![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্পাদক, মাসিক ব্রাহ্মনবাড়িয়া ফিচার, সাংগঠনিক সম্পাদক কসবা প্রেসক্লাব, গীতিকার, কসবার গান
ঝরা পাতা ভেবোনা আমায়
লোকমান হোসেন পলা
তুমি কি আকাশের নীল দেখ
কিংবা আকাশকে
তোমার খুব প্রিয় বুঝি
চুল উড়ানো হাওয়া
ভোরের শিশির?
এতো কিছু তোমার প্রিয়
তবে,
আমি কেন নয়!
অথচ,
আমি প্রতি দিনরাত্রি
তোমার জন্য কখনো আকাশ
কখনো নীল
আবার,
কখনো মাতাল বাতাস
দোহাই, ঝরা পাতা ভেবোনা আমায়।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৫২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর প্রয়াস। কবিতায় ভালো লাগা।