![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাংকে গিয়ে মেজাজটাই খারাপ হয়ে গেল আজ। চেকবই তুলতে গিয়েছিলাম। প্রথম কাউন্টারের লোক বলল - ২য় কাউন্টারে যান। ২য় কাউন্টারে গেলাম, বলা হলো - তিন নাম্বার কাউন্টারে যান। গেলাম। সেখান থেকে বলা হলো - এখানে অনেক কাজ। আপনি চার নাম্বার এ যান। চার নাম্বার কাউন্টারে গিয়েই আমি বললাম - ভাই, পাঁচ নাম্বার কাউন্টার কোনটা? উনি বললেন - পাঁচ নাম্বার কাউন্টার তো নাই। আমি বললাম - নাই ক্যান? উনি বললেন - ভাই মশকরা করেন ? এবার আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম । চিৎকার করে বললাম - মশকরা কে করতেসে, ওখান থেকে বলে এখানে, এখান থেকে সেখানে তারপর ঐখানে, আপনারা ফাইজলামি পাইসেন? মনে মনে অবশ্য বললাম - আমার শরীর কি বাংলালিংক দামে পাইসেন? ???
২| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:১৪
ব্যাংকার বলেছেন: কোন ব্যাংক? কোন ব্রাঞ্চ?
৩| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:১৭
দার্শনিক শিবলী শাহেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে @বিদ্রোহী।
উত্তরা ব্যাংক, ভাগলপুর ব্রাঞ্চ @ ব্যাংকার
৪| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:৩২
ব্যাংকার বলেছেন: দুখজনক। আপনি কি ভাগলপুরে থাকেন? খুব সুন্দর জায়গায় আপনার ব্রাঞ্চ। যাই হোক এক সময় উত্তরা ব্যাংক, ভাগলপুর ব্রাঞ্চ এর এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমার পরিচিত ছিল। আপনাকে সাহায্য করতে পারলাম না।
৫| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:৪২
দার্শনিক শিবলী শাহেদ বলেছেন: ব্যাংকার ভাই, আপনাকে ধন্যবাদ। কাজ হয়ে গেছে। আশাকরি এরপর থেকে তারা আমাকে গুরুত্বের সহিত দেখবেন।
৬| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:১৮
গোবর গণেশ বলেছেন: ব্যাংকের চাকরী বলে কথা। ব্র্যাক ব্যাংকের মিরপুর ১০, সেনপাড়া শাখায় গিয়ে দেখা যাবে বিশাল মানুষের লাইন। জমাদান ও উত্তোলন একই লাইনে। দোতালায় বসেন কয়েকজন রাজকন্যা ওনারা যদি একজনের সাথে কথা বলতে থাকেন তবে আর দ্বিতীয় কারো সাথে ভালো করে কথা পর্যন্ত বলেন না। আর কত রকম হাইকোর্ট জজকোর্ট সুপ্রীম কোর্ট সব দেখায়া ছাড়ে।
আমি মাঝে মাঝে ওখানে যাই বিদেশ থেকে পাঠানো টাকা তুলতে। সেই সুবাদে কত হাইকোর্ট ঘুরি।
৭| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
দার্শনিক শিবলী শাহেদ বলেছেন: আপনি যথার্থই বলেছেন গোবর গণেশ ।
৮| ২৬ শে মে, ২০১৩ রাত ৮:২৯
আশীষ কুমার বলেছেন: ভাগলপুর মানে বাজিতপুর? উত্তরা ব্যাংকের চারটা কাউন্টার আছে সেই ব্রাঞ্চে?
চেক বই সাধারণত একাধিক কাউন্টার থেকে দেয়া হয় না। তবে কাস্টমার কেয়ার নামে আলাদা ডিভিশন থাকলে তা হয় এবং ভোগান্তি বাড়ে। আর না হলে যে কোন একজনের দায়িত্বেই থাকে এটি।
৯| ২৬ শে মে, ২০১৩ রাত ৮:৩০
( ট্রোজান হর্স ) বলেছেন:
১০| ২৬ শে মে, ২০১৩ রাত ৯:০২
দার্শনিক শিবলী শাহেদ বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: চিৎকার করে বললাম - মশকরা কে করতেসে, ওখান থেকে বলে এখানে, এখান থেকে সেখানে তারপর ঐখানে, আপনারা ফাইজলামি পাইসেন? মনে মনে অবশ্য বললাম - আমার শরীর কি বাংলালিংক দামে পাইসেন? ???
আপনেরে চিক্কুরের জন্য ধন্যবাদ।
এখণ চিক্কুর দেবার লোকের বেশি দরকার।