনের পোষ্টে।

হ্যাঁ সেইরকমই শুনেছিলাম- সবাই বলল তাই :) অনেক ধন্যবাদ ব্রো

২২| ২৬ শে জুলাই, ২০২৩ রাত ৮:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: তিনটা গান অনেক প্রিয়। সেগুলো হোল রাস্পুতিন, লা ইসলা বনিটা এবং রাইট হিয়ার ওয়েটিং ফর ইউ।

চল দোতং পাহাড়, লোনলি শেফার্ড এবং এন্ড ইউ মাই লাভ আগে কখনও শুনি নাই। তবে বেশ ভালো লেগেছে।

আল্লাহ মানুষকে অনন্য হিসাবে তৈরি করেছেন। অন্য কোন সৃষ্টির সাথে তার তুলনা হয় না।

২৬ শে জুলাই, ২০২৩ রাত ১০:৫৯

শেরজা তপন বলেছেন: এর বেশীরভাগ গানই যেন অন্য এক ভুবনে নিয়ে যায়।
ক্রিস রিয়ার যাদুকরি কন্ঠে মুগ্ধ সারা বিশ্ব। আমাদের আইয়ুব বাচ্চু ' আমতো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে' ব্যাচেলরের এই গানে তাঁর কন্ঠ ধরার চেষ্টা করেছিল।
লোনলি শেফার্ড এর সুরতো তাবৎ সঙ্গীতপ্রেমীদের ঘোরের জগতে নিয়ে গেছে। দোতং পাহাড় ইদানিং ক্লান্ত হলেই শুনি।

আপনাকে পেয়ে ভাল লাগল। অনেক ধন্যবাদ।

২৩| ২৬ শে জুলাই, ২০২৩ রাত ৯:৪৩

শায়মা বলেছেন: মিররমনির জন্য আমার আরও আরও ভ্রমন ব্লগ দেওয়াই হচ্ছে না। :(

যাইহোক
তোমাকে জন্মদিনের শুভেচ্ছা ভাইয়া।

২৬ শে জুলাই, ২০২৩ রাত ১০:৫৪

শেরজা তপন বলেছেন: ব্লগে উনার বুদ্ধিদীপ্ত আন্তরিক চমৎকার মজার মন্তব্য মিস করছি ভীষণ।

আপনি নিশ্চয়ই ভুলে যাননি এখনো 'আমার জন্মদিনে' সেই লেখাটা :) আপনি আমাকে চিনেছিলেন সেই লেখাটা দিয়ে।
অনেক ধন্যবাদ আপু। ভাল থাকবেন। ভ্রমণ ব্লগের অপেক্ষায় রইলাম।

২৪| ২৬ শে জুলাই, ২০২৩ রাত ১১:২১

শায়মা বলেছেন: না আমি কখনই ভুলিনা সেই লেখাটা।

মিররমনি আসুক তারপর পাবলিশ করবো ওকে?

২৬ শে জুলাই, ২০২৩ রাত ১১:২২

শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ হাঃ তাইলেই কাম সারছে!!!

২৫| ২৬ শে জুলাই, ২০২৩ রাত ১১:২৪

করুণাধারা বলেছেন: শুভ জন্মদিন! অবশ্য জানাতে একটু দেরি করে ফেললাম...

গানময় এবং জ্ঞানময় এই পোস্টে মিররডডলের অনুপস্থিতি দেখে কিছুটা চিন্তিত হচ্ছি, এমন পোস্টে তার অনুপস্থিত থাকার কথা নয়। তাছাড়া সে শোক সামলে ব্লগে নিয়মিত হয়েছিল। এখন কেন আসছে না বুঝতে পারছি না। :(

২৭ শে জুলাই, ২০২৩ সকাল ৮:৪১

শেরজা তপন বলেছেন: গানময় ও জ্ঞানময় পোষ্ট :) আপনার মন্তব্যে আমি ভাষাহারা হইলাম আপু। এটা নেহায়েত আকাম্মা প্যাচাল- জ্ঞানের কোন কথাই নাই!!

