![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটোবেলা থেকেই দেখে এসেছি নবজাত শিশু যদি ছেলে হয় তাহলে তার পোশাকের ব্যাপারে সবাই কেমন যেন নির্লিপ্ত আচরণ করে। অর্থাৎ ছেলে শিশুর গায়ে কাপড় থাক বা না থাক— কোনো ব্যাপার না। ক্ষেত্রবিশেষে বরং প্রায়ই চোখে পড়ে — ছেলে সন্তানের বাবা অত্যন্ত আহ্লাদিত হয়ে শিশুর উলঙ্গ ছবি তুলে বিশেষ করে সেই বিশেষাঙ্গটির দিকেই ফোকাস করে সবাইকে দেখান— দেখো, আমার ছেলে হয়েছে। কিন্তু মেয়েদের বেলায় এমনটি ঘটে না। কারণ মেয়ে— খুব সেনসিটিভ ব্যাপার। গ্রামের রাস্তায় হেঁটে বেড়ালে অনেক উলঙ্গ ছেলে শিশু চোখে পড়লেও মেয়ে শিশু চোখে পড়বে না। এভাবে শৈশব থেকেই মেয়েরা লজ্জাশীল হতে শেখে। নিজেকে ঢেকে রাখতে শেখে। অন্যদিকে ছেলেরা বরং খানিকটা বহির্মুখী এবং অ্যারোগ্যান্ট হয় যেহেতু লজ্জা নামক বস্তুটির সাথে তারা শৈশব থেকেই অপরিচিত। যেহেতু নিজেরা নিলাজ— তাই অন্যের লজ্জার তোয়াক্কা তারা করে না। ফলে এর ওর কাপড় ধরে টান দেয়। ছোটবেলা থেকেই সে শিখছে— লজ্জা নারীর ভূষণ। লজ্জা ব্যাপারটা মেয়েলি। ছেলেদের লজ্জা থাকাটা বড় লজ্জার বিষয়। যেহেতু নিজের ভূষণ নাই তাই বিপরীত লিঙ্গের ভূষণ কেড়ে নেয়ার প্রতি একধরণের স্বভাবজাত তাড়না তাদের প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়। পুরুষের এই মনোবিকারের পেছনে আমাদের সমাজ-ব্যবস্থা দায়ী। সময় এসে গেছে এই কথা মন্ত্রের মতো শিশুদের কানে পৌঁছে দেয়ার— লজ্জা নারী পুরুষ উভয়েরই ভূষণ, রেসপেক্ট উইমেন...
©somewhere in net ltd.