![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নানিজান - তার সব কথাই শেষ হতো বিয়ে দিয়ে। যেমন ধরা যাক কথা প্রসঙ্গে আমি বলে ফেললাম -পড়াশোনা করতে ভাল লাগে না। তিনি বলবেন - তাইলে আর কী করবা, একটা বিয়া কইরা ফালাও। কিংবা বললাম - খাবারে এত ঝাল কেন? তিনি বলবেন - ঝাল তো হবেই, একটা বিয়া কইরা ফালাও, সব মিষ্টি লাগব।
তো একদিন নানি কে খুব আগ্রহ নিয়ে বললাম, নানি আমি গিটার বাজানো শিখতে চাই। আম্মুকে বোঝান। তিনি বললেন, গিটার শিইখা কী করবা, মাইয়া সাথে লইয়া নাচবা? তারচেয়ে একটা বিয়া কইরা ফালাও।
আমার এই অতি সুইট নানিজান না ফেরার দেশে চলে গেছেন প্রায় ছ'বছর আগেই। খুব মিস করছি তাঁকে। আর মিস করছি বিয়ে সংক্রান্ত তাঁর কথাবার্তাগুলো; যেভাবেই বলুক না কেন স্বীকার করতে দোষ নেই, কথাগুলো শুনতে ভালই লাগত ...
©somewhere in net ltd.