দেরসে হুয়া-লেকিন হুয়া তো সহি কিংবা দের আয়া দুরস্ত আয়া...
কোন সমস্যা নেই এই বয়সে বর্ণহীন জন্মদিন আর ফিকে হবার সম্ভাবনা নেই। আপনার আগমনে কিছুটা রঙের প্রলেপ লেগেছে।
ভাল থাকুন।

২৬| ২৭ শে জুলাই, ২০২৩ সকাল ৮:২৬

জুন বলেছেন: চলে যাওয়া জন্মদিনের তাজা শুভকামনা প্রিয় ব্লগার শেরজা। এই ফুলটির মতই দীপ্তি ছড়িয়ে যান আরও অনেক অনেক বছর।

২৭ শে জুলাই, ২০২৩ সকাল ৮:৪৬

শেরজা তপন বলেছেন: পরা ফুলের ডালি নিয়া উপস্থিত হইলেন আপু- আপনাকে কি দিয়ে আপ্যায়ন যে করি। মিস্টি খাওয়ানো যাইবে না -কোল্ড স্টোরেজ ( কোলেষ্টরল'কে একজনে এমন করেই বলেছিল) হাই :)
যাউগ্‌গা ফাউ ধন্যবাদ-ই লন।

২৭| ২৭ শে জুলাই, ২০২৩ সকাল ৯:২৫

আহমেদ জী এস বলেছেন: শেরজা তপন,




অভিনব পোস্টশৈলী! কাব্য, বাদ্য, সুর নিয়ে নাইনথ্‌ সিম্ফনী বাজিয়ে গেলেন।

ব্যায়াম করলে শরীর সুগঠিত হয় আর মস্তিষ্ককে সুগঠিত করতে হলে আপনাকে সুরের মায়াজালে সাঁতার কাটতে হবে। গবেষকরা বলছেন , সুর বা মিউজিক শুনলে দুঃশ্চিন্তা দূর হয়, উচ্চ রক্তচাপ কমে, ব্যথা সরে যায়। তারা আরও বলেছেন, বাদ্য-সুর ঘুমের কোয়ালিটি উন্নত করে চোখে ঘুমের পরশ বুলিয়ে যায়, মানসিক স্থিতি বজায় রেখে স্মরণশক্তি বাড়িয়ে দেয়।
বাদ্য আর সুর কেন যে মানুষকে অন্যলোকে নিয়ে যায় তার কারন হলো, সুর-বাদ্য বাতাসে যে আলোরণ তৈরী করে তা কানের পর্দায় কম্পন তুলে ইলেকট্রিক্যাল সংকেতে পরিনত হয় এবং তা অডিটরী স্নায়ু বেয়ে বেয়ে মস্তিষ্কে গিয়ে তার লিম্বিক সিষ্টেমকে জাগিয়ে তোলে। আর তাতেই "ডোপামিন" নামের একটি "নিউরোট্রান্সমিটার" এর নিঃসরণ বেড়ে যায়। এই ডোপামিন আপনার মগজের " প্লেজার সিষ্টেম " এলাকাগুলোতে যে অনুরণন তুলবে তাই আপনার শরীর-মনকে চাঙ্গা করে তুলবে। মনে হবে আপনি অন্যলোকে ভেসে যাচ্ছেন।

আপনি এই পোস্ট নিয়ে আলোচনা শুরুর আগে যে "মুড" তৈরী করার কথা বললেন তাও কিন্তু তৈরী করে দেবে এই ডোপামিন ।

২৭ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৪০

শেরজা তপন বলেছেন: সব আবেগ- ভাবাগের দায় পুরোটাই নিজের কাঁধে ডোপেমিন নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই মালটার মধ্যে এত আবেগের মশলা ঢুকল ক্যামনে? আমাদের নিকটতম প্রাইমেটদের থেকে যখন হোমোসেপিয়েন্স আলাদা হয়ে গেল তখন ডোপেমিন তাঁর আসল কারিশমা দেখানো শুরু করল। এর আগে এর আগে এত আবেগের মশলা দিয়ে কেন তিনি তরকারি পাকাইলেন না সেইটা একটা বিস্ময়কর ব্যাপার বটে।

