নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

হতেই হবে- \'হুজুরের মতে অমত কার\'!

১৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:১০

( রাজনীতিবিদদের জন্য অগ্রীম সতর্কতাঃ এরা হাসিনাবিরোধী আন্দোলনে এক হাত হারিয়ে হাসতে হাসতে বলে যখন,দেশের জন্য প্রয়োজন হলে আরেক হাত দিব- তখন কি আপনাদের মনে হয়; শুধু আলু পটোলের দামের জন্য এরা এই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত? মিলেনিয়াম, জেন জি আর আসছে আগামীর আলফা প্রজন্মের পালস বোঝার চেষ্টা করুন। না হলে আপনাদের দশা হবে ফ্যাসিস্ট হাসিনার থেকেও করুণ।)
তারেক জিয়া যা বলবে সেইটাকে বেদবাক্য মেনে আপনাদের অন্ধ সাপোর্ট করা মেনে নিতে পারছি না।
আমি নিশ্চিত তারেক জিয়া যদি বলত এইমুহুর্তে গনভোট দেশের জন্য অনেক বেশী গুরুত্বপূর্ণ আপনারা সবাই সেই কথা সাপোর্ট করতেন- ইনিয়ে বিনিয়ে তার সপক্ষে যুক্তি তুলে ধরতেন।
মানুষ শুধু মোটা ভাত মোটা কাপড় আর মাথা গোঁজার ঠাই চাইলে হাসিনা্র আমল খারাপ কি ছিল? এলিটের খোলস থেকে বেরিয়ে আসুন। তথাকতিথ সাধারন মানুষ এখন অনেক বোঝে।
পনারা আদ্যির পাঞ্জাবী পড়ে জমকালো গাড়িতে চড়ে - একগাদা হনুমানের 'হুপ্‌ হাপ্‌' হুঙ্কারের সাথে মঞ্চে আসীন হয়ে কোর্মা পোলাওয়ের ঢেকুর তুলতে তুলতে, লাখ টাকার সেলফোনে ' সোশ্যাল মিডিয়া'তে নিজের গুনগানের আখ্যান দেখতে 'জনগন মোটা ভাত আর কাপড়ের জন্য হাহাকার করতেছে' এই চিন্তায় হাউমাউ করে কাদবেন আর চিরায়ত প্রথায় সেই আর্য আর ইতরের ভাগ করবেন, সেই দিন শেষ হয়ে আসছে। ভবিষ্যত প্রজন্ম যে কোন দাবানল নিয়ে আসছে সেটা কল্পনাতেও নাই আপনাদের।
( এখানে ভবিষ্যতে দিল্লীর পরিবর্তে লন্ডন ও হতে পারে।)
ভারত থেকে ঋত্বিক ঘটক, সুনীল, জ্যোতি বসু এই দেশে তাদের বাপ দাদার জমিদারির ভিটা দেখতে এসে তাদের সেই সুখের দিনগুলোর কথা তুলে আবেগার্ত হয়ে যায় আর আমরা অতি আবেগে কেঁদে বুক ভাসাই। কেউ বলে না তাদের জমিদার বাপ ঠাকুর্দা-রা কি পরিমান অত্যাচার করেছে। আপনারা যে ভাবে যে যুক্তিতেই বলেন না কেন তারেক দুধে ধোয়া তুলসী পাতা নয়, তার ও তার দলের অতীতের অপকর্মের দায়ভার নিয়ে তবে এইসব 'আম জনতা'র চিন্তায় ঘুম নাই এই জাতীয় ডায়লগ ঝাড়তে হবে।
তারেক যা বলে বিএনপির মিডিয়া সেলের চাটুকারেরা আহা কি ডায়লগ বলে 'চিক্কুর' দেয়।

সাহেব কহেন, ‘চমৎকার! সে চমৎকার!’
মোসাহেব বলে ‘চমৎকার সে হতেই হবে যে!
হুজুরের মতে অমত কার?’

সাহেব কহেন, ‘কী চমৎকার,
বলতেই দাও, আহা হা!’
মোসাহেব বলে, ‘হুজুরের কথা
শুনেই বুঝেছি, বাহাহা বাহাহা বাহাহা!’
...
সাহেব কহেন, ‘কী বলছিলাম,
গোলমালে গেল গুলায়ে!’
মোসাহেব বলে, ‘হুজুরের মাথা! গুলাতেই হবে!
দিব কি হস্ত বুলায়ে!’

