![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাদিন অফিসে ডিউটি করে বাসায় এসে দেখি গ্যাস নেই তাই রান্না হয়নি। গোসল করতে গিয়ে দেখি পানি নেই। অনেক কষ্টে রাত ১১ টায় রান্না শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমাতে গিয়ে বিদ্যুত নেই তাই বসে বসে ঝিমাচ্ছি। গরমের ঠেলায় চোখে ঘুম নেই। ওদিকে, বাড়িওয়ালা পরিবার সহ জরুরি কাজে সিলেট যাবে বলে ষ্টেশন থেকে রাত ১১:৩০ এ ফেরত এসেছে কারন টিকিট নেই। বসে বসে ফেসবুকিং করব কিন্তু মোবাইলে চার্জ নেই (১৩%) এত কিছু না থাকার পরেও যদি আপনার আমার মত কোটি কোটি প্রাণী বাচতে পারে তবে ওই বালের সিমকার্ড টা না থাকলেই বা কি? বায়োমেট্রিক না করলে সিমকার্ড বন্ধ করে দিবে শুনছি। শুধু সিমকার্ড কেন মোবাইলও যদি নিয়ে নেয় তারপরও একটা সিমকার্ড বায়োমেট্রিক করতে ২১ টা আঙ্গুলের ছাপ, এক কপি ছবি, ২০ টাকা, ভোটার আইডি কার্ডের ফটোকপি আমি দেব না। কারণ হল: দেশে অনেক কিছু নেই আর আমার সময় নেই। প্রয়োজনে কবুতর দিয়ে চিঠি পাঠাবো।
(সংক্ষেপিত)
©somewhere in net ltd.