এমন চমৎকার ব্যাখ্যার জন্য স্যালুট ভাইজান। আপনি প্রজ্ঞাবান মানুষ তাই বিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন। তবে এনিয়ে তেমন বেশী কেউ আলোচনা করল না তাই ডপেমিন কম ক্ষরণ হচ্ছে- মুডটা আসল না সেভাবে :)

ভাল থাকবেন।

২৮| ২৮ শে জুলাই, ২০২৩ রাত ১:০০

সোহানী বলেছেন: আমি জানি না মিরোর কি হয়েছে। তারপরও প্রার্থনা ও যেন সর্বদা ভালো থাকুক।

যেসব গান বা মিউজিক যোগ করেছেন তা শুনেই বড় হয়েছি। এবং এখনো হয়তো বেড়ে চলছি। ডোপেমিন টোপেমিন নিয়ে আমি ভাবি না কোনকালেই। যা আমাকে উজ্জীবিত করে, যা আমাকে বাঁচতে সাহায্য করে তা তো জীবনেরই অংশ।

২৮ শে জুলাই, ২০২৩ সকাল ৮:৪৫

শেরজা তপন বলেছেন: কি সুন্দর করেই না বললেন আপু। আপনি শুধু লেখক হিসেবেই নয় চিন্তা, মনন ও স্পর্শকাতরতায় অনন্য। বাইরের খোলস খানিকটা ঝিনুকের মত।
আহা এক জীবনে যে কতই গান শুনলাম- তবুও কিছু কিছু গান হঠাত শুনে মনে হয় আরে এটাতো শোনা হয়নি- এ যেন আমারই জীবনের কথা। এমন করে কত গান শোনা বাকি রয়ে গেছে।
আমি গান পাগল মানুষ তবে গান শুনতে আমার সবচেয়ে বেশী ভাল লাগে ড্রাইভিং এর সময়ে- অবশ্য এর পেছনে একটা বিশেষ কারণ রয়েছে।

আমি যরদুর জানি( শায়মা আপুর বরাত দিয়ে) উঁনার (মিরোর আপু) ভাই মারা গিয়েছেন।

২৯| ২৮ শে জুলাই, ২০২৩ সকাল ৮:৩৫

জুন বলেছেন: লিও রজার্স ইকুয়েডরের বাসিন্দা হলেও তার চেহারায় রয়েছে ইনকাদের ছাপ। আভাটারের নায়কের মত অনেকটা। মাটির মানুষ বলেই তার সুরে মিশে আছে মাটি আর প্রকৃতির সুবাস।
রাসপুটিন তো আমাদের গানের জগতের ভিত নাড়িয়ে দিয়েছিল শেরজা। লতা আশাদের বাদ দিয়ে বেসুরো গলায় রাসপুটিন গাইতাম :`>
লোকে আমাকে খ্যাত বলুক তারপর ও ম্যাডোনা আর মাইকেল জ্যাকসন আমার চিরকালের প্রেম।
রিচার্ড মাক্স তার এই এক গান দিয়েই দুনিয়া মাতিয়েছে সাথে আমাকেও।
আরেকটা গান জর্জ মাইকেলের "মেরী ক্রিসমাস"। বড়দিনের সময় আপনি যেখানেই যান শুনতে পাবেন এই গানটি অনবরত বেজেই চলেছে শেরজা যা আপনার ভেতর আনন্দ আর বিদায়ের এক গভীর আলোড়ন সৃষ্টি করে।
অনেক ভালো লাগা রইলো আপনার গান নিয়ে লেখায়। জানিনা আমার অনুভূতিগুলো আপনার পোস্টের সাথে সম্পৃক্ত কি না তারপরও ---