ক্কু চাচ'য় কয় আওয়ামীলীগের সব মামলা আমরা তুলে নিব। আমরা থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিয়ে পারবে না। ( কি আমার নাপিত রে পনের বছর কোন রকম জান বাচানো ফরজ বইলা নিজেরাই দৌড়ের উপ্রে থাকলেন এখন 'রবিনহূড' সাজছেন)
( কেউ রেফারেন্স চাইলে এই ভিডিওর ৭ মিনিট থেকে দেখুন।)
সোশ্যাল মিডিয়ায় পুলাপাইন যখন মাইঙ্ক্যা চিপায় ফেলাইলো তখন কয়, আমি বলেছি শুধু যাদের বিরুদ্ধে হয়রানীর মামলা আছে তাদের কথা , পরে আবার ভোল পাল্টাইলো; আমিতো আমার এলাকা মানে ঠাকুরগায়ের আওয়ামীলীগের নেতাকর্মীদের কথা শুধু বলেছি।
জনগন সেই গাণ্ডু নাইরে মামা! ডিজিটাল দুনিয়ায় এখন ডিলিট আর এডিট বলে কিছু নাই- এইগুলা শুধু সান্তনা! অতএব সাধু সাবধান!!





মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিদেশে থাকায় তারেক দেশের অবস্থা ঠিক বুঝতে পারছেন না।

১৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৭

শেরজা তপন বলেছেন: সহমত। একথা অনেক গুণীজনেরাও বলছেন। ধন্যবাদ

২| ১৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৯

শ্রাবণধারা বলেছেন: ঋত্বিক ঘটক এবং সুনীল গঙ্গোপাধ্যায় কেউই জমিদার পরিবারের সন্তান নন।

সুনীল গঙ্গোপাধ্যায়ের বাবা ছিলেন দরিদ্র স্কুলমাস্টার। মাদারীপুরের এক গ্রামে সুনীলের জন্ম। তাঁর মামারা কলকাতাবাসী এবং সম্পদশালী ছিলেন যেটা "একা এবং কয়েকজন" উপন্যাসে সুনীল লিখেছেন। দেশভাগের পরে তাদের পরিবার কলকাতায় সেই মামাদের বাড়িতে বেশ কিছুকাল অবস্থান করেছিল। তারপরে কলকাতাতেই স্কুলমাস্টার একটা চাকরি পায়। সুনীলের আত্নজীবনী "অর্ধেক জীবন" এ কলকাতায় তাদের ভাড়া বাড়ির বর্ণনা আছে। ২৫ বা ৩৫ টাকা ভাড়ার একটা বাড়িতে ৮-১০ জন একসঙ্গে থাকতেন। সবাই ঘুমিয়ে পড়লে কবিতার খাতা নিয়ে বসতেন।

ঋত্বিক ঘটকের পরিবারও জমিদার ছিল না, তবে তাঁর পিতা ব্রিটিশ সরকারের ম্যাজিস্ট্রেট ছিলেন, সে হিসেবে বিত্তশালী। তাঁর জন্ম ঢাকায়, কিন্তু তাঁর স্মৃতিতে রাজশাহীর বর্ণনাই বেশি। এখানেই তার পিতা বাড়ি কিনেছিলেন আর রাজশাহী কলেজ থেকে ঋত্বিক আই পাশ করেন।

এদের কারো বাপ-ঠাকুর্দাই বাঙলার মানুষের ওপর কোন অত্যাচার করেননি। এদের নামে মিথ্যা গল্প বানিয়ে আপনি মূলত জামাতিদের বর্ণবাদী এবং জঙ্গি বয়ান প্রমোট করছেন!

১৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৭

শেরজা তপন বলেছেন: @ শ্রাবণধারা আপনি বিষয়টাকে দেখি একেবারেই ব্যক্তিগতভাবে সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। এটা জাস্ট চটুল উদাহরণ মাত্র! আমি নিজেও কখনো তাদেরকে এভাবে বলতে বা করতে দেখিনি। আপনার মন্তব্য আসল বিষয় থেকে মানুষের নজর অন্যদিকে ঘুরানোর জন্য যথেষ্ট। তবে ভাই সুনীলের সম্বন্ধে আপনার মনে হয় জানার একটু ঘাটতি আছে আরেকটু ভালোভাবে জানুন।
আপনি বলতে চাচ্ছেন; জমিদাররা কখনোই অত্যাচার করেনি?

৩| ১৫ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০২

মামুinসামু বলেছেন: "হুজুরের মতে অমত কার"... হুজুরদের লাভের সাথে যারা লাভবান হয় তারাই তো মোসাহেবী করবে।

৪| ১৫ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১৪

হাসান মাহবুব বলেছেন: এবার কি তবে জামাতকে ভোট দিব তপন ভাই? আপনি কাকে ভোট দিবেন বা কাকে ভোট দিলে ভালো হয় বলে মনে করেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.