নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্থহীন প্রলাপ

দার্শনিক শিবলী শাহেদ

নিষিদ্ধ শব্দবণিকের উত্তর-পুরুষ।

দার্শনিক শিবলী শাহেদ › বিস্তারিত পোস্টঃ

লজ্জা কাহার ভূষণ ??

১৮ ই মে, ২০১৮ দুপুর ২:০৬

সেদিন ফেসবুকে দেখলাম এক নারী একটি ছেলে শিশুর ন্যুড ছবি পোস্ট দিয়েছেন, তার কোন বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে। এ নিয়ে তারা অনেক মশকরাও করছিলেন। ছেলে শিশুর জায়গায় কোনো মেয়ে শিশুর এমন ছবি কি তিনি দিতে পারতেন? মেডিকেল কলেজে স্টুডেন্ট থাকা অবস্থায় দেখেছি, এনাটমি ডিসেকশন ক্লাসে মরদেহ পুরুষের হলে তার লজ্জাস্থান ঢাকার ব্যাপারে কারো কোনো মাথাব্যথা নেই, নারী-মরদেহ হলে অবশ্য ভিন্ন কথা। বিভিন্ন হাসপাতালে ওয়ার্ডে দেখা যায় পুরুষের ক্যাথেটার করার জন্য কোনো স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়না। মোট কথা পুরুষের সম্মানের ব্যাপারে সমাজ ভীষণ নির্লিপ্ত আচরণ করে। লজ্জা কেবল নারীর ভূষণ-- এমন মন্ত্রই যেন ঢাকঢোল পিটিয়ে বলা হচ্ছে। ফলত, লজ্জা বলে যে একটা ব্যপার আছে তা পুরুষেরা ভুলে যাচ্ছে, নির্লজ্জের মতো একের পর এক ঘটনা ঘটিয়েই যাচ্ছে। অসুস্থ এই সমাজ, অসুস্থ সমাজের মানুষ। শিশুদের কানে কানে এই মন্ত্র শিখিয়ে দিন যে, লজ্জা নারী পুরুষ উভইয়েরই ভূষণ। ছেলে শিশুদেরও সম্মান দিতে শিখুন।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৮ দুপুর ২:১১

সনেট কবি বলেছেন: সহমত

১৮ ই মে, ২০১৮ দুপুর ২:১২

দার্শনিক শিবলী শাহেদ বলেছেন: সহমত পোষণ করবার জন্য ধন্যবাদ কবি

২| ১৮ ই মে, ২০১৮ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: এজন্যই জাতী হিসেবে আমরা পিছিয়ে আছি।

৩| ১৮ ই মে, ২০১৮ দুপুর ২:৩৭

দার্শনিক শিবলী শাহেদ বলেছেন: ঠিকই বলেছেন ভাই

৪| ১৮ ই মে, ২০১৮ দুপুর ২:৩৮

নতুন বলেছেন: লজ্জা মানুষের ভুষণ.... সকল মানুষেরই লজ্জা থাকা উচিত। স্বালীন পোষাক পরা উচিত।

৫| ১৮ ই মে, ২০১৮ দুপুর ২:৫১

রাকু হাসান বলেছেন: লজ্জা নারীর ভূষণ এই কথাটি ই প্রচলিত এবং প্রতিষ্ঠিত । তবে আমাদের জন্য মনে হয় আমরাই দায়ি । কেননা আমরা লজ্জা রক্ষা করে চলি না । .।শেয়ার করার জন্য ধন্যবাদ ।

৬| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৪:১৬

ওমেরা বলেছেন: এখন লজ্জা কারোই নেই ।

৭| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: নামে মুসলিম আমরা আরল্লাহর আদেশ অমান্য করেই যে চলি!!!! তাইতো এত জটিলতা!

পর্দা বা লজ্জ্বার জন্য আল্লাহ উভয়কে আদেশ করেছেন- নারী পুরুষ উভয়ের জন্য দৃস্টি অবনত করে চলা এবং লজ্জ্বাস্থানের হেফাজতের তাগিদ দেয়া হয়েছে।
লজ্জ্বা ঈমানের অঙ্গ বলা হয়েছে।

কিন্তু অবিশ্বাসী চক্র, কর্পোরেট দুনিয়া বিজ্ঞাপনে লজ্জ্বার দুমড়ে মুচড়ে দেবার পণ করে নেমেছে।!!
স্বাধীনতার নামে ওড়না উড়িয় দিয়ে টু-পিস ওয়ান পিসে নেমে এসেছে! সভ্যতা অগ্রগতি আর
আনসোম্যাল কেউ বলে না বসে- সেই ইমেজ রক্ষার্থে আমরা লজ্জ্বার স্বাভাবিক অনুভবের গলাটিপে মারছি!

অবশ্য ভৌগান্তি টুকু এই জীবনেই বয়ে যেতে হবে। কোন ক্ষমা নেই।

৮| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

হাঙ্গামা বলেছেন: লজ্জা এখন নারীপুরুষ কারোই নেই। X(

৯| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.