২৮ শে জুলাই, ২০২৩ সকাল ৮:৫৬

শেরজা তপন বলেছেন: প্রত্যেকটা গানের শিল্পীর নাম ধরে আপনি আপনার ভালবাসা ও অনুভুতি যেভাবে ব্যাক্ত করেছেন তা দেখে আমি আপ্লুত হলাম।

আমি একসময় গজল, আধুনিক ও ব্যান্ড ও জনপ্রিয় কিছু ইংরেজী গান শূনতাম। কিন্তু রাশিয়ায় গিয়ে দেখি ছেলে বুড়ো থেকে দুধের শিশু পর্যন্ত ইংরেজী ফরাসি আর দাচ গানের ভক্ত। ওখানে আমি এত বেশী ইংরেজী গান শুনেছি বাকি জীবনে সব গান মিলেও তত শুনিনি। রিচার্ড মার্ক্স,লায়োনো রিচি, জর্জ মাইকেল, ক্রিস ডি বার্গ, ক্রিস রিয়া সহ অনেক সলো শিল্পীর গানে কত দীর্ঘ রাত নেচেছি। এখন সব সপ্নের মত লাগে! এদের প্রায় প্রতিটা গানের সাথে আমার চমৎকার কিছু স্মৃতি জড়িয়ে আছে।
জর্জ মাইকেলের মৃত্যুর সাথে সাথে আমাদের অনেক স্মৃতিবহুল দিন রাত্রির কবর হয়ে গেছে।
আপনার মন্তব্য সবসময়ই আমাকে অনুপ্রাণিত করে হোক সেটা পোষ্ট সম্পৃক্ত আর নাই হোক। বিন্দাস মন্তব্য করে যাবেন- ট্যাক্স ফ্রি :)

৩০| ২৮ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৪৮

অপু তানভীর বলেছেন: ম্যাডোনার La Isla Bonita গানটা আমি আগে Alizée কন্ঠেই শুনেছিলাম । তখনও আসলে জানতাম না যে এটা আসলে ম্যানোডার গান । সেই সময়ে Alizée প্রেমে পড়েছিলাম । বনি এমের রাসপুটিন বলেন অথবা দ্য লোলনি শেপার্ড এই গান গুলো মনের ভেতরে যে কী আন্দোলন সৃষ্টি করে তা ভাষায় প্রকাশ করার উপায় নেই ।

তবে বনের পশুপাখি কি গান সুরের প্রতি একেবারের ইনসেন্সেটিভ?
কদিন আগে একটা ভিডিও দেখলাম সেখানে দেখলাম একটা ছেলে ভ্যায়োলিন বাজাচ্ছে সেটা নিজের মোবাইলে রেকর্ড করছে এবং সেই সুর শুনে একটা শেয়াল তার পাশে এসে বসেছে ।

২৮ শে জুলাই, ২০২৩ সকাল ১০:২০

শেরজা তপন বলেছেন: La Isla Bonita আমি সেই রিলিজের পর থেকে শুনে আসছি। তখন ম্যাডনা ছিল আমাদের ক্রাশ :)
যে কোন ছেলে Alizée'র সৌন্দর্যের প্রেমে পড়বে সেটাই স্বাভাবিক।

* সেই শেয়ালটার সাথে কোনভাবে তাঁর বন্ধুত্ত্ব ছিল। এসকল প্রাণীর মানুষের সাথে সম্পর্ক হলে মানুষকে অনুকরন করতে শিখে।
তবে ধর্মগ্রন্থ ও সাহিত্যে আছে সুরে বিমোহিত হয়ে নাকি পশু পাখি পর্যন্ত মাতোয়ারা হয়ে যায়। বৈজ্ঞানিক বিষয়টা দেখতে হবে।

অনেক অনেক ধন্যবাদ দারুণ মন্তব্যের জন্য।

৩১| ২৮ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার মনে হয় মানুষের মত এতো শৈল্পিকভাবে কোন প্রাণী যৌন মিলন করতে পারে না। আমার মনে হয় এটাও মানুষকে অনন্য করেছে। আশা করি আপনি এই ব্যাপারে একটা পর্ব রচনা করবেন। :)

