![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"দুর্নীতিবাজ পুলিশ নিয়ে আজ অনেক মাতম হচ্ছে!!!!!
তাদের এই দুর্নীতি নিয়ে দুই একটা ফেসবুক স্ট্যাটাস না দিলে নিজেকে সুশীল ভাবা যাচ্ছে না!!!
তাই নিজেকে সুশীল আর দেশপ্রেমিক প্রমাণ করতে একটু করতেই হচ্ছে!!!! " -- জনৈক সুশী
"গোলাম রাব্বি" পুলিশের দ্বারা নির্যাতনের শিকার না হলে হয়তবা এই মাতম দেখতাম না।
সাংবাদিকরা যদি তাদের কাজে সৎ হত তাহলে হয়তবা এরকম সংবাদ অনেক আগেই আমরা পেতাম, আর মাতম আগেই করতাম।
আজ তাদের উপর পরায় তারা লাফাইতেছে।
এতদিন কত অসহায় মানুষ এই নির্যাতনের শিকার হইসে তার খবর কি কেও রাখছে?
পকেটে মাদক দিয়ে পাচারকারী সাজিয়ে কত মানুষকে যে হয়রানি করছে তা হয়তবা কেউ জানে না।
এই সাংবাদিকরাও সেইদিন এইসব মানুষের পাশে না দারিয়ে তাদের অনুভূতি জানতে চাইছে।
এখন নিজের পাছায় বারি পরায় দুর্নীতিবাজ বলে লাফাইতেছেন।
(ভাল-খারাপ সব পেশাতেই আছে)
পুলিশ অনেক দুর্নীতিবাজ সেটা সবাই জানে।
আর এই সাংবাদিক এরা কি? দুধে ধোওয়া তুলশী পাতা? মোটেও না।
স্বল্প টাকা বেতনে এইরকম বিলাসী জীবনের সূত্র পুলিশ যেরকম জানে তেমনি অনেক সাংবাদিক ও জানে।
অনেকেই দেখেছি!!
একসময় হেটে অফিসে আসা কিছু লোককে, রাতারাতি কোটিপতি হয়ে যেতেও দেখেছি।
নিজের নামে পুলিশি মামলা করে নিজ দেশের নামে বদনাম করে উন্নত দেশে আশ্রয়প্রার্থী সাংবাদিক ও দেখেছি।
কোটি টাকায় "সেকেন্ড হোম" সুবিধা অনেক পুলিশ যেমন নিয়েছে, তেমনি অনেক সাংবাদিক ও নিয়েছে।
নিজের চারপাশে তাকান , এমন অনেক সাংবাদিক দেখবেন।
এই দুর্নীতিবাজ পুলিশরা, সাংবাদিকরা কারো না কারো আত্মীয়, আপনজন ।
তাদের এই দুর্নীতির উপার্জনের টাকায় অনেকেই পেটপূজা দিয়েছেন।
সামাজিক ভাবে এইসব দুই নাম্বার লোকদের বয়কট করেন।
যদি পারেন তখন দুর্নীতিবাজ বলে চিল্লাইয়েন।
না পারলে থামেন। অনেক নাটক করছেন।
২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩২
বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।
২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৪
অস্তিত্বহীন বলেছেন: আমি তো ভাই লেখতে পারি না।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৫
বিজন রয় বলেছেন: সবাই খারাপ না।