![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,চুকিয়ে দেব বেচা কেনা,মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনাদেনা,বন্ধ হবে আনাগোনা এই হাটে-
শেখ জিয়াউর রহমান, বয়স-৩০। পিতাঃ শেখ আলতাফ হোসেন, গ্রামঃ ইতনা, উপজেলাঃ লোহাগড়া, নড়াইল। দুর্ভাগ্যজনকভাবে তরুন এই যুবকটির দুইটা কিডনিই নষ্ট হয়ে গেছে। বর্তমানে ঢাকার মিরপুরে ( ২২৮, জরিনা ভিলা, আহম্মেদনগর, পাইকপাড়া, মিরপুর ১, ঢাকা) চিকিৎসাদিন অবস্থায় আছেন। কিডনি ফাউন্ডেশন হসপিটাল এ আপাতত সপ্তাহে দুইবার করে ডায়ালাসিস চালিয়ে যাচ্ছেন, যেটা অত্যন্ত ব্যয়বহুল। কিডনী প্রতিস্থাপন করার মাধ্যমে উনার সুস্থতা আশা করা যাচ্ছে, কিন্তু কিডনী প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যয় আনুমানিক ১০ লাখ টাকা, যা জিয়াউর এর দরিদ্র পরিবারের মাধ্যমে বহন করা অসম্ভব একটা ব্যাপার। এমনকি ঢাকায় থাকতে এবং ডায়ালাসিস এর খরচ মেটাতেই এই পরিবার হিমশিম খাচ্ছে। তাই এই তরুন যুবক, জিয়াউর কে বাঁচাতে আমরা সবার সাহায্য প্রার্থনা করছি।
সাহায্য পাঠানোর বিকাশ নাম্বারঃ ০১৮৪২৭৬৬৭৭৭ (01842766777)
উক্ত মোবাইল নাম্বারটি জিয়াউর এর ছোট ভাই শেখ জুয়েল হাসান এর। যেকোনো সাহায্য এবং পরামর্শ প্রদানের জন্য অনুগ্রহ করে শেখ জুয়েল হাসান কে ফোন দিবেন।
সাহায্য পাঠানোর ব্যাংক এক্যাউন্টঃ সোনালী ব্যাংক লিমিটেড, লক্ষ্মীপাশা শাখা, সেভিং এক্যাউন্ট নং- ১৭৯৪১ (saving AC- 17941)
আমরা ব্লগাররা থাকতে মাত্র ৩০ বছর বয়সী জিয়াউর অকালে মারা যাবে, এইটা সহজে হতে দিতে পারিনা। দয়া করে সাহায্যে এগিয়ে আসুন।
২| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৫
শিহাবুর রহমান বলেছেন: আমি সঠিক জানিনা কত টাকা লাগবে, পেশেন্ট ও তার ফ্যামিলী কিছুদিন ধরে ঢাকায় অবস্থান করছেন, তারা টাকার চিন্তায় অস্থির, তবে কোন ডাক্তার নাকি অমন অংকের টাকার কথাই বলেছেন। পরামর্শের জন্য ধন্যবাদ।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৬
শিহাবুর রহমান বলেছেন: রক্তের গ্রুপ ও পজেটিভ । ডোনার এখনো রেডী হয়নি।
৪| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৭
শিহাবুর রহমান বলেছেন: ভেবেছিলাম ফেসবুক ও ব্লগে প্রকাশের মাধ্যমে অসহায় যুবক জিয়াউর এর সাহায্যে অনেকখানি এগিয়ে আসতে পারবো, কিন্তু কোনো ব্লগারকেই কোনোরকম সাড়া দিতে দেখছিনা ! খুব বড় মুখ করে জিয়াউর এর ছোট ভাই জুয়েলকে বলেছিলাম- কোনো চিন্তা করবেননা, আমরা ব্লগাররা আছি
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৮
রাজ হাসান বলেছেন: ভাই কিডনী ট্রান্সপ্লান্ট এর জন্য দশ লাখ টাকা???
আপনার প্যাসেন্ট এর রক্তের গ্রুপ কি?ডোনার কি রেডী আছে??
আপনার ডোনার রেডী থাকলে আপনি কিডনী ট্রান্সপ্লান্ট করাতে পারবেন কিন্তু এত লাগার কথা না।আপনি শ্যামলীর আল মারকাজুল ইসলামি হাসপাতাল এ যোগা যোগ করে দেখুন ঐ খানে কিডনী ট্রান্সপ্লান্ট খরচ আরও কম হবে।আমি ২০০৭/০৮ এর দিকে আড়াই থেকে সাড়ে তিন লাখের ভিতর ট্রান্সপ্লান্ট করতে দেখেছি।