নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্থহীন প্রলাপ

দার্শনিক শিবলী শাহেদ

নিষিদ্ধ শব্দবণিকের উত্তর-পুরুষ।

দার্শনিক শিবলী শাহেদ › বিস্তারিত পোস্টঃ

লজ্জাকর ঘটনা ২

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪

এস এস সি পরীক্ষার পর তেমন কোনো কাজ ছিল না । পাশের ফ্ল্যাটের আন্টি বললেন - আমার ছেলে দুইটাকে একটু ইংরেজি পড়াও। তুমি তো এখন ফ্রি। শুনে আমি ভয় পেয়ে গেলাম। কারণ তার যমজ ছেলে দুটো ভীষণ রকমের ভদ্র। ওরা মুখে কথা বলে না, কথা বলে হাতে। এক ভাই আরেক ভাইকে প্রশ্ন করে ঘুষি মেরে, আরেকজন প্রশ্নের জবাব দেয় ঘুষি মেরে। সুতরাং এদের শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া- কিছুটা ভয়ের ব্যাপারই বৈকি। যাই হোক মনে মনে দোয়া ইউনুস প'ড়ে প্রতি সন্ধ্যায় ওদের পড়াতে যেতাম। আমাকে দেখেই ওরা বলত - এহ তুমি আসছ। আমরা একটু wrestling wrestling খেলব। একটু খেলেই পড়তে বসব, প্রমিজ। আমার সম্মতি পেয়ে ওরা মারামারি শুরু করত। একপর্যায়ে আমিও জয়েন করতাম। এভাবে দেড় ঘন্টা কেটে যেত। একদিন আন্টির কাছে হাতেনাতে ধরা। আন্টি এসে দেখেন একজন আমার পেটের উপর শুয়ে আমার মুখে একের পর এক ঘুষি দিয়ে যাচ্ছে আর আমি জীবনরক্ষার নিমিত্তে তার পিঠে কষে থাপ্পড় দিচ্ছি। আন্টি কিছুই বললেন না। পরদিন আমাকে ডেকে বললেন - তুমি ওদের ইংলিশটাই পড়াও। শারীরিক শিক্ষার জন্য ওদের আব্বু তো আছেই। শুনে আমি তো যারপরনাই লজ্জিত । এরপর থেকে আর ও পথ মাড়াই নি। যাই হোক শুনলাম, ওরা এখন অনেক বড় হয়েছে । শুনেছি ওরা নাকি এখন স্বপ্ন দেখে , গল্প লেখে, গান গায় প্রাণ ভরে ....

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৯

সাদা রং- বলেছেন: মজা পেলাম।

২| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.