২৮ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:৫০

শেরজা তপন বলেছেন: আপনি কি নিশ্চিত? :)
জানেনকি বোনবোসরা ( মানুষের নিকটতম প্রাইমেট) ভালবেসে পার্টনারের ঠোটে চুমু খায় এবং একমাত্র প্রাইমেট( মানুষ ব্যতীত) যারা মাঝে মধ্যে মুখোমুখি সঙ্গম করে ? অনেক মেয়ে বনোবোসরা খাবার, ক্ষমতা বা বিশেষ কিছু লাভের উদ্দেশ্যে পুরুষ বোনোবোসকে যৌন মিলনে প্রলুব্ধ করে?
এই বিষয় নিয়ে আমি একটা লেখা বেশ খানিকটা এগিয়ে রেখেছি। ধন্যবাদ ফের স্মরণ করিয়ে দেবার জন্য।

৩২| ০৬ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

মিরোরডডল বলেছেন:




মনে রাখার জন্য অনেক অনেক থ্যাংকস শেরজা।
মন্তব্যেও যারা উল্লেখ করেছে তাদের সবার জন্যও অন্তর থেকে শুভকামনা।

পোষ্টের বিষয়ে আবার পরে আসবো।

Belated happy birthday!
অনেক বেশি লেইট করে ফেললাম।

জীবন নৌকায় কতটা পাড়ি দিয়েছে শেরজা?
আই উইশ তীরে পৌঁছাতে যেনো আরো অনেক দীর্ঘ যাত্রা অতিক্রম করতে হয়।
I hope you'll enjoy every moment of the remaining journey.


০৬ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

শেরজা তপন বলেছেন: ব্লগে আপনার অনুপস্থিতিতে এত বেশী আলোচনা হয়েছে আপনাকে নিয়ে যা এযাবতকালে কোন ব্লগারকে নিয়ে হয়নি বলে আমার ধারনা।
একজন ব্লগারের বুদ্ধিদীপ্ত মজার ও গঠনমুলক মন্তব্য ব্লগের যে কতবড় সম্পদ এবং ব্লুগারদের কি পরিমান উৎসাহিত ও অনুপ্রাণিত করে তাঁর প্রকৃত উদাহরণ আপনি। হাজার পোষ্ট দেয়া কোন ব্লগারকে এভাবে কেউ মিস করে না।

যা হোক আপনার অতি প্রিয়জন বিয়োগে আমরাও সমব্যথী ছিলাম।
আপনি সব শোক কাটিয়ে উঠে ফের ব্লগ জমিয়ে দিবেন সে প্রত্যাশা রাখি।

এই বয়সে জন্মদিনের উইশ যত লেইটে হয় তত বেশী ভাল। ক'দিন পরে নামের আগে বুইড়্যা যোগ হবে। বয়স বলতে শরম লাগে তবুও বলি অর্ধশতকের সাথে তিনটে বসন্ত যোগ হয়েছে :)

আপনার মন্তব্য পেয়ে মনটা ফুড়ফুড়ে হয়ে উঠল। ভাল থাকুন। সুস্থ্য থাকুন
শুভেচ্ছার জন্য বিশেষ ধন্যবাদ।

৩৩| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১০

মিরোরডডল বলেছেন:




শেরজার প্রতিমন্তব্য পড়ে বলতেই হয় I'm feeling honored and blessed.
Thank you so much for your wonderful words to me.

এটা কোন বয়স??
you are and you will be always evergreen.

৩৪| ১২ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩২

মিরোরডডল বলেছেন:




শুরুতেই সোহানের গানটা ভালো। নাইস লিরিক, ভোকাল খুব পছন্দ হয়েছে।
লোনলি শেপার্ড আমার অলটাইম ফেবারিট। এই মিউজিকটা আমি অটো রিপিটে রেখে শুনি।
লিও রজার্সেরটা সুন্দর কিন্তু অরিজিন্যাল Gheorghe Zamfir - The Lonely Shepherd এটাই মোস্ট অভ দ্যা টাইম শোনা হয়।

রাসপুটিন গানটা অডিও শোনার চেয়ে স্টেইজ পারফর্মেন্সের জন্যই পারফেক্ট, এন্ড অফকোর্স উইথ ডান্স।
ইউ আর রাইট, এটা শুনলে শরীরে একটা রিদম চলেই আসে। La Isla Bonita আরো রিদ্মিক, ম্যাডোনার অরিজিন্যালটাই বেস্ট।






৩৫| ১২ ই আগস্ট, ২০২৩ রাত ১০:০৯

মিরোরডডল বলেছেন:




ওয়েটিং ফর ইউ -রিচার্ড মার্ক্স, এ গান এক সময় ন্যাশনাল এনথেমের মতো শোনা হতো।

মানুষের জীবনে কাব্য ও সুর দুটোর ভুমিকা থাকলেও সুরের শক্তিটা বেশি।
কাব্য ছাড়াও শুধু সুর একটা মোহের জগতে নিয়ে যায়।

আহা Chris Rea! You My Love আমার অনেকই প্রিয় একটি গান।
বাহ শেরজা! লিরিক এবং মন্তব্যের অনুবাদ দুটোই ভালো হয়েছে।
তার আরেকটি প্রিয় গান শেয়ার করি।



১৩ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৩৯

শেরজা তপন বলেছেন: পর পর তিনটে মন্তব্য!!!
আপনি কিছুটা আগের মুডে ফিরে এসেছেন দেখে ভাল লাগছে। গানের প্রতি আপনার যে দরদ ও ভালোবাসা তাঁরপরে যা বিশেষ একটার ধারার নয় সেটা বিস্ময়কর! আপনার মত গান পাগল, সুর ও লিরিক্সের সুক্ষাতিসুক্ষ্ণ বিষয়গুলো যেভাবে অনুভব ও প্রকাশ করে তা নিঃসন্দেহে বিরল। বিশেষ করে বাঙ্গালী নারীদের সেটা বিশেষভাবে প্রযোজ্য।
দ্বিতীয় মন্তব্যে আপনি যা বলেছেন তাঁরপরে আমি আর কি ব্লব। ম্যাডোনার অরিজিনার ভয়েসে গানটা শুনলে আমি সেইদিনগুলোতে ফিরে যাই। তখন ভিসিআর এ এইগানগুলো দেখে কি দারুনভাবে উত্তেজিত হতাম :)

মানুষের জীবনে কাব্য ও সুর দুটোর ভুমিকা থাকলেও সুরের শক্তিটা বেশি।
কাব্য ছাড়াও শুধু সুর একটা মোহের জগতে নিয়ে যায়।
~ চমৎকার একটা কথা বলেছেন। আমি একমত। কাব্য সেটা যতই অনবদ্য হুক না কেন- সুর ছাড়া মানুষকে ফ্যান্টাসির জগতে ভাষায় না। সুরের এক ঐন্দ্রজালিক ক্ষমতা আছে।
ক্রিস রিয়ার কন্ঠের যাদুতে আমি বিমুগ্ধ বরাবর। ওর সব গানই বার বার শোনা আমার। এই গানের লিঙ্কটার জন্য ধন্যবাদ আপনাকে।
দারুণ মন্তব্যে অনুপ্রাণিত হইলাম। ভাল থাকুন।

৩৬| ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫০

নিমো বলেছেন: এক কাজ করেন, ঘুম-পাড়ানি-গান নিয়ে একটা পোস্ট দেন।

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:১৩

শেরজা তপন বলেছেন: কেন এইগুলো শুনে ঘুম আসে নাই :)
ভাল বলেছেন আমার স্টকে অনেক ঘুম পাড়ানি গান আছে।
আচ্ছা বাচ্চাদের পিঠ চাপড়ে দিয়ে ঘুম পাড়ানি গান শোনালে ঘুমিয়ে পড়ে- তেমনি করলে বড়দের কেন বিরক্তি ধরে বলতে পারেন?

৩৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫২

খায়রুল আহসান বলেছেন: "কবিতা আর সুর কিভাবে সৃষ্টি হলো?" - আজ থেকে বহু বহু শতাব্দী আগে থেকে মানুষ তার ভাব, আবেগ, লক্ষ্য ও উদ্দেশ্য, এমনকি ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণের জন্য কবিতাশ্রয়ী হয়েছে। বক্তা ও শ্রোতা, উভয়েই কবিতার মাধ্যমে ভাবের আদান প্রদান করতে পছন্দ করতো।

কবিতা আর সুর নিয়ে সৈয়দ রেজা আহসান নামে জনৈক লেখক তার কবিতা ও গান রহস্য নামক এক নিবন্ধে চমৎকার কিছু কথা বলেছেন, যা প্রাসঙ্গিক ও প্রণিধানযোগ্য বলে নিম্নে উদ্ধৃত করছিঃ

"কবিতা প্রবাহের ভেতর দিয়ে জীবন্ত থাকে ভাষার শরীর। কবিতা না থাকলে মানুষের ভাষা মরে যেত। মৃত ভাষা আওড়াতে হতো মানুষকে। প্রাণহীন ভাষায় কথা বলত মানুষ। নতুন শব্দের জন্মই হতো না যদি না কবিতা থাকত। কবিতা ভাষার প্রাণ। তাই কবিতাকে বলা হয় মানবজাতির মাতৃভাষা।"

"সুরই গানকে গান করে তোলার প্রধান নিয়ামক। গানেরও শরীর এবং আত্মা আছে। আছে কবিতারও শরীর-আত্মা। শারীরিক দিক থেকে গান খুব সীমিত কাঠামোয় জন্ম নেয়। কবিতার সীমানা বেশুমার। গানের আত্মা হলো সুর। কবিতার আত্মা বাণী। অবশ্য গানেও বাণী ছাড়া সুর জমে না। বলা যায়, বাণী এবং সুর দুটো মিলে গানের আত্মা। আর কবিতার আত্মা হলো বাণী ও আন্তঃবাহ।"

পরে আবারও আপনার এ পোস্টে আসার আশা রাখছি। পোস্টে পনেরতম প্লাস। + +

০১ লা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:১১

শেরজা তপন বলেছেন: মন্তব্যে অনেক কিছু নতুন করে জানলাম। ফের আপনার আসার অপেক্ষায় রইলাম ...

আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

৩৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০৪

খায়রুল আহসান বলেছেন: পোস্টের এবং মন্তব্যের সবগুলো গান শুনলাম মুগ্ধচিত্তে।
আহমেদ জী এস কর্তৃক বর্ণিত "ডোপামিন" নামের "নিউরোট্রান্সমিটার" টাই যে মানুষের শরীর-মনকে চাঙ্গা করে তোলার ব্যাপারে প্রধান নিয়ন্ত্রক, সেটা এর আগেও তার লেখা একটি চমৎকার পোস্ট পড়ে জেনেছিলাম।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:০১

শেরজা তপন বলেছেন: ফের মন্তব্যে আপনাকে পেয়ে আপ্লুত হলাম।
ভাল থাকবেন। ধন্যবাদ।

৩৯| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৪

নতুন বলেছেন: এই পৃথিবী থেকে চলে যেতে হবে একটা সময়। যদি কেউ জিঙ্গাসা করে দুনিয়ার কোন জিনিসটা মিস করবো।

আমি জবাব দেই ----- গান... মিউজিক

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:০৩

শেরজা তপন বলেছেন: ঠিক একদম ঠিক মনের কথাটা বলেছেন।
অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা সুপ্রিয় নতুন ভাই। সুস্থ ভাবে বেঁচে থাকুন অনাদিকাল আর গান নি্